০২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছে না গোয়ালন্দের হাছিনা বেগম

রাজবাড়ীমেইল ডেস্কঃ পিত্ত্ব থলিতে পাথর ও পেটে ঘা হওয়া সহ নানা ধরনের উপসর্গ নিয়ে দীর্ঘদিন ধরে সীমাহীন কষ্ট ভোগ করছেন রাজবাড়ীর গোয়ালন্দের হাছিনা বেগম (৫০)। তিনি গোয়ালন্দ পৌরসভার বিপেন রায়ের পাড়ার মজিবর রহমান মিয়ার স্ত্রী। ৮ কন্যা ও এক ছেলে সন্তানের মা অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেননা। চিকিৎসকদের মতে জরুরী ভিত্তিতে তাঁর অপারেশন করাতে হবে। আর এ জন্য প্রয়োজন অন্তত তিন লাখ টাকা।

হাছিনা বেগম বলেন, স্বামী গোয়ালন্দ বাজারে ক্ষুদ্র ব্যবসা করেন। সিলভারের হাড়ি-পাতিল মেরামতের কাজ করেন। তাঁর সামান্য আয় দিয়ে কোনরকম চলে আমাদের সংসার। ৮ কন্যা সন্তান শেষে তাঁদের একটি ছেলে সন্তান রয়েছে। ছেলেটি ঢাকার একটি ধর্মীয় প্রতিষ্ঠানে পড়াশুনা করে। যেখানে নিজেদের সংসারের খরচ মেটানোই তাঁদের পক্ষে সম্ভব হচ্ছে না। সেখানে ছেলের পড়াশুনার পাশাপাশি নিজের চিকিৎসার ব্যায় মেটাবেন কিভাবে? পরিবারের বিভিন্ন জিনিসপত্র এবং সম্পত্তি বিক্রি শেষে কিছু টাকা বের করে চিকিৎসার ব্যায় মিটিয়েছিলেন। এজন্য তিনি অনেক টাকা ঋনগ্রস্থ হয়েছেন। ২০১৮ সালের ফেব্রুয়ারী মাসে ঢাকা কুর্মিটোলা জেনারেল হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা ফারহানা খানমের অধিন চিকিৎসাধীন ছিলেন। অর্থের অভাবে সেখানে ঠিকমতো চিকিৎসা করাতে না পেরে বাধ্য হয়ে বাড়ি চলে আসেন।

তিনি বলেন, কিছুদিন পর তিনি আবারও বেশি অসুস্থ্য হয়ে পড়লে কুর্মিটোলা জেনালে হাসপাতালে যান। এসময় চিকিৎসকরা জানান, তাঁর পিত্ত্বথলিতে পাথর হয়েছে এবং ঘাও দেখা দিয়েছে। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন। একই সাথে জরুরী ভিত্তিতে তাঁর দুটি অস্ত্রপচার (অপারেশন) করা দরকার বলে জানান। অপারেশন করাসহ চিকিৎসা নিতে প্রায় তিন থেকে চার লাখ টাকা ব্যায় হবে। এত টাকা তাঁর পরিবারের পক্ষে কোনভাবেই জোগাড় করা সম্ভব না। তাই তিনি এবং তাঁর পরিবার সকলের সহযোগিতা কামনা করেছেন। অন্তত পক্ষে একটি অপারেশন করাতে পারলে আরেকটি কিছুদিন পর করলেও খুব বেশি সমস্যা হবে না বলে চিকিৎসকরা জানিয়েছেন।

 

হাছিনা বেগমের স্বামী মজিবর রহমান বলেন, গোয়ালন্দ বাজারে বসে সিলভারের জিনিসপত্র মেরামত করে খাই। দিন শেষে যা পাই তা দিয়ে কোনরকম দিন চলে। এরপর দীর্ঘদিন ধরে করোনাভাইরাসের কারণে ঠিকমতো সে কাজও করতে পারেননি। সংসারে ৮জন মেয়ে ও এক ছেলে ছিল। যদিও মেয়েদের বিয়ে দিয়েছে। এখন এক ছেলের পড়াশুনার খরচ দিতে পারিনা। দীর্ঘদিন ধরে স্ত্রী অসুস্থ্য হয়ে ঘরে পড়ে থাকার মতো। রিক্সা ছাড়া তিনি বাইরে কোথাও যেতে পারেননা। প্রতিদিন তাঁর যে ওষুধ দরকার হয় ঠিকমতো কিনতেও পারিনা। সেখানে তাঁর অপরাশেনের জন্য এত টাকা আমি কোথায় পাব? তাই আমার স্ত্রীর চিকিৎসার জন্য সবার সাহায্য প্রার্থনা করছি। সকলে যদি একটু সদয় হন তাহলে আমার স্ত্রীর অপারেশন করাতে পারবো। সাহায্য পাঠানোর ঠিকানাঃ- মোছা. হাছিনা বেগম, সঞ্চয়ী হিসাব নম্বর-৯০০৬, বাংলাদেশ কৃষি ব্যাংক, গোয়ালন্দ বাজার শাখা, গোয়ালন্দ, রাজবাড়ী। প্রয়োজনে যোগাযোগ ও বিকাশ নাম্বারঃ- ০১৭৪৭-৭১৯১৫৬।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

