
রাজবাড়ীমেইল ডেস্কঃ হাইওয়ে পুলিশ মাদারীপুর রিজিয়নের জনসচেতনতায় গণপরিবহনে করোনা ভাইরাস প্রতিরোধে ঢাকা-খুলনা মহাসড়কে চলাচলকারী দূরপাল্লার বাসের যাত্রীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে। এছাড়া সকলের মাস্ক ব্যবহার নিশ্চিতকরণ, বাসের আসনে সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয় পর্যবেক্ষন করেছে রাজবাড়ীর আহলাদীপুর হাইওয়ে থানা পুলিশের কর্মকর্তারা।
বুধবার দিনব্যাপী রাজবাড়ীর গোয়ালন্দ মোড় হয়ে মহাসড়ক দিয়ে চলাচলকারী বিভিন্ন দূরপাল্লার পরিবহন থামিয়ে যাত্রীদের মাঝে এ লিফটলেট বিতরণ করা হয়। এ কাজে সার্বিক সহযোগিতা করেন হাইওয়ে পুলিশ সদস্যরা।
আহ্লাদীপুর হাইওয়ে থানার ওসি মো. লুৎফর রহমান বলেন, দূরপাল্লার বাসগুলিতে বাসের চালক, সহকারী ও যাত্রীরা মুখে মাস্ক ব্যবহার করছেন কিনা ও বাসের প্রতিটি আসনে সামাজিক দূরত্ব ও নিয়ম মেনে তারা বসেছেন কিনা লক্ষ্য রাখা হচ্ছে। একই সাথে এসব দেখে বাসযাত্রীদের মধ্যে লিফলেট বিতরণ করা হচ্ছে। সেই সাথে মহাসড়কের কোনো গাড়ী থেকে কেউ চাঁদা নিতে না পারে সেদিকে তীক্ষ্ণ নজর রাখা হচ্ছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।