
মইন মৃধাঃ রাজবাড়ী সদর উপজেলার খানখানপুর ইউনিয়নের প্রবাসীদের নিয়ে গঠিত ‘খানখানাপুর প্রবাসী কল্যাণ সংগঠন’-এর উদ্যোগে কর্মহীন হয়ে বসে থাকা ১১০ টি হতদরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার সকালে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় আকবর আলী খান কারিগরি ও বাণিজ্য কলেজ মাঠ প্রাঙ্গনে প্রবাসীদের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন সংগঠনের স্বেচ্ছাসেবকরা।
প্রতিটি প্যাকেটে খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৮ কেজি চাল, ১ লিটার সয়াবিন তেল, আধা কেজি মসুরের ডাল, আধা কেজি লবণ ও ১ কেজি আলু। এসময় প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংগঠনের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।
সংগঠনটির প্রতিষ্ঠাতা জানান, বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত খানখানাপুর ইউনিয়নের ৫০ জন প্রবাসীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গ্রুপ খুলে গত ১ জুন প্রতিষ্ঠা করা হয় ‘খানখানাপুর প্রবাসী কল্যাণ সংগঠন’। প্রতিষ্ঠা হওয়ার পর এই প্রথম তারা সংগঠনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করলেন। ভবিষ্যতে তাদের সমাজসেবামূলক কাজের ধারা অব্যাহত থাকবে বলে তিনি জানান।