September 24, 2023, 9:54 am
শিরোনামঃ
রাজবাড়ীর হাসপাতালগুলোতে ধারন ক্ষমতার চারগুন রোগী ভর্তি জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন গোয়ালন্দের জাকির হোসেন দৌলতদিয়ায় জ্ঞানের আলো সমাজ কল্যাণ এর উদ্যোগে তালের চারা রোপন  গোয়ালন্দে ১৪ মামলার আসামী, মাদক কারবারী ও জুয়াড়িসহ গ্রেপ্তার ১১ গোয়ালন্দে পদ্মা নদীর ২০ কেজি ওজনের এক কাতল ৩৮ হাজারে বিক্রি জেলার সেরা প্রধান শিক্ষক হলেন গোয়ালন্দ বন্ধুসভার মুঞ্জুয়ারা কাদরী রাজবাড়ীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে যুব মহিলা লীগ নেত্রী রুমানার মৃত্যু গোয়ালন্দে হেরোইনসহ ৭ মাদক মামলার আসামী নারী গ্রেপ্তার গোয়ালন্দে অসুস্থ রোগীর চিকিৎসায় এগিয়ে এলেন সৌদি প্রবাসী খানখানাপুরে ফুটবল টুর্নামেন্টে ফাইনালে গোয়ালন্দ ফুটবল একাডেমী

গোয়ালন্দের পদ্মায় জেলেদের জালে ধরা পড়লো বিশাল পাঙ্গাশ ও কাতল

Reporter Name
  • Update Time : সোমবার, জুলাই ৬, ২০২০
  • 148 Time View
শেয়ার করুনঃ

কামাল হোসেনঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে রোববার দিবাগত মধ্যরাতে জেলেদের জালে প্রায় ২৮ কেজি ওজনের একটি পাঙ্গাস ও ২৫ কেজি ৩০০ গ্রাম ওজনের একটি কাতল মাছ ধরা পড়েছে। সোমবার সকালে মাছ দুটি দৌলতাদয়া ফেরি ঘাটে আনা হলে মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা পাঙ্গাস মাছ ১,৩৫০ টাকা কেজি দরে ও শাহজাহান শেখ কাতল মাছ ১৬০০ টাকা কেজি দরে কিনে নেন।

সোমবার (৬ জুলাই) এ সময় বিশাল আকৃতির মাছ দুটি দৌলতদিয়া ৫নং ফেরি ঘাটের পল্টুনের সাথে বেঁধে রাখলে উৎসুক জনতা সেটা দেখতে ভিড় জমায়। পরে ঢাকার এক শিল্পপতি ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেন বলে চান্দু মোল্লা জানান।

চান্দু মোল্লা জানান, রোববার সন্ধ্যার পর ফ্যাসন জাল নিয়ে নদীতে নামেন জেলে গুরু হালদার। সোমবার ভোররাতের দিকে জাল গোছানো শুরু করলে প্রায় শেষের দিকে জালে বড় একটা ঝাকুনি দেয়। জাল টেনে নৌকায় তোলার পর দেখের জালের ঘাইলে বিশাল আকারের পাঙ্গাশ আটকা পড়েছে। সকালেই বিক্রির জন্য দৌলতদিয়া মাছ বাজার আনলে ওজন দিয়ে দেখেন প্রায় ২৮ কেজি হয়েছে। নদীতে পানি বৃদ্ধির ফলে দৌলতদিয়ার পদ্মায় বড় মাছ ধরা পড়ছে। পরে স্থানীয় এক আড়তে নিলামে তুললে সর্বোচ্চ দরদাতা হিসেবে মাছটি ১৩৫০ টাকা কেজি দরে ৩৭ হাজার ৮০০ টাকায় কিনেন।

অপরদিকে নদীতে ২৫ কেজি ৩০০ গ্রাম ওজনের বিশাল আকারের একটি কাতল মাছ ধরা পড়েছে জেলেদের জালে। মাছটি আজ সোমবার ভোররাতের দিকে স্থানীয় জেলে আব্দুর রহমানের জালে ধরা পড়ে। পরবর্তীতে সকালে দৌলতদিয়া মাছ বাজারে বিক্রির জন্য নিয়ে আসলে স্থানীয় মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ সর্বোচ্চ দরদাতা হিসেবে কিনে নেন।

শাহজাহান শেখ জানান, রোববার দিবাগত রাতে পদ্মা ও যমুনার মোহনায় বাহির চর ছাত্তার মেম্বার পাড়ার জেলে আব্দুর রহমান সহকর্মীদের নিয়ে নদীতে জাল ফেলে। সোমবার ভোরের দিকে জাল তুলতে গেলে এক ঝাকুনিতে বুঝতে পারেন বড় মাছ ধরা পড়েছে। জাল টেনে নৌকায় তোলার পর দেখে বড় আকারের কাতল মাছ ধরা পড়েছে। মাছটি বাজারে এনে ওজন দিয়ে দেখেন ২৫ কেজি ৩০০ গ্রাম হয়েছে। ২৫ কেজি ৩০০ গ্রাম ওজনের কাতল মাছটি সর্বোচ্চ দরদাতা হিসেবে ১৬০০ টাকা কেজি দরে প্রায় ৪০ হাজার টাকায় কিনে নেই। পরে গাজীপুরের ইঞ্জিনিয়ার পিন্টু নামের এক ব্যবসায়ীর কাছে ১৭০০ টাক কেজি দরে বিক্রি করেছি।

গোয়ালন্দ উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ বলেন, “এ মৌসুমে এখন পদ্মা নদীতে মাঝে মধ্যেই বড় ধরনের মাছ পাওয়া যাবে। তবে এত বড় মাছ এখন খুব একটা দেখা যায় না। এ ধরনের মাছ সাধারণত ফ্যাসন, দশন, কৌনা, কচাল ও চাকা ওয়ালা ঘাইলা ব্যার জালে ধরা পড়ে”।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 Rajbarimail
DeveloperAsif
themesba-lates1749691102