০৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

গোয়ালন্দে মাদক কারবারীদের হাতে দুই কলেজ শিক্ষার্থী জখম, প্রতিবাদে মানববন্ধন

রাজবাড়ীমেইল ডেস্কঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে স্থানীয় মাদক কারবারীরা দুই কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে জখম করেছে। তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রতিবাদে মঙ্গলবার ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

থানায় দায়েরকৃত অভিযোগ ও স্থানীয়দের সাথে কথা বলে জানাযায়, শনিবার (৪ জুলাই) সকালে দৌলতদিয়া সোনাউল্লাহ ফকির পাড়া হ্যালিপ্যাড মাঠে স্থানীয় তরুণরা ক্রিকেট খেলার আয়োজন করে। মাঠে খেলতে যাওয়ায় অবৈধভাবে চাঁদার টাকা দাবী করে স্থানীয় কয়েক যুবক। ওই খেলায় অংশ নেয় স্থানীয় হারুন সরদারের ছেলে আলামিন সরদার (২২) ও সাত্তার সরদারের ছেলে আলমাছ (২১)। আলামিন ফরিদপুর রাজেন্দ্র বিশ^বিদ্যালয় কলেজের সমাজকর্ম বিভাগের মেধাবী ছাত্র। চাচাতো ভাই আলমাছও একই বিভাগের ছাত্র। খেলার মাঠে তুচ্ছ বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়।

বিকেলে ওই মাঠে ফুটবল খেলতে গেলে এলাকার চিহিৃত মাদক কারবারী হিসেবে পরিচিত আজিজুল মন্ডল এর দুই ছেলে সোহাগ মন্ডল (২২) ও তার ভাই রাসেল মন্ডল (২৪) সহ কয়েকজন মাঠে হামলা চালায়। তাদের ধারালো চাইনিজ কুড়ালের আঘাতে আলামিনের মাথাসহ শরীরের বিভিন্নস্থান গুরুতর জখম হয়েছে। আলামিনের ওপর আক্রমন দেখে চাচাতো ভাই আলমাছ এগিয়ে আসলে তার ওপরও হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে আলমাছও রক্তাত্ব জখম হয়। স্থানীয় লোকজন এগিয়ে আসলে রাসেল ও সোহাগ সহ অন্যরা দৌড়ে পালায়। রক্তাত্ব জখম অবস্থায় কলেজ বিশ্ববিদ্যালয় পড়–য়া দুই শিক্ষার্থী আলামিন ও আলমাছকে উদ্ধার করে প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা বেশি গুরুতর হওয়ায় তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। বর্তমানে সেখানেই তারা চিকিৎসাধীন আছেন।

স্থানীয় কয়েকজন জানান, হ্যালিপ্যাডের ওই খেলার মাঠে কেউ খেলতে গেলে মাঠের পিচ ঠিক করাসহ নানা ধরনের কাজের কথা বলে স্থানীয় সোহাগ ও রাসেল গং তাদের থেকে চাঁদা আদায় করে। চাঁদার টাকা না দিলে তাদেরকে মারধর করা হয়। অনেকের ধারণা এলাকায় নিরিবিলি মাদকের কারবার যাতে নির্বিঘেœ করতে পারে এজন্য মাঠে মানুষজনের সমাগম না ঘটাতে মাঝেমধ্যে এ ধরনের কা- ঘটায়। রাসেল ও সোহাগসহ এলাকার নিয়মিত মাদক কারবারীরা জড়িত বলে অভিযোগ রয়েছে। সোহাগের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় একাধিক মাদকের মামলাও রয়েছে।

এদিকে দুই মেধাবী কলেজ শিক্ষার্থীর ওপর মাদককারীদের ওপর ন্যাক্কার জনক হামলার প্রতিবাদে মঙ্গলবার (৭ জুলাই) বেলা ১১টা থেকে বারোটা পর্যন্ত ঘন্টাব্যাপী ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে গোয়ালন্দ উপজেলাবাসীর ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করে স্থানীয়রা। এসময় আলামিন ও আলমাছের পরিবারের পক্ষ থেকেও উপস্থিত থেকে অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করাসহ উপযুক্ত শাস্তির দাবী জানানো হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, স্থানীয় শাহনাজ বেগম, রতœা বেগম, সাব্বির মোল্লা, খোদেজা বেগম, নাজমুল ফকির, সুজন সরদার প্রমূখ। বক্তারা অবিলম্বে চিহিৃত মাদককারবারী সোহাগ গংদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির দাবী করেন।

এসময় উপস্থিত হয়ে গোয়ালন্দ ঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আব্দুল্লাহ আল-তায়াবীর বলেন, সোমবার বিকেলে এ সংক্রান্ত অভিযোগ পেয়েছি। পুলিশ অভিযোগ যাচাই বাছাই করে সোহাগ, রাসেল গংদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিচ্ছে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, সোমবার বিকেলে এ সংক্রান্ত একটি অভিযোগ দিয়েছে। আলামিনের মামা রেজাউল করিম বাদী হয়ে রাসেল ও সোহাগসহ তাদের বাবা আজিজুল মন্ডলকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছেন। মঙ্গলবার অভিযোগের বিষয়টি মামলা হিসেবে রেকর্ডভুক্ত করা হয়েছে। আসামীদের গ্রেপ্তারে পুলিশ সচেষ্ট রয়েছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

