১২:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

রাজবাড়ীতে দিন দুপুরে দুর্বৃত্তদের গুলিতে ব্যবসায়ী নিহত

হেলাল মাহমুদঃ রাজবাড়ীর সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের কাজীপাড়া নামক এলাকায় শুক্রবার দিন দুপুরে সন্ত্রাসীদের গুলিতে শহীদ শেখ (৫০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচুরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কাজী আলমগীর হোসেন।

নিহত শহীদ শেখ পাঁচুরিয়া ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামের মৃত ইব্রাহিম শেখের ছেলে। শুক্রবার (১৯ জুন) দুপুর ১২ টার দিকে খানখানাপুর ইউনিয়নের কাজীপাড়া নামক এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় থম থমে অবস্থা বিরাজ করছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এলাকায় বাড়তি নজরদারি করছে।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও ক্রাইম) মো. সালাউদ্দীন বলেন, ব্যবসায়ী শহীদ শুক্রবার দুপুর ১২টার দিকে খানখানাপুর বাজার থেকে মোটরসাইকেল যোগে বাড়ীর দিকে ফিরছিলেন। তখন পিছন দিক থেকে আসা একটি মোটরসাইকেল থেকে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি করলে সে মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলে নিহত হন। নিহত শহীদ নিষিদ্ধ ঘোষিত লাল পতাকাবাহিনীর কোন সদস্য ছিলো কিনা, কিংবা তার ব্যবসা সংক্রান্ত কোন্দলের জেরে নিহত হয়েছেন কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। এ ছাড়া এ ঘটনায় অপরাধীদের ধরতে পুলিশ ইতিমধ্যে মাঠে কাজ শুরু করেছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

রাজবাড়ীতে শ্বাশুরীকে হত্যার দায়ে দুই জনের যাবোজ্জীবন একজন খালাস

রাজবাড়ীতে দিন দুপুরে দুর্বৃত্তদের গুলিতে ব্যবসায়ী নিহত

পোস্ট হয়েছেঃ ০৭:৪৩:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২০

হেলাল মাহমুদঃ রাজবাড়ীর সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের কাজীপাড়া নামক এলাকায় শুক্রবার দিন দুপুরে সন্ত্রাসীদের গুলিতে শহীদ শেখ (৫০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচুরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কাজী আলমগীর হোসেন।

নিহত শহীদ শেখ পাঁচুরিয়া ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামের মৃত ইব্রাহিম শেখের ছেলে। শুক্রবার (১৯ জুন) দুপুর ১২ টার দিকে খানখানাপুর ইউনিয়নের কাজীপাড়া নামক এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় থম থমে অবস্থা বিরাজ করছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এলাকায় বাড়তি নজরদারি করছে।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও ক্রাইম) মো. সালাউদ্দীন বলেন, ব্যবসায়ী শহীদ শুক্রবার দুপুর ১২টার দিকে খানখানাপুর বাজার থেকে মোটরসাইকেল যোগে বাড়ীর দিকে ফিরছিলেন। তখন পিছন দিক থেকে আসা একটি মোটরসাইকেল থেকে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি করলে সে মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলে নিহত হন। নিহত শহীদ নিষিদ্ধ ঘোষিত লাল পতাকাবাহিনীর কোন সদস্য ছিলো কিনা, কিংবা তার ব্যবসা সংক্রান্ত কোন্দলের জেরে নিহত হয়েছেন কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। এ ছাড়া এ ঘটনায় অপরাধীদের ধরতে পুলিশ ইতিমধ্যে মাঠে কাজ শুরু করেছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।