
বিশেষ প্রতিনিধিঃ নৌপরিবহন অধিদপ্তর থেকে চালক ও স্পিডবোটের লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র গ্রহণ এবং বিআইডব্লিউটিএ কর্তৃক নৌপথ ব্যবহারের অনুমোতি ছাড়াই অবৈধভাবে রাজবাড়ীর দৌলতদিয়া ও পাবনার কাজিরহাট নৌপথে স্পিডবোট চলছে। পুলিশ বন্ধ করে দিলেও ভরা নদীতে ঝুঁকি নিয়ে পুনরায় যাত্রী পারাপার করছে। এতে যে কোন মুহুর্তে ঘটতে পারে প্রাণহানীর মতো দুর্ঘটনা।
করোনাভাইরাসের সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মানার কথা বলা হলেও গাদাগাদি করে পারাপার এবং অতিরিক্ত ভাড়া আদায় হচ্ছে। ৪ জুন দেশের শীর্ষ দৈনিক প্রথম আলোসহ রাজবাড়ী জেলার জনপ্রিয় নিউজ পোর্টাল রাজবাড়ীমেইল ডটকম-এ প্রতিবেদন প্রকাশিত হলে পুলিশ স্পিডবোট বন্ধ করে। কয়েকদিন পর ফের যাত্রী বহন শুরু হলে নৌপুলিশ বন্ধ করে। এক-দুইদিন বিরতির পর থেকে পুনরায় যাত্রী পারাপার অব্যাহত রয়েছে।
ঘাট সংশ্লিষ্টরা জানায়, প্রায় তিন বছর ধরে দৌলতদিয়ার ৬টি ও কাজিরহাটের ৩টি স্পিডবোট নিয়মিত যাত্রী পার করছে। পারাপারের টিকিটে জনপ্রতি ভাড়া ২৫০ টাকা ও লাইফ জ্যাকেট পরার কথা বলা রয়েছে। কিন্তু তার কোনটাই মানা হচ্ছে না। করোনার সংক্রমণ এড়াতে স্বাস্থ্যবিধি মানা হচ্ছেনা। ২২-২৫মিনিটে কাজিরহাট পৌছায় বলে স্পিডবোটে অনেকে পারাপার হয়।
সরেজমিন দেখা যায়, লঞ্চঘাটের পাশে স্পিডবোটে যাত্রী ওঠানামা করছে। ঘাট ছেড়ে যাওয়ার সময় স্বাস্থ্যবিধি কিছুটা মানা হলেও কাজিরহাট থেকে আসা বোটে মানা হচ্ছেনা। কাজিরহাট থেকে একটি বোটে ১৯জন যাত্রী দেখা যায়। এসময় চালকের হাতে গ্লাভস বা মুখে মাস্ক না নিয়েই যাত্রী বহন করা হচ্ছে। কয়েক জনের মুখে মাস্ক দেখলেও অনেকের মুখে ছিলনা। একজনের সাথে আরেকজন গা ঘেঁসে বসতে দেখা যায়। এছাড়া ভরা নদীতে যাত্রী পারাপারে প্রাণহানির ঝুঁকি বেশি দেখা দিয়েছে।
কাজিরহাট থেকে আসা যাত্রী তানভির হোসেন বলেন, জরুরী কাজে খুলনায় যেতে হবে। তাই জীবনের ঝুঁকি নিয়ে ভরা নদী পার হয়ে আসলাম। বোটে পাশাপাশি বসে থাকায় স্বাস্থ্য ঝুঁকিও ছিল। কিন্তু এক্ষেত্রে আমাদের কি করার আছে?
স্পিডবোট চালক বকুল সরদার, জলিল শেখসহ কয়েকজন বলেন, ঘাট ছাড়ার আগে যাত্রীদের হাত ধুইয়ে, জীবাণুনাশক স্প্রে করে বোটে ওঠানো হয়। সামাজিক দূরত্ব বজায় রাখতেই যাত্রী কম আনা হচ্ছে। অনেকদিন পর বোট চালু হওয়ায় যাত্রীর সংখ্যাও কমে গেছে। করোনার কারণে মানুষ কম পার হচ্ছে। স্পিডবোট চালাতে ড্রাইভিং লাইসেন্সসহ অন্যান্য কাগজপত্র জমা দিয়েছি।
দৌলতদিয়ায় দায়িত্বরত ঘাট তত্বাবধায়ক নুরুল ইসলাম বলেন, যাত্রী কম থাকায় একদিন পর পর ৪টি করে স্পিডবোট চল। তাদের প্রতিনিধি হিসেবে দেখাশুনা করছি। স্পিডবোট চলাচলে অনুমোদনের জন্য নৌপরিবহন অধিদপ্তরে কাগজপত্রসহ জমা দিয়েছে। স্বাস্থ্যবিধি মেনে যাত্রীদের জীবাণুনাশক স্প্রে করে বোটে তোলা হচ্ছে। অর্ধেক যাত্রী বহন করায় ২৫০ টাকার ভাড়া ৩০০ টাকা নেয়া হয়।
নৌপরিবহন অধিদপ্তর আরিচা কার্যালয়ের পরিদর্শক এস এম আশিকুল ইসলাম বলেন, অবৈধভাবে চলাচল করায় ইতিপূর্বে একাধিক মামলা দেয়া হয়েছে। এরপরও চলাচল করলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিআইডব্লিউটিএ আরিচা অঞ্চলের সহকারী পরিচালক (নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা) মো. ফরিদুল ইসলাম বলেন, দৌলতদিয়া-কাজিরহাট রুটের অনুমোদন নেই। নৌপরিবহন অধিদপ্তর থেকে স্পিডবোটের ফিটনেস এবং চালকের লাইন্সেসহ নৌপথ ব্যবহারের অনুমোদনের জন্য আবেদন করতে হবে। কিন্তু এখন পর্যন্ত তারা করেনি। সম্পূর্ণ অবৈধ ও ঝুঁকিপর্ণূভাবে যাত্রী বহন করছে। বন্ধের জন্য নৌপুলিশসহ সংশ্লিষ্ট প্রশাসনকে অবগত করেছি।
রাজবাড়ীর পুলিশ সুপার মো. মিজানুর রহমান পিপিএম রাজবাড়ীমেইলকে বলেন, অবৈধভাবে স্পিডবোট চলায় সম্প্রতি বন্ধ করে দেওয়া হয়। এরপর পুনরায় যাত্রী পারাপারের বিষয় আমার জানা নেই। বর্তমানে ভরা নদীতে স্পিডবোটে যাত্রী পারাপারে অনেক ঝুঁকিপূর্ণ। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।