
রাজবাড়ীমেইল ডেস্কঃ রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে সড়ক দূর্ঘটনায় (৪০) এক নারী নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন পাংশা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লিয়াকত আলী। বুধবার সকালের দিকে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের মাছপাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
পাংশা হাইওয়ে অফিসার ইনচার্জ (ওসি) মো. লিয়াকত আলী বলেন, নিহত ওই নারী মানকি প্রতিবন্ধী। তাকে সবাই (পাগলী) হিসেবে জানতো। সকালে তার লাশটি উদ্ধার করে বিকালে জেলা প্রশাসকের মাধ্যমে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পাংশা হাইওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকতা।