০২:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

গোয়ালন্দে ইউএনও’র নেগেটিভ, এসি ল্যান্ডের নৈশ প্রহরীর করোনা পজিটিভ শনাক্ত

রাজবাড়মেইল ডেস্কঃ এবার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং স্বাস্থ্য কর্মকর্তার করোনার রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর কার্যালয়ের নৈশ প্রহরীর (৪০) করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তাঁর বাড়ি রাজবাড়ী সদর উপজেলায়। বৃহস্পতিবার বিকেলে তার করোনা পজিটিভ হিসেবে ফলাফল আসে। সংবাদের সত্যতা নিশ্চিত করেন উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ।

এছাড়া গত বুধবার (১০ জুন) গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবায়েত হায়াত শিপলু এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ মাহমুদ নিজে ফরিদপুর গিয়ে করোনার নমুনা দেন। একই সাথে তাঁদের দুই গাড়ি চালকেরও নমুনা দেওয়া হয়। বৃহস্পতিবার দুপুরে তাঁদের প্রত্যেকের রিপোর্টে নেগেটিভ আসায় স্বস্তি প্রকাশ করেছেন।

এর আগে গত সোমবার (৮ জুন) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আব্দুল্লাহ আল-মামুন এর করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়। পর দিন মঙ্গলবার (৯ জুন) তাঁর গাড়ি চালকসহ কার্যালয়ের বিভিন্ন স্তরের মোট পাঁচ জনের করোনার নমুনা সংগ্রহ করা হয়। তাঁকে আজ বৃহস্পতিবার বিকেলেই রাজবাড়ী সদর হাসপাতালের আইসোলেশনে পাঠানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ মাহমুদ জানান, গত ৬ ও ৭ জুন গোয়ালন্দ উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে করোনার উপসর্গ থাকা ২২ জনের মতো নমুনা সংগ্রহের পর ঢাকায় প্রেরণ করা হয়। আজ বৃহস্পতিবার ওইসব রিপোর্ট নেগেটিভ এসেছে। ৭ জুন এসি ল্যান্ড করোনায় আক্রান্তের পরদিন ৮ জুন এসি ল্যান্ডের সংস্পর্শে আসা মোট ৫ জনকে জরুরীভাবে নমুনা সংগ্রহ করে পাশ্ববর্তী ফরিদপুরে পাঠানো হয়। ওই পাঁচ জনের ভিতর থেকে বৃহস্পতিবার দুপুরে এসি ল্যান্ড কার্যালয়ের নৈশ প্রহরীর (৪০) করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তাঁকে বিকেলেই রাজবাড়ী সদর হাসপাতালের আইসোলেশনে পাঠানো হয়েছে।

এছাড়া বুধবার ইউএনও’র সাথে তিনি নিজেও করোনার নমুনা প্রদান করেন। বৃহস্পতিবার তাঁদের রিপোর্ট নেগেটিভ হিসেবে আসে। এ নিয়ে গোয়ালন্দ উপজেলায় মোট ২২ জন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন গোয়ালন্দ আইডডিয়াল হাই স্কুলের শিক্ষক রিয়াজুল ইসলাম। এর ধ্যে ১২ জন আইসোলেশনে চিকিৎসাধীন আছেন। বাকি সবাই সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবায়েত হায়াত শিপলু রাজবাড়ীমেইলকে বলেন, এসি ল্যান্ড এখনো সরকারি বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁর সংস্পর্শে থাকা পাঁচ জনের মধ্যে একজনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। বাকি সবার নেগেটিভ এসেছে। এছাড়া গত বুধবার (১০ জুন) তিনি নিজেই (ইউএনও) ফরিদপুর গিয়ে করোনার নমুনা দিয়ে আসেন। বৃহস্পতিবার দুপুরে তাঁর রিপোর্টও নেগেটিভ এসেছে বলে জানান।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

