September 27, 2023, 5:08 am
শিরোনামঃ
রাজবাড়ীতে বঙ্গবন্ধু ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত গোয়ালন্দে একাদশে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের সহায়তায় কলেজ ছাত্রলীগের হেল্প ডেস্ক রাজবাড়ীতে ভূমি অফিসের ঘুষ-দূর্নীতির প্রতিবাদে স্মারকলিপি পেশ রাজবাড়ীতে পদ্মা নদীর ভাঙ্গন রক্ষায় তিন শতাধিক মানুষের মানববন্ধন মহিলা ও কন্যা শিশুদের উন্নয়নে এমএমএস’র উদ্যোগে এ্যাডভোকেসি সভা  রাজবাড়ীতে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবীতে বিক্ষোভ  রাজবাড়ীতে সরকারী বালিকা বিদ্যালয়ে পূনর্মীলনী উপলক্ষে সাংবাদিক সম্মেলন গোয়ালন্দে ৫ বছর পর হারানো মোবাইল উদ্ধার করে দিলো পুলিশ রাজবাড়ীর হাসপাতালগুলোতে ধারন ক্ষমতার চারগুন রোগী ভর্তি জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন গোয়ালন্দের জাকির হোসেন

ঢাকা-খুলনা মহাসড়কঃ ভারী বৃষ্টিতে ধসে সৃষ্টি হয়েছে গর্ত, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, জুন ১৬, ২০২০
  • 630 Time View
শেয়ার করুনঃ

বিশেষ প্রতিনিধিঃ রাজধানীর সাথে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সড়ক যোগাযোগের অন্যতম মাধ্যম ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ীর গোয়ালন্দ দিয়ে প্রতিদিন শত শত দূরপাল্লার পরিবহনসহ ভারী যানবাহন চলাচল করে। গত কয়েক দিনের ভারী বৃষ্টিতে মহাসড়কের বেশ কয়েক স্থান ধসে গেছে। বিশেষ করে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে বিশাল গর্ত হওয়ায় পাশ দিয়ে ঝুকিপূর্ণ অবস্থায় যানবাহন চলাচল করছে। যে কোন মুহুর্তে ঘটতে পারে প্রাণহানির মতো বড় ধরনের দুর্ঘটনা।

সরেজমিন দেখা যায়, দৌলতদিয়া ইউনিয়নের পরিষদের সামনে মহাসড়কের পশ্চিমে বিশাল আকারের গর্ত তৈরী হয়েছে। গর্তের পাশে মহাসড়ক ঘেঁষে কিছু বালুর স্তুপ ও বালুভর্তি বস্তা ফেলে রাখা হয়েছে। তবে গভীর গর্তের ভিতর রাস্তার পাশে থাকা দুটি গাছ পড়ে আছে। গর্তটির পাশ দিয়ে ঢাকাগামী দূরপাল্লার পরিবহনসহ বিভিন্ন ধরনের যানবাহন দৌলতদিয়া ঘাটের দিকে যাচ্ছে। অনেক সময় একটির পাশ দিয়ে আরেকটি পরিবহন যাতায়াতকালে ভয়ঙ্কর অবস্থা তৈরী হয়। যেকোন মুহুর্তে অসাবধানতায় গর্তে চাকা পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। হতে পারে অনেক প্রাণহানীর মতো দুর্ঘটনা। এমতাবস্থায় পরিবহন চালক ও স্থানীয়দের মধ্যে অজানা আতঙ্ক বিরাজ করছে। এছাড়া মহাসড়কের দৌলতদিয়া ঘাট টার্মিনাল থেকে গোয়ালন্দের মোগবুলের দোকান পর্যন্ত ছোট-বড় আরো ৭-৮টি স্থান ধসে গেছে।

স্থানীয় বাসিন্দা ও স্কুল শিক্ষক রমজান আলী বলেন, প্রায় দুই সপ্তাহ ধরে মহাসড়কের পাশ ধসে পড়তে থাকে। প্রথমে মহাসড়কের পাশ সামান্যভাবে ধসে। ধীরে ধীরে ওই স্থান দিয়ে পানি প্রবাহিত হওয়ায় এখন অনেক বড় আকার ধারণ করেছে। দ্রুত গর্ত ভরাট করাসহ মহাসড়কের পাশ সংস্কার কাজ করা না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের ঘাট তত্বাবধায়ক মো. মনির হোসেন বলেন, এর আগেও ওই স্থানে মহাসড়কের ওপর ছোট-বড় অনেক গর্ত তৈরী হয়েছে। কখনো মহাসড়ক ধসে পড়েনি। পরবর্তীতে কয়েকমাস আগে মহাসড়ক সংস্কার কাজ করা হয়। এর মধ্যে গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে মহাসড়ক ধসে বিশাল আকারের গভীর গর্ত তৈরী হয়েছে। মাঝেমধ্যে পরিস্থিতি এমন হয় তাতে যেকোন মুহুর্তে গর্তে গাড়ি পড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দেয়। বিশেষ করে রাতে পরিস্থিতি ভয়ঙ্কর আকার ধারণ করে।

ঢাকাগামী পণ্যবাহি গাড়ি চালক রফিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন লকডাউনের পর মহাসড়কের কোথায় কি অবস্থা অনেকটা অজানা রয়ে গেছে। স্বাভাবিক আছে ভেবেই গত সপ্তাহে মধ্যরাতের দিকে পাশ দিয়ে দ্রুত গতিতে গাড়ি চালিয়ে ঘাটের দিকে যাওয়ার সময় পাশেই দেখি বিশাল গর্ত। অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে সবাই বেঁচে যাই।

দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি বেসরকারী সংস্থার কর্মকর্তা মুঞ্জুরুল আলম বলেন, গত শনিবার দুপুরে বৃষ্টির মধ্যে তিনি জরুরীকাজে অফিসে যাচ্ছিলেন। এসময় একটি পরিবহনকে অতিক্রম করে যাওয়ার সময় গর্তের কাছে তাঁর মোটরসাইকেল চাকা পড়ে যায়। অল্পের জন্য তিনি বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান। জরুরী ভিত্তিতে গর্ত ভরাটের দাবী জানান তিনি।

এ প্রসঙ্গে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ রাজবাড়ীর নির্বাহী প্রকৌশলী কেবিএম সাদ্দাম হোসেন বলেন, কয়েকদিনের ভারী বৃষ্টিতে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ঘাট থেকে গোয়ালন্দ মোড় পর্যন্ত কয়েকটি স্থান ধসে গেছে। বিশেষ করে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে প্রায় ২০-২৫ ফুট এলাকা জুড়ে বড় গর্ত তৈরী হয়েছে। সরেজমিন এসব স্থান দেখে চিহিৃত করে মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব স্থানে প্যালাসাইটিং করে গর্ত ভরাট ও সড়ক সংস্কারের জন্য ইতিমধ্যে ১২ লক্ষাধিক টাকার দরপত্র প্রদান করে জরুরীভাবে বিভাগীয় মেরামত কাজ শুরু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে সব ঠিক হয়ে যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 Rajbarimail
DeveloperAsif
themesba-lates1749691102