
মোক্তার হোসেনঃ রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সাবেক সহ-সভাপতি ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, পাংশা শিল্প ও বণিক সমিতির সাবেক সভাপতি এবং পাংশা পৌরসভা বিএনপির সভাপতি এ্যাড. এ.এন.এম শাহিদুল ইসলামের পিতা টিএন্ডটির ওয়ারলেস বিভাগের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মসলেম উদ্দিন (৮০) এবং মাতা শাহিদা বেগম (৭২) প্রায় আড়াই ঘন্টার ব্যবধানে গত শুক্রবার দিনগত রাতে পাংশা পৌরশহরের মাগুড়াডাঙ্গী গ্রামের নিজ বাড়ীতে বার্ধক্যজনিত রোগে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জানা যায়, শনিবার সকাল সাড়ে ৯টার সময় মাগুড়াডাঙ্গী রেলগেট বায়তুন আবেদীন জামে মসজিদ প্রাঙ্গনে জানাজার নামাজ শেষে পাংশা পৌরসভার কেন্দ্রীয় গোরস্থানে তাদের দাফন সম্পন্ন করা হয়। জানাজার নামাজে ইমামতি করেন রসুলপুর পীর সাহেবের খাদেম মাওলানা মো. আবু বকর সিদ্দিক। মসলেম উদ্দিন শুক্রবার দিবাগত মধ্যরাত ১টা ২০মিনিটে এবং তাঁর স্ত্রী শাহিদা বেগম আড়াই ঘন্টা পর রাত ৩টা ৫৭ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ, রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সভাপতি এ্যাড. মামুনুল হক ও সাধারণ সম্পাদক এ্যাড. আনিসুর রহমান, হোগলাডাঙ্গী মোহাম্মাদিয়া ইসলামিয়া কামিল মডেল মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মীর মো. আব্দুল বাতেন, রসুলপুর পীর সাহেবের খলিফা মাওলানা আহমদ, পূঁইজোর সিদ্দিকীয়া সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মো. সাঈদ আহমদ, বিএনপি নেতা চাঁদ আলী খান, জাতীয় পার্টির নেতা শাহ মো. রকিবুল ইসলাম শামীম, জনপ্রতিনিধি, আইনজীবি, শিক্ষক, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ জানাজার নামাজে অংশগ্রহণ করেন।
মৃত্যুকালে পাঁচ পুত্র সন্তান এ্যাড. এ.এন.এম শাহিদুল ইসলাম, পাংশা মহিলা কলেজের ব্যবসায় ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক এ.এন.এম আমিরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মো. হামিদুল ইসলাম, মনিরুল ইসলাম ও মমিনুল ইসলাম, পুত্রবধূ, নাতি-নাতনিসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন তারা।
এদিকে একই রাতে স্বামী-স্ত্রী দু’জনের মৃত্যুতে শোকাহত হয়ে পড়েছেন তাদের পরিবারের লোকজন। পরিবারের পক্ষ থেকে এ্যাড. এ.এন.এম শাহিদুল ইসলাম পিতা-মাতার আকস্মিক মৃত্যুতে তাদের বিদেহী আত্মার মাগফিরাতে জন্য দোয়া কামনা করেছেন।