রাজবাড়ীতে শ্বাশুরীকে হত্যার দায়ে দুই জনের যাবোজ্জীবন একজন খালাস

গোয়ালন্দে মাদক কারবারীদের হাতে দুই কলেজ শিক্ষার্থী জখম, প্রতিবাদে মানববন্ধন

পোস্ট হয়েছেঃ ১১:২৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২০

রাজবাড়ীমেইল ডেস্কঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে স্থানীয় মাদক কারবারীরা দুই কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে জখম করেছে। তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রতিবাদে মঙ্গলবার ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

থানায় দায়েরকৃত অভিযোগ ও স্থানীয়দের সাথে কথা বলে জানাযায়, শনিবার (৪ জুলাই) সকালে দৌলতদিয়া সোনাউল্লাহ ফকির পাড়া হ্যালিপ্যাড মাঠে স্থানীয় তরুণরা ক্রিকেট খেলার আয়োজন করে। মাঠে খেলতে যাওয়ায় অবৈধভাবে চাঁদার টাকা দাবী করে স্থানীয় কয়েক যুবক। ওই খেলায় অংশ নেয় স্থানীয় হারুন সরদারের ছেলে আলামিন সরদার (২২) ও সাত্তার সরদারের ছেলে আলমাছ (২১)। আলামিন ফরিদপুর রাজেন্দ্র বিশ^বিদ্যালয় কলেজের সমাজকর্ম বিভাগের মেধাবী ছাত্র। চাচাতো ভাই আলমাছও একই বিভাগের ছাত্র। খেলার মাঠে তুচ্ছ বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়।

বিকেলে ওই মাঠে ফুটবল খেলতে গেলে এলাকার চিহিৃত মাদক কারবারী হিসেবে পরিচিত আজিজুল মন্ডল এর দুই ছেলে সোহাগ মন্ডল (২২) ও তার ভাই রাসেল মন্ডল (২৪) সহ কয়েকজন মাঠে হামলা চালায়। তাদের ধারালো চাইনিজ কুড়ালের আঘাতে আলামিনের মাথাসহ শরীরের বিভিন্নস্থান গুরুতর জখম হয়েছে। আলামিনের ওপর আক্রমন দেখে চাচাতো ভাই আলমাছ এগিয়ে আসলে তার ওপরও হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে আলমাছও রক্তাত্ব জখম হয়। স্থানীয় লোকজন এগিয়ে আসলে রাসেল ও সোহাগ সহ অন্যরা দৌড়ে পালায়। রক্তাত্ব জখম অবস্থায় কলেজ বিশ্ববিদ্যালয় পড়–য়া দুই শিক্ষার্থী আলামিন ও আলমাছকে উদ্ধার করে প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা বেশি গুরুতর হওয়ায় তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। বর্তমানে সেখানেই তারা চিকিৎসাধীন আছেন।

স্থানীয় কয়েকজন জানান, হ্যালিপ্যাডের ওই খেলার মাঠে কেউ খেলতে গেলে মাঠের পিচ ঠিক করাসহ নানা ধরনের কাজের কথা বলে স্থানীয় সোহাগ ও রাসেল গং তাদের থেকে চাঁদা আদায় করে। চাঁদার টাকা না দিলে তাদেরকে মারধর করা হয়। অনেকের ধারণা এলাকায় নিরিবিলি মাদকের কারবার যাতে নির্বিঘেœ করতে পারে এজন্য মাঠে মানুষজনের সমাগম না ঘটাতে মাঝেমধ্যে এ ধরনের কা- ঘটায়। রাসেল ও সোহাগসহ এলাকার নিয়মিত মাদক কারবারীরা জড়িত বলে অভিযোগ রয়েছে। সোহাগের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় একাধিক মাদকের মামলাও রয়েছে।

এদিকে দুই মেধাবী কলেজ শিক্ষার্থীর ওপর মাদককারীদের ওপর ন্যাক্কার জনক হামলার প্রতিবাদে মঙ্গলবার (৭ জুলাই) বেলা ১১টা থেকে বারোটা পর্যন্ত ঘন্টাব্যাপী ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে গোয়ালন্দ উপজেলাবাসীর ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করে স্থানীয়রা। এসময় আলামিন ও আলমাছের পরিবারের পক্ষ থেকেও উপস্থিত থেকে অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করাসহ উপযুক্ত শাস্তির দাবী জানানো হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, স্থানীয় শাহনাজ বেগম, রতœা বেগম, সাব্বির মোল্লা, খোদেজা বেগম, নাজমুল ফকির, সুজন সরদার প্রমূখ। বক্তারা অবিলম্বে চিহিৃত মাদককারবারী সোহাগ গংদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির দাবী করেন।

এসময় উপস্থিত হয়ে গোয়ালন্দ ঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আব্দুল্লাহ আল-তায়াবীর বলেন, সোমবার বিকেলে এ সংক্রান্ত অভিযোগ পেয়েছি। পুলিশ অভিযোগ যাচাই বাছাই করে সোহাগ, রাসেল গংদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিচ্ছে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, সোমবার বিকেলে এ সংক্রান্ত একটি অভিযোগ দিয়েছে। আলামিনের মামা রেজাউল করিম বাদী হয়ে রাসেল ও সোহাগসহ তাদের বাবা আজিজুল মন্ডলকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছেন। মঙ্গলবার অভিযোগের বিষয়টি মামলা হিসেবে রেকর্ডভুক্ত করা হয়েছে। আসামীদের গ্রেপ্তারে পুলিশ সচেষ্ট রয়েছে।