
রাজবাড়ীমেইল ডেস্কঃ দীর্ঘদিন ধরে কিডনি সহ জটিল রোগে অসুস্থ্য রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার বিপেন রায় পাড়ার শামিমার পাশে দাড়ালো একদল স্বেচ্ছাসেবক। অসুস্থ্য শামিমার চিকিৎসায় অনেক টাকা ব্যায় হচ্ছে। যা তাদের মতো ক্ষুদ্র পরিবারের পক্ষে ব্যায় মেটানো সম্ভব হচ্ছেনা। মঙ্গলবার সন্ধ্যায় তাদের নিজ বাড়িতে গিয়ে তাঁর চিকিৎসা বাবদ নগদ টাকা প্রদান করা হয়। এর আগেও একাধিক সামাজিক সংগঠন অসুস্থ্য শামিমার চিকিৎসায় হাত বাড়িয়ে দেয়।
মঙ্গলবার সন্ধ্যায় অসুস্থ্য শামিমার বাড়িতে গিয়ে চিকিৎসা বাবদ নগদ ১৭ হাজার ৫০০ টাকার একটি প্যাকেট তুলে দেন স্বেচ্ছাসেবকদের প্রতিনিধি দল। টাকাগুলো গ্রহণ করেন শামিমার ভাই শাহজাদা। এর আগে বোনের চিকিৎসার জন্য অর্থনৈতিক সাহায্যের হাত বাড়ান ভাই শাজাদা। ভাইয়ের আহ্বানে গোয়ালন্দ বাজার রফিক লাইব্রেরীর স্বত্বাধিকারী ও প্রথম আলো গোয়ালন্দ বন্ধুসভার অর্থ সম্পাদক রফিকুল ইসলাম বিভিন্ন ব্যক্তির সাথে যোগাযোগ করতে থাকেন। রফিকুল ইসলামের আহ্বানে সাড়া দিয়ে অনেকেই এগিয়ে আসেন। পরে সবার সহযোগিতায় সোমবার সন্ধ্যায় ওই অর্থ প্রদান করা হয়।
টাকা প্রদানকালে উপস্থিত ছিলেন গোয়ালন্দ প্রপার হাই স্কুলের সহকারি শিক্ষক ও প্রথম আলো গোয়ালন্দ বন্ধুসভার সহ-সভাপতি মো. লুৎফর রহমান, স্কুল শিক্ষক ও বন্ধুসভার সাধারণ সম্পাদক মাহাফুজুর রহমান মিলন, প্রথম আলো প্রতিনিধি ও বন্ধুসভার উপদেষ্টা রাশেদ রায়হান, তরুণ স্বেচ্ছাসেবক তানভির হোসেন তনু প্রমূখ। টাকাগুলো হাতে পেয়ে আবেগ আপ্লুত হয়ে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শামিমার মা ও ভাই।