
রাজবাড়ীমেইল ডেস্কঃ রাজবাড়ীর পাংশা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে রোববার (৫জুলাই) এনএটিপি-২ এর আওতায় ম্যাচিং গ্রান্টপ্রাপ্ত (এআইএফ-২) সিআইজিদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়। রোববার দুপুর ১টার দিকে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জেসমিন আকতারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রফিকুল ইসলাম বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কাজী এজাজুল করীম, যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বদরুল আলম মিয়া, সাংবাদিক মো. মোক্তার হোসেন, রাজবাড়ীর মেসার্স কৃষি সেবা বেতানের বাবুল আক্তার ও সংশ্লিষ্ট এলাকার উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
জানা যায়, উপজেলার বাবুপাড়া ইউপির কুড়িপাড়া গ্রামের সিআইজি কমিটি ও মৌরাট ইউপির জাগির মালঞ্চি গ্রামের সিআইজি কমিটির কৃষকদের মাঝে পাওয়ার ট্রিলার, পাওয়ার ট্রিলারচালিত সিডার ও ধান মাড়াই যন্ত্র বিতরণ করা হয়।