রাজবাড়ীতে শ্বাশুরীকে হত্যার দায়ে দুই জনের যাবোজ্জীবন একজন খালাস

অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছে না গোয়ালন্দের হাছিনা বেগম

পোস্ট হয়েছেঃ ০৯:৪০:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২০

রাজবাড়ীমেইল ডেস্কঃ পিত্ত্ব থলিতে পাথর ও পেটে ঘা হওয়া সহ নানা ধরনের উপসর্গ নিয়ে দীর্ঘদিন ধরে সীমাহীন কষ্ট ভোগ করছেন রাজবাড়ীর গোয়ালন্দের হাছিনা বেগম (৫০)। তিনি গোয়ালন্দ পৌরসভার বিপেন রায়ের পাড়ার মজিবর রহমান মিয়ার স্ত্রী। ৮ কন্যা ও এক ছেলে সন্তানের মা অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেননা। চিকিৎসকদের মতে জরুরী ভিত্তিতে তাঁর অপারেশন করাতে হবে। আর এ জন্য প্রয়োজন অন্তত তিন লাখ টাকা।

হাছিনা বেগম বলেন, স্বামী গোয়ালন্দ বাজারে ক্ষুদ্র ব্যবসা করেন। সিলভারের হাড়ি-পাতিল মেরামতের কাজ করেন। তাঁর সামান্য আয় দিয়ে কোনরকম চলে আমাদের সংসার। ৮ কন্যা সন্তান শেষে তাঁদের একটি ছেলে সন্তান রয়েছে। ছেলেটি ঢাকার একটি ধর্মীয় প্রতিষ্ঠানে পড়াশুনা করে। যেখানে নিজেদের সংসারের খরচ মেটানোই তাঁদের পক্ষে সম্ভব হচ্ছে না। সেখানে ছেলের পড়াশুনার পাশাপাশি নিজের চিকিৎসার ব্যায় মেটাবেন কিভাবে? পরিবারের বিভিন্ন জিনিসপত্র এবং সম্পত্তি বিক্রি শেষে কিছু টাকা বের করে চিকিৎসার ব্যায় মিটিয়েছিলেন। এজন্য তিনি অনেক টাকা ঋনগ্রস্থ হয়েছেন। ২০১৮ সালের ফেব্রুয়ারী মাসে ঢাকা কুর্মিটোলা জেনারেল হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা ফারহানা খানমের অধিন চিকিৎসাধীন ছিলেন। অর্থের অভাবে সেখানে ঠিকমতো চিকিৎসা করাতে না পেরে বাধ্য হয়ে বাড়ি চলে আসেন।

তিনি বলেন, কিছুদিন পর তিনি আবারও বেশি অসুস্থ্য হয়ে পড়লে কুর্মিটোলা জেনালে হাসপাতালে যান। এসময় চিকিৎসকরা জানান, তাঁর পিত্ত্বথলিতে পাথর হয়েছে এবং ঘাও দেখা দিয়েছে। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন। একই সাথে জরুরী ভিত্তিতে তাঁর দুটি অস্ত্রপচার (অপারেশন) করা দরকার বলে জানান। অপারেশন করাসহ চিকিৎসা নিতে প্রায় তিন থেকে চার লাখ টাকা ব্যায় হবে। এত টাকা তাঁর পরিবারের পক্ষে কোনভাবেই জোগাড় করা সম্ভব না। তাই তিনি এবং তাঁর পরিবার সকলের সহযোগিতা কামনা করেছেন। অন্তত পক্ষে একটি অপারেশন করাতে পারলে আরেকটি কিছুদিন পর করলেও খুব বেশি সমস্যা হবে না বলে চিকিৎসকরা জানিয়েছেন।

 

হাছিনা বেগমের স্বামী মজিবর রহমান বলেন, গোয়ালন্দ বাজারে বসে সিলভারের জিনিসপত্র মেরামত করে খাই। দিন শেষে যা পাই তা দিয়ে কোনরকম দিন চলে। এরপর দীর্ঘদিন ধরে করোনাভাইরাসের কারণে ঠিকমতো সে কাজও করতে পারেননি। সংসারে ৮জন মেয়ে ও এক ছেলে ছিল। যদিও মেয়েদের বিয়ে দিয়েছে। এখন এক ছেলের পড়াশুনার খরচ দিতে পারিনা। দীর্ঘদিন ধরে স্ত্রী অসুস্থ্য হয়ে ঘরে পড়ে থাকার মতো। রিক্সা ছাড়া তিনি বাইরে কোথাও যেতে পারেননা। প্রতিদিন তাঁর যে ওষুধ দরকার হয় ঠিকমতো কিনতেও পারিনা। সেখানে তাঁর অপরাশেনের জন্য এত টাকা আমি কোথায় পাব? তাই আমার স্ত্রীর চিকিৎসার জন্য সবার সাহায্য প্রার্থনা করছি। সকলে যদি একটু সদয় হন তাহলে আমার স্ত্রীর অপারেশন করাতে পারবো। সাহায্য পাঠানোর ঠিকানাঃ- মোছা. হাছিনা বেগম, সঞ্চয়ী হিসাব নম্বর-৯০০৬, বাংলাদেশ কৃষি ব্যাংক, গোয়ালন্দ বাজার শাখা, গোয়ালন্দ, রাজবাড়ী। প্রয়োজনে যোগাযোগ ও বিকাশ নাম্বারঃ- ০১৭৪৭-৭১৯১৫৬।