রাজবাড়ীতে শ্বাশুরীকে হত্যার দায়ে দুই জনের যাবোজ্জীবন একজন খালাস

গোয়ালন্দে ইউএনও’র নেগেটিভ, এসি ল্যান্ডের নৈশ প্রহরীর করোনা পজিটিভ শনাক্ত

পোস্ট হয়েছেঃ ০৭:৫৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২০

রাজবাড়মেইল ডেস্কঃ এবার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং স্বাস্থ্য কর্মকর্তার করোনার রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর কার্যালয়ের নৈশ প্রহরীর (৪০) করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তাঁর বাড়ি রাজবাড়ী সদর উপজেলায়। বৃহস্পতিবার বিকেলে তার করোনা পজিটিভ হিসেবে ফলাফল আসে। সংবাদের সত্যতা নিশ্চিত করেন উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ।

এছাড়া গত বুধবার (১০ জুন) গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবায়েত হায়াত শিপলু এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ মাহমুদ নিজে ফরিদপুর গিয়ে করোনার নমুনা দেন। একই সাথে তাঁদের দুই গাড়ি চালকেরও নমুনা দেওয়া হয়। বৃহস্পতিবার দুপুরে তাঁদের প্রত্যেকের রিপোর্টে নেগেটিভ আসায় স্বস্তি প্রকাশ করেছেন।

এর আগে গত সোমবার (৮ জুন) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আব্দুল্লাহ আল-মামুন এর করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়। পর দিন মঙ্গলবার (৯ জুন) তাঁর গাড়ি চালকসহ কার্যালয়ের বিভিন্ন স্তরের মোট পাঁচ জনের করোনার নমুনা সংগ্রহ করা হয়। তাঁকে আজ বৃহস্পতিবার বিকেলেই রাজবাড়ী সদর হাসপাতালের আইসোলেশনে পাঠানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ মাহমুদ জানান, গত ৬ ও ৭ জুন গোয়ালন্দ উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে করোনার উপসর্গ থাকা ২২ জনের মতো নমুনা সংগ্রহের পর ঢাকায় প্রেরণ করা হয়। আজ বৃহস্পতিবার ওইসব রিপোর্ট নেগেটিভ এসেছে। ৭ জুন এসি ল্যান্ড করোনায় আক্রান্তের পরদিন ৮ জুন এসি ল্যান্ডের সংস্পর্শে আসা মোট ৫ জনকে জরুরীভাবে নমুনা সংগ্রহ করে পাশ্ববর্তী ফরিদপুরে পাঠানো হয়। ওই পাঁচ জনের ভিতর থেকে বৃহস্পতিবার দুপুরে এসি ল্যান্ড কার্যালয়ের নৈশ প্রহরীর (৪০) করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তাঁকে বিকেলেই রাজবাড়ী সদর হাসপাতালের আইসোলেশনে পাঠানো হয়েছে।

এছাড়া বুধবার ইউএনও’র সাথে তিনি নিজেও করোনার নমুনা প্রদান করেন। বৃহস্পতিবার তাঁদের রিপোর্ট নেগেটিভ হিসেবে আসে। এ নিয়ে গোয়ালন্দ উপজেলায় মোট ২২ জন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন গোয়ালন্দ আইডডিয়াল হাই স্কুলের শিক্ষক রিয়াজুল ইসলাম। এর ধ্যে ১২ জন আইসোলেশনে চিকিৎসাধীন আছেন। বাকি সবাই সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবায়েত হায়াত শিপলু রাজবাড়ীমেইলকে বলেন, এসি ল্যান্ড এখনো সরকারি বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁর সংস্পর্শে থাকা পাঁচ জনের মধ্যে একজনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। বাকি সবার নেগেটিভ এসেছে। এছাড়া গত বুধবার (১০ জুন) তিনি নিজেই (ইউএনও) ফরিদপুর গিয়ে করোনার নমুনা দিয়ে আসেন। বৃহস্পতিবার দুপুরে তাঁর রিপোর্টও নেগেটিভ এসেছে বলে জানান।