০৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

দৌলতদিয়া-পাটুরিয়া লঞ্চে করোনা ভাইরাসের ঝুকি নিয়ে যাত্রী পারাপার

আবুল হোসেনঃ রাজবাড়ী জেলার গোয়ালন্দের দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে করোনা ভাইরাসের ঝুকি নিয়ে পারাপার হচ্ছে যাত্রী। ঝুঁকিতে রয়েছেন লঞ্চের ষ্টাফরাও। প্রতিদিন হাজার হাজার যাত্রী পারপার হচ্ছে এই নৌপথ দিয়ে।

সরেজমিনে বৃহস্পতিবার দৌলতদিয়া লঞ্চ ঘাটে দেখা যায়, লঞ্চে যাত্রীদের সামাজিক কোন দুরত্ব নেই। যাত্রীরা হুড়মুড় করে লঞ্চ থেকে নামছে ও উঠছে। গাদাগাদি করে লঞ্চের মধ্যে বসে আছে। লঞ্চের মাষ্টার, সুকানি, লস্কার এরাও সামাজিক দুরুত্ব বজায় রাখতে পারছে না। অনেক যাত্রীকে মুখে মাস্ক না নিয়েই লঞ্চ থেকে নামতে দেখা যায়। করোনাভাইরাস সংক্রামন রোধে জনসমগাম স্থান অথবা লঞ্চ ঘাটে জীবানু নাশক টানেল স্প্রে মেশিন থাকলেও দৌলতদিয় লঞ্চ ঘাটে ব্যতিক্রম। এখানে যাত্রীদের জন্য নেই কোন টানেল স্প্রে মেশিন। যাত্রীদের জন্য হাত ধোয়ার বেসিং থাকলেও তাতে পানি ও সাবান দেখা যায় নাই। এ ভাবেই প্রতিদিন করোনা ভাইরাসের সংক্রমনের ঝুকি নিয়ে চলাচল করছে লঞ্চ।

দৌলতদিয়া থেকে লঞ্চে যাত্রী তোলার সময় স্বাস্থ্যবিধি মেনে ওঠতে বার বার আহ্বান করা হচ্ছে। কেউ শুনছে আবার কেউ শুনছে না। কারো মুখে মাস্ক আছে আবার অনেকের মুখে নেই। শিশুসহ বয়স্ক মানুষ এভাবে ঝুঁকি নিয়ে লঞ্চে যাতায়াত করছে। এসময় নৌপুলিশের উপস্থিতি চোখে পড়েনি। বিআইডব্লিউটিএ আরিচা কার্যালয়ের ট্রাফিক বিভাগের লোকজনকে দেখা গেলেও তারা কিছুটা দুরে অবস্থান করছিলেন।

গাজিপুর থেকে শিশু বাচ্চাসহ আসা পপি খানম বলেন, লঞ্চের মধ্যে স্বাস্থ্যবিধি বা সামাজিক দুরত্ব বজায় না রেখে যাত্রী বসানো হয়েছে। পূর্বের মতো একে অপরের পাশে বসে আসলাম।

এম.ভি মোস্তফা লঞ্চের মাষ্টার মো. জসিম উদ্দিন সেখ বলেন, শুধু যাত্রীরা কেন? আমরা ও লঞ্চের সকল ষ্টাফ করোনা ভাইরাসের সংক্রমনের ঝুকিতে আছি। পেঁটের দায়ে আমরা লঞ্চ চালাচ্ছি।

বিআইডাব্লিউটি এর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথের ট্রাফিক ইন্সেপেক্টর মো. আফতাব উদ্দিন বলেন, আমরা যাত্রীদেরকে বারবার সতর্ক করে মাইকিং প্রচার চালিয়ে যাচ্ছি। তবে আগামী সাপ্তাহে দৌলতদিয়া লঞ্চ ঘাটে করোনা ভাইরাসের সংক্রামন রোধে যাত্রীদের কথা বিবেচনা করে একটি জীবানুনাশক টানেল স্প্রে মেশিন বসানো হবে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

