
হেলাল মাহমুদঃ আক্রান্ত হওয়ার পর প্রায় এক মাস করোনাভাইরাসের সাথে যুদ্ধ করে জয়ী হয়ে এখন নিজ নিজ কর্মস্থলে যোগ দিয়েছেন রাজবাড়ী জেলার দুই পুলিশ সদস্য। এরা হলেন জেলার গোয়ালন্দ ঘাট থানার পুলিশ কনেষ্টবল মুন্না শেখ ও কালুখালী থানার মো. বেলাল চৌধুরী। তাঁদের দুই জনকে সোমবার জেলা পুলিশের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়।
জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সোমবার (২২ জুন) দুপুর বারোটার দিকে ফুলের তোড়া দিয়ে এই দুই করোনাজয়ীকে বরণ করেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান পিপিএম-বার । এসময় সেখানে অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. ফজলুল করিম প্রমূখ উপস্থিত ছিলেন। তার আগে তাঁদের মুখ থেকে করোনা থেকে মুক্ত হওয়ার গল্প শোনা হয়। এসময় নিজের মনোবলকে দুর্বল না করে সাহসের সাথে মোকাবেলার কথা জানান তারা। গত ২৩ মে পুলিশ কনেষ্টবল মুন্না শেখ এবং ৩০ মে কনেষ্টবল বেলাল চৌধুরীর প্রথম করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন।
এসময় পুলিশ সুপার মো. মিজানুর রহমান পিপিএম-বার বলেন, এই দুই পুলিশ কনষ্টেবল করোনা ভাইরাসে আক্রান্ত হলে কিছুদিন তাদেকে রাজবাড়ী সদর হাসপাতালের হোম আইসোলেশনে চিকিৎসকদের তত্বাবধানে রাখা হয়। পরবর্তীতে আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হলে তাদেরকে রাজবাড়ী পুলিশ লাইনের আইসোলেশনে দুজনে ভর্তি থেকে সুস্থ্য হন। এই সময় উভয়কে নিয়মিত চিকিৎসার পাশাপাশি মনোবল চাঙ্গা রাখতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা করা হয়। বর্তমানে তারা দুজনেই সুস্থ্য আছেন। তারা পুরোপুরি সুস্থ্য হওয়ায় সকলের কাছে দোয়া চেয়েছেন।