
রাজবাড়ীমেইল ডেস্কঃ রাজবাড়ীতে সড়ক পরিবহন আইন ২০১৮ ধারা অনুযায়ী মাহেন্দ্র, থ্রী হুইলার, গাড়ী চলাচল বন্ধের লক্ষ্যে ও মানুষকে সচেতন করতে মহাসড়কের বিভিন্ন স্থানে পথসভা শেষে লিফলেট বিতরণ করেছে গোয়ালন্দ মোড় আহ্লাদীপুর হাইওয়ে থানা পুলিশ। গত সোমবার দিনব্যাপী গোয়ালন্দ মোড় সহ ঢাকা-খুলনা মহাসড়কের বিভিন্ন স্থানে পথসভা ও লিফলেট বিতরণ করে।
গত সোমবার (২৯ জুন) পথসভা ও লিফলেট বিতরণ শেষে আহ্লাদীপুর হাইওয়ে থানার ওসি মো. লুৎফর রহমান বলেন, সড়ক পরিবহন আইন-২০১৮ ও ৪৬/এর ৪ উপধারায় থ্রীহুইলার গাড়ীর চালকদের শাস্তির বিধান রেখে অবৈধ যানবাহনকে আইনের আওতায় নিয়ে আসার জন্য কাজ করে যাচ্ছি বলে জানান পুলিশের এই কর্মকর্তা।