০৪:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

ফরিদপুরে অগ্নিকান্ডে গোয়াল ঘরে থাকা ছয়টি গরু পুড়ে ভষ্মীভূত

হারুন-অর-রশীদ, ফরিদপুরঃ ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া দক্ষিণ পাড়া গ্রামে অগ্নিকান্ডে একটি গোয়াল ঘর পুড়ে ছাই এবং ছয়টি গরু ভষ্মীভূত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) দিবাগত রাত ১০ টার দিকে উপজেলার বল্লভদী ইউনিয়নের দক্ষিণ ফুলবাড়িয়া গ্রামের মৃত্যু আলম মোল্যার ছেলে মো. লুৎফর মোল্যার বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, লুৎফর মোল্যার বসত ঘরের পাশেই গরুর থাকার ঘর থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন ও সালথা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় লুৎফর মোল্যার গোয়াল ঘরে থাকা ৬টি গরু ভুষ্মীভূত হয়ে ৩টি ঘটনাস্থলেই মারা যায় এবং বাকি তিনটি গরু মারাত্বকভাবে দগ্ধ হয়।

স্থানীয়রা বলছেন, দগ্ধ হওয়া একটি গরুও বাঁচবে না। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবার দুটির দাবি।

ক্ষতিগ্রস্থ লুৎফরের স্ত্রী গোলাপী বেগম বলেন, আমাদের সংসারের আয়ের একমাত্র উৎস ছিলো এই গরু। এখন আমরা নিঃস্ব, কিভাবে সংসার চলবে জানা নেই। প্রতিদিন গাভীর দুধ বিক্রি করে সংসার চলতো, এখন তা আর হবে না। কিভাবে ছেলে মেয়ের খাবারের ব্যবস্থা করবো বুঝে উঠতে পারছিনা।

এ ঘটনায় সংস্লিষ্ট বল্লভদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হাসিব সরকারকে বিষয়টি অবহিত করা হলে তিনি তাৎক্ষণিক চেয়ারম্যান নুরুল ইসলামের মাধ্যমে ক্ষতিগ্রস্থ পরিবারকে ২০ হাজার টাকা অনুদান প্রদান করেন।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

রাজবাড়ীতে শ্বাশুরীকে হত্যার দায়ে দুই জনের যাবোজ্জীবন একজন খালাস

ফরিদপুরে অগ্নিকান্ডে গোয়াল ঘরে থাকা ছয়টি গরু পুড়ে ভষ্মীভূত

পোস্ট হয়েছেঃ ১০:৪৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২০

হারুন-অর-রশীদ, ফরিদপুরঃ ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া দক্ষিণ পাড়া গ্রামে অগ্নিকান্ডে একটি গোয়াল ঘর পুড়ে ছাই এবং ছয়টি গরু ভষ্মীভূত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) দিবাগত রাত ১০ টার দিকে উপজেলার বল্লভদী ইউনিয়নের দক্ষিণ ফুলবাড়িয়া গ্রামের মৃত্যু আলম মোল্যার ছেলে মো. লুৎফর মোল্যার বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, লুৎফর মোল্যার বসত ঘরের পাশেই গরুর থাকার ঘর থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন ও সালথা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় লুৎফর মোল্যার গোয়াল ঘরে থাকা ৬টি গরু ভুষ্মীভূত হয়ে ৩টি ঘটনাস্থলেই মারা যায় এবং বাকি তিনটি গরু মারাত্বকভাবে দগ্ধ হয়।

স্থানীয়রা বলছেন, দগ্ধ হওয়া একটি গরুও বাঁচবে না। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবার দুটির দাবি।

ক্ষতিগ্রস্থ লুৎফরের স্ত্রী গোলাপী বেগম বলেন, আমাদের সংসারের আয়ের একমাত্র উৎস ছিলো এই গরু। এখন আমরা নিঃস্ব, কিভাবে সংসার চলবে জানা নেই। প্রতিদিন গাভীর দুধ বিক্রি করে সংসার চলতো, এখন তা আর হবে না। কিভাবে ছেলে মেয়ের খাবারের ব্যবস্থা করবো বুঝে উঠতে পারছিনা।

এ ঘটনায় সংস্লিষ্ট বল্লভদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হাসিব সরকারকে বিষয়টি অবহিত করা হলে তিনি তাৎক্ষণিক চেয়ারম্যান নুরুল ইসলামের মাধ্যমে ক্ষতিগ্রস্থ পরিবারকে ২০ হাজার টাকা অনুদান প্রদান করেন।