০৫:১৭ অপরাহ্ন, বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ২২ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

পাংশা হাসপাতালে ডা. সুমীর স্থলাভিষিক্ত হলেন ডা. জিয়াউল

মোক্তার হোসেনঃ পাংশা হাসপাতালে ডা. আনজুয়ারা খাতুন সুমীর স্থলাভিষিক্ত হয়েছেন ডা. মো. জিয়াউল হোসেন। দ্বিতীয় মেয়াদে পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে কর্মস্থলে যোগদান করেছেন তিনি। মঙ্গলবার সকালে পাংশা হাসপাতালে মো. জিয়াউল হোসেনকে ফুলেল অভ্যর্থনা জানান চিকিৎসক কর্মকর্তাবৃন্দ।

জানা যায়, গত ঈদুল ফিতরের আগে পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনজুয়ারা খাতুন সুমীর লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে বদলী হয়। আর কালিগঞ্জ থেকে পাংশায় একই পদে স্থলাভিষিক্ত হন মো. জিয়াউল হোসেন। তিনি গত ২৩ মে পাংশায় যোগদান করেন। কিন্তু করোনা পজিটিভির কারণে রাজবাড়ীর নিজ বাড়ীতে হোম আইসোলেশনে চিকিৎসাধীন ছিলেন তিনি। সুস্থ্য হয়ে মঙ্গলবার সকাল ১১টার দিকে পাংশা হাসপাতালের নিজ কর্মস্থলে পৌঁছলে হাসপাতালের তরুন কুমার পালের নেতৃত্বে ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফজলে রাব্বী, সৌরভ দেবনাথ, দেলোয়ার হোসেন ও বিজয় সরকারসহ অন্যান্য স্বাস্থ্য কর্মকর্তাবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানায়।

সূত্রমতে, ২০১৬ সালের ৬ মার্চ থেকে ২০১৭ সালের ১৬ জুলাই পর্যন্ত পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে সততা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেন মো. জিয়াউল হোসেন। এ্যানেসথেসিয়া ডিএ দুই বছরের কোর্স শেষে তিনি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। গত ঈদুল ফিতরের আগে পুষ্টি সপ্তাহ উপলক্ষে সরকারী বরাদ্দের শিশুদের জন্য পুষ্টি সমৃদ্ধ ত্রাণ বিতরণ নিয়ে সমালোচনার মুখে আনজুয়ারা খাতুন সুমীর বদলী হলে তার স্থলে দ্বিতীয় মেয়াদে পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে বদলী হয়ে আসেন মো. জিয়াউল হোসেন।

মঙ্গলবার নিজ দপ্তরে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিমের সার্বিক দিক-নির্দেশনায় তৃণমূলে স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণসহ করোনা সংকট মোকাবেলায় সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীলভাবে কাজ করার আহবান জানান তিনি।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

রাজবাড়ী‌তে হে‌ভি‌য়েট দুই প্রার্থী ইমদাদ বিশ্বাস ও নুরে আলম সিদ্দিকী সহ ৫ স্বতন্ত্র প্রার্থীর ম‌নোনয়ন পত্র বা‌তিল

পাংশা হাসপাতালে ডা. সুমীর স্থলাভিষিক্ত হলেন ডা. জিয়াউল

পোস্ট হয়েছেঃ ১০:৪৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২০

মোক্তার হোসেনঃ পাংশা হাসপাতালে ডা. আনজুয়ারা খাতুন সুমীর স্থলাভিষিক্ত হয়েছেন ডা. মো. জিয়াউল হোসেন। দ্বিতীয় মেয়াদে পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে কর্মস্থলে যোগদান করেছেন তিনি। মঙ্গলবার সকালে পাংশা হাসপাতালে মো. জিয়াউল হোসেনকে ফুলেল অভ্যর্থনা জানান চিকিৎসক কর্মকর্তাবৃন্দ।

জানা যায়, গত ঈদুল ফিতরের আগে পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনজুয়ারা খাতুন সুমীর লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে বদলী হয়। আর কালিগঞ্জ থেকে পাংশায় একই পদে স্থলাভিষিক্ত হন মো. জিয়াউল হোসেন। তিনি গত ২৩ মে পাংশায় যোগদান করেন। কিন্তু করোনা পজিটিভির কারণে রাজবাড়ীর নিজ বাড়ীতে হোম আইসোলেশনে চিকিৎসাধীন ছিলেন তিনি। সুস্থ্য হয়ে মঙ্গলবার সকাল ১১টার দিকে পাংশা হাসপাতালের নিজ কর্মস্থলে পৌঁছলে হাসপাতালের তরুন কুমার পালের নেতৃত্বে ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফজলে রাব্বী, সৌরভ দেবনাথ, দেলোয়ার হোসেন ও বিজয় সরকারসহ অন্যান্য স্বাস্থ্য কর্মকর্তাবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানায়।

সূত্রমতে, ২০১৬ সালের ৬ মার্চ থেকে ২০১৭ সালের ১৬ জুলাই পর্যন্ত পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে সততা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেন মো. জিয়াউল হোসেন। এ্যানেসথেসিয়া ডিএ দুই বছরের কোর্স শেষে তিনি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। গত ঈদুল ফিতরের আগে পুষ্টি সপ্তাহ উপলক্ষে সরকারী বরাদ্দের শিশুদের জন্য পুষ্টি সমৃদ্ধ ত্রাণ বিতরণ নিয়ে সমালোচনার মুখে আনজুয়ারা খাতুন সুমীর বদলী হলে তার স্থলে দ্বিতীয় মেয়াদে পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে বদলী হয়ে আসেন মো. জিয়াউল হোসেন।

মঙ্গলবার নিজ দপ্তরে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিমের সার্বিক দিক-নির্দেশনায় তৃণমূলে স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণসহ করোনা সংকট মোকাবেলায় সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীলভাবে কাজ করার আহবান জানান তিনি।