
রাজবাড়ীমেইল ডেস্কঃ রাজবাড়ীর গোয়ালন্দে বৃহস্পতিবার নতুন করে আরো ২ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে গোয়ালন্দ উপজেলায় করোনা পজিটিভ অর্ধশতাধিক পার করে সংখ্যায় দাড়িয়েছে ৫১জন। নতুন শনাক্তকৃত দুইজনের মধ্যে ২৮ জুন করোনা উপসর্গে মারা যাওয়া মাছ ব্যবসায়ী হজরত আলীর (৬০) করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এছাড়া ২৭ জুন ঢাকার মুগদা হাসপাতাল থেকে পালিয়ে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া আবু বক্কারের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। সংবাদের সত্যতা নিশ্চিত করেছে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে উপজেলা স্বাস্থ্য বিভাগের আইসিটি ও করোনা ফোকাল চিকিৎসা কর্মকর্তা সামিউল হুদা জানান, এ পর্যন্ত গোয়ালন্দ উপজেলায় মোট ৫১০ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ৪৯৭ জনের রিপোর্ট স্বাস্থ্য বিভাগ পায়। এখনো ১৩ জনের রিপোর্ট এসে পৌছেনি। এছাড়া নতুন করে আরো ২ জনের পজিটিভ শনাক্ত হয়। এ নিয়ে গোয়ালন্দে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাড়ালো ৫১ জন। ৫১ জনের মধ্যে ৩৫ জন পুরোপুরি সুস্থ্য হয়েছেন। বাকি ১৬ জনের মধ্যে এক জন হাসপাতালে, ১৩ জন হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন এবং শনাক্তকৃত দুই জন মারা গেছেন। হোম কোয়ারেন্টিনে আছেন ৮৪ জন এবং নতুন করে হোম কোয়ারেন্টিনে অঅছেন আরো ৮জন।
নতুন শনাক্তকৃত দুই জনের মধ্যে একজন গত রোববার (২৮জুন) দিবাগত রাতে করোনার উপসর্গ নিয়ে মারা যান গোয়ালন্দ বাজারের মাছ ব্যবসায়ী হজরত আলী (৬০)। তিনি গোয়ালন্দ পৌরসভার ৯নম্বর ওয়ার্ড কাইমদ্দিন প্রামানিক পাড়ার বাসিন্দা। মৃত্যুর আগে প্রায় এক সপ্তাহ শরীরে জ¦র, শর্দিসহ করোনার উপসর্গ নিয়ে ভুগছিলেন। ওইদিন শারীরিক অবস্থার বেশি অবনতি হলে ওই দিন দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে করোনার নমুনা প্রদান করেন। ওইদিন রাত সোয়া ৯টার দিকে তিনি নিজ বাড়িতে মারা যান। পরদিন সোমবার (২৯ জুন) সকালে স্বাস্থ্যবিধি অনুসরণ করে গোয়ালন্দ পৌরসভার কেন্দ্রীয় কবরস্থানে দাফন সম্পন্ন হয়। বৃহস্পতিবার তার করোনার পজিটিভ রিপোর্ট আসে।
আক্রান্ত আরেক ব্যক্তি গোয়ালন্দের হাউলি কেউটিল এলাকার আবু বক্কার (৩৯)। ঢাকায় থাকা অবস্থায় তার শরীরে করোনার উপসর্গ দেখা দিলে তিনি ঢাকার মুগদা হাসপাতালে ভর্তি হন। সেখান থেকে গত ২৭ জুন পালিয়ে বাড়ি আসেন। পরবর্তীতে অবস্থা বেশি খারাপ হওয়ায় ওইদিন রাতে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। পরদিন তার নমুনা সংগ্রহ করে পাঠানো হলে বৃহস্পতিবার তারও করোনা পজিটিভ রিপোর্ট আসে। তাকে আজই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।