
রাজবাড়ীমেইল ডেস্কঃ রাজবাড়ীতে প্রতিদিনই করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। মঙ্গলবার নতুন করে আরো ৪১ জনের শরীরে করোনা ভাইরাস ধরা পরেছে। ৪ জুলাই তারিখে ১৪০ জনের নমুনা ঢাকায় পাঠিয়ে ৭ জুলাই মঙ্গলবার সন্ধ্যায় নতুন এ ৪১ জন করোনা আক্রান্ত সনাক্তের রিপোর্ট আসে রাজবাড়ীর সিভিল সার্জন কার্যালয়ে।
এ পর্যন্ত রাজবাড়ীতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দ্বাড়াল ৬২৯ জনে। আর করোনা থেকে সুস্থ্য হয়েছেন ২১৪ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৩ জন সর্বশেষ তথ্য অনুযায়ী। তবে এরমধ্যে রাজবাড়ী সদর উপজেলায় করোনা আক্রান্তদের সংখ্যা সবচেয়ে বেশি। এ উপজেলায় আক্রান্তের সংখ্যা ইতমধ্যে ৩০০ জনে পৌছেছে। নতুন আক্রান্ত ৪১ জনের মধ্যে ১৬ জন সদর উপজেলায়, ১৩ জন পাংশায়, কালুখালীতে ৭ জন, বালিয়াকান্দিতে ২ জন এবং গোয়ালন্দ উপজেলায় ৩ জন শনাক্ত হয়েছে। সদর হাসপাতালের কোভিড ইউনিট সহ অন্যান্য হাসপাতালে চিকিৎসা গ্রহন করছেন ৪৬ জন। অন্যান্যরা বাড়িতে আইসোলেশনে চিকিৎসা গ্রহন করছেন।
রাজবাড়ী সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম জানান, এ পর্যন্ত রাজবাড়ী থেকে ঢাকায় করোনা পরিক্ষার জন্যে মোট নমুনা পাঠানো হয়েছে ৫ হাজার ৪ জনের। এদের মধ্যে ৪ হাজার ৮৩৬ জনের পরিক্ষার ফলাফল রাজবাড়ীতে এসেছে। তবে প্রতিদিনই করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। এর মধ্যে রাজবাড়ী সদর উপজেলাতেই আক্রান্ত সনাক্তের হার সবচেয়ে বেশি।