
মইন মৃধাঃ রাজধানী ঢাকার সেগুন বাগিচা এলাকায় বসবাসরত রাজবাড়ীর কৃতি সন্তান অবসরপ্রাপ্ত জেলা দায়রা জজ এবং যুদ্ধাপরাধীদের বিচারকার্য পরিচালনা সংক্রান্ত কার্যক্রমের সাবেক প্রধান সমন্বয়ক মোঃ শামসুল হক এর জ্যেষ্ঠ সন্তান শামসুল আরেফিন আরিফ করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। বিএনপি নেতা এ্যাডঃ আসলাম মিয়ার ভাতিজা তিনি।
আক্রান্ত শামসুল আরেফিন আরিফ গত ২ জুলাই সকাল ১০ টায় ঢাকার বাসা থেকে নমুনা সংগ্রহ করে আইইডিসিআর এর পাঠানো হয় এবং বিকালে নমুনার ফলাফল পজেটিভ আসে।
পারিবারিক সূত্রে জানা যায়, শামসুল আরেফিন আরিফ করোনা পরিক্ষায় পজেটিভ হওয়ায় তাকে হোম আইসোলেশনে থেকে চিকিৎসা দেওয়া হচ্ছে । এ সময় পরিবারের পক্ষ থেকে সকল শুভাকাঙ্ক্ষী ও দেশবাসির কাছে দোয়া কামনা করেন ।
সাবেক জেলা জজ মো. শামসুল হক বলেন, আমার বড় সন্তানের শরীরে জ্বর ও কাশির উপসর্গ দেখা দিলে গত ২ জুলাই বাসা থেকে নমুনা নিয়ে আইইডিসিআর-এর একটি টিম আমাদের বাসা থেকে নমুনা সংগ্রহ করে নিয়ে যায়। একই দিনে বিকালে আইইডিসিআর এ করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজেটিভ আসে। এরপর থেকে আরিফ হোম আইসোলেশনে চিকিৎসা গ্রহন করছে। বর্তমানে তিনি আগের থেকে ভালো আছেন।
সারাদেশের মানুষ যখন করোনায় আতংকিত, বিপুল সংখ্যক মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত তখন শামসুল হক তার নিজ জেলা রাজবাড়ীর করোনা যোদ্ধা চিকিৎসক, জেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ বাহিনীর সদস্য, পৌরসভার মেয়র, জেলা পরিষদ চেয়ারম্যান, জরুরী সেবায় নিয়োজিত বিদ্যুৎ বিভাগের কর্মী, সাংবাদিক ও বিভিন্ন পর্যায়ের সমাজকর্মীদের মধ্যে গত দুই শতাধিক পিপিই এবং চিকিৎসকদের জন্য ৪০টি N95 ফেস মাস্ক প্রদান করেন। লকডাউনের কারণে তিনি ঢাকায় অবস্থান করায় তার পক্ষে রাজবাড়ী সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. রকিবুল হাসান পিয়াল এসব উপকরণ হস্তান্তর করেন।