ফসলি জমি থেকে মাটি উত্তোলন, ট্রাক মালিক ও ভেকু চালককে ৭০ হাজার টাকা জরিমানা

দৌলতদিয়া-পাটুরিয়া লঞ্চে করোনা ভাইরাসের ঝুকি নিয়ে যাত্রী পারাপার

পোস্ট হয়েছেঃ ০৭:৪৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০

আবুল হোসেনঃ রাজবাড়ী জেলার গোয়ালন্দের দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে করোনা ভাইরাসের ঝুকি নিয়ে পারাপার হচ্ছে যাত্রী। ঝুঁকিতে রয়েছেন লঞ্চের ষ্টাফরাও। প্রতিদিন হাজার হাজার যাত্রী পারপার হচ্ছে এই নৌপথ দিয়ে।

সরেজমিনে বৃহস্পতিবার দৌলতদিয়া লঞ্চ ঘাটে দেখা যায়, লঞ্চে যাত্রীদের সামাজিক কোন দুরত্ব নেই। যাত্রীরা হুড়মুড় করে লঞ্চ থেকে নামছে ও উঠছে। গাদাগাদি করে লঞ্চের মধ্যে বসে আছে। লঞ্চের মাষ্টার, সুকানি, লস্কার এরাও সামাজিক দুরুত্ব বজায় রাখতে পারছে না। অনেক যাত্রীকে মুখে মাস্ক না নিয়েই লঞ্চ থেকে নামতে দেখা যায়। করোনাভাইরাস সংক্রামন রোধে জনসমগাম স্থান অথবা লঞ্চ ঘাটে জীবানু নাশক টানেল স্প্রে মেশিন থাকলেও দৌলতদিয় লঞ্চ ঘাটে ব্যতিক্রম। এখানে যাত্রীদের জন্য নেই কোন টানেল স্প্রে মেশিন। যাত্রীদের জন্য হাত ধোয়ার বেসিং থাকলেও তাতে পানি ও সাবান দেখা যায় নাই। এ ভাবেই প্রতিদিন করোনা ভাইরাসের সংক্রমনের ঝুকি নিয়ে চলাচল করছে লঞ্চ।

দৌলতদিয়া থেকে লঞ্চে যাত্রী তোলার সময় স্বাস্থ্যবিধি মেনে ওঠতে বার বার আহ্বান করা হচ্ছে। কেউ শুনছে আবার কেউ শুনছে না। কারো মুখে মাস্ক আছে আবার অনেকের মুখে নেই। শিশুসহ বয়স্ক মানুষ এভাবে ঝুঁকি নিয়ে লঞ্চে যাতায়াত করছে। এসময় নৌপুলিশের উপস্থিতি চোখে পড়েনি। বিআইডব্লিউটিএ আরিচা কার্যালয়ের ট্রাফিক বিভাগের লোকজনকে দেখা গেলেও তারা কিছুটা দুরে অবস্থান করছিলেন।

গাজিপুর থেকে শিশু বাচ্চাসহ আসা পপি খানম বলেন, লঞ্চের মধ্যে স্বাস্থ্যবিধি বা সামাজিক দুরত্ব বজায় না রেখে যাত্রী বসানো হয়েছে। পূর্বের মতো একে অপরের পাশে বসে আসলাম।

এম.ভি মোস্তফা লঞ্চের মাষ্টার মো. জসিম উদ্দিন সেখ বলেন, শুধু যাত্রীরা কেন? আমরা ও লঞ্চের সকল ষ্টাফ করোনা ভাইরাসের সংক্রমনের ঝুকিতে আছি। পেঁটের দায়ে আমরা লঞ্চ চালাচ্ছি।

বিআইডাব্লিউটি এর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথের ট্রাফিক ইন্সেপেক্টর মো. আফতাব উদ্দিন বলেন, আমরা যাত্রীদেরকে বারবার সতর্ক করে মাইকিং প্রচার চালিয়ে যাচ্ছি। তবে আগামী সাপ্তাহে দৌলতদিয়া লঞ্চ ঘাটে করোনা ভাইরাসের সংক্রামন রোধে যাত্রীদের কথা বিবেচনা করে একটি জীবানুনাশক টানেল স্প্রে মেশিন বসানো হবে।