June 11, 2023, 4:27 am
শিরোনামঃ
খানখানাপুরে ডিবির অভিযানে গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার গোয়ালন্দে ২৭ কেজির বিপন্ন বাগাড় বিক্রি হলো সাড়ে ৪১ হাজার টাকায় রাজবাড়ীতে রাস্তায় পড়ে থাকা লোকটিকে হাসাপাতালে নিলো পুলিশ ডাকাতির প্রস্তুতিকালে গোয়ালন্দ মহাসড়ক থেকে পুলিশের পোশাকসহ গ্রেপ্তার ৫ রাজবাড়ীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন বৃষ্টির জন্য রাজবাড়ীর ভান্ডারিয়া মাদ্রাসায় বিশেষ নামাজ আদায় যৌনপল্লিতে বিক্রির চেষ্টাকালে স্থানীয়দের সহযোগিতায় রক্ষা পেল গৃহবধু, দুই বন্ধু গ্রেপ্তার গোয়ালন্দে ধর্ষক পিতাকে গ্রামবাসীর সহায়তায় পুলিশে দিল কিশোরী গোয়ালন্দে যুবদলের ৪টি ইউনিয়ন আহবায়ক কমিটি গঠন গোয়ালন্দ উপজেলা প্রশাসনের বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন

ফরিদপুরে সম্মুখ সমরে থাকা দুই করোনা যোদ্ধার গল্প এখন ফরিদপুর বাসীর মুখে মুখে

Reporter Name
  • Update Time : শুক্রবার, জুন ৫, ২০২০
  • 114 Time View
শেয়ার করুনঃ

জাকিব আহমেদ জ্যাক, ফরিদপুরঃ ফরিদপুরের সম্মুখ সমরে থাকা দুই জনবান্ধব করোনা যোদ্ধার গল্প এখন ফরিদপুর বাসীর মুখে মুখে। একজন হলেন ফরিদপুরের জনবান্ধব জেলা প্রশাসক অতুল সরকার, অপরজন ফরিদপুরের আরেক জনবান্ধব পুলিশ সুপার মো. আলিমুজ্জামান। করোনার গল্প গত ৮মার্চ থেকে দেশে শুরু হওয়ার দিন থেকেই তারা দুজন ফরিদপুরকে ভালোর রাখার জন্য নানামুখি ভূমিকা পালন শুরু করেন।

যেখানে প্রচুর বিদেশ ফেরত ও ঢাকা-নারায়নগঞ্জ আসা গামীদের সঠিকভাবে হোমকোয়ারন্টোইন সহ নানা নিয়মে পালনের ক্ষেত্রে তাদের ভূমিকা রয়েছে ব্যাপক। একই সাথে তারা জেলা জুড়ে মানবিক খাদ্য সহায়তা হিসেবে খাদ্য সামগ্রী নিয়ে ছুটে যাচ্ছেন হত দরিদ্রদের বাড়িতে। এছাড়াও তারা রাতের আধারে নিম্ম মধ্যবিত্ত ও মধ্যবিত্তদের বাড়িতে গোপনে দিয়ে চলছেন খাদ্য সামগ্রী। সব মিলিয়ে ফরিদপুরে এমন দুজন করোনা যোদ্ধার ভূমিকায় জেলাবাসি অভিভূত ও আপ্লুত।

জেলা প্রশাসক অতুল সরকার করোনা সময়ে অব্যাহত রেখেছেন নানা মুখি তৎপরতা। তার তৎপরতায় জেলায় যেভাবে হওয়ার কথা ছিলো তা হয়নি। সংখ্যার হিসেবে জেলায় শত পার হলেও সে সংখ্যা জেলার বাইরে ঢাকা থেকে আক্রান্ত হয়ে এসেছেন। নিজ জেলার বাসিন্দাদের সুরক্ষায় ভূমিকা রাখছেন দিনরাত তার জেলা টিম নিয়ে।

এরই ভিতর করোনা সংকট মোকাবেলায় কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের শুরু থেকেই জেলা প্রশাসনের পক্ষ থেকে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্য নিরাপত্তা সামগ্রী প্রদান, অসহায় দুঃস্থ সহ নানা শ্রেনির পেশার মানুষের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া মানবিক সহায়তা উপহার ও বিভিন্নস্থান থেকে প্রাপ্ত খাদ্য সামগ্রী বিতরণসহ নানামুখী উদ্যোগ গ্রহণ করেছেন তিনি। এছাড় জেলা প্রশাসকের হটলাইনে ফোন দিলেই অভুক্ত মানুষের ঘরে পৌঁছে দিচ্ছেন খাদ্য সামগ্রী।

করোনার শুরুতেই জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় টিসিবির মাধ্যমে সুলভ মূল্যে বাজার কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। মানুষ জনকে সংক্রমণের হাত থেকে বাঁচাতে বাজার গুলোকে খোলা মাঠে নিয়ে গেছেন সামাজিক দুরত্ব নিশ্চিত করতে। তার সুন্দর সুন্দর মহতি উদ্যোগ প্রশংসা পেয়েছে নিজ জেলা ছাড়াও দেশের সর্ব গন্ডিতে। করোনা বিপর্যয় কালিন সময়ে ফরিদপুর জেলা প্রশাসনের এই মডেল গ্রহন করে এরই মধ্যে অনেক জেলা প্রশাসন প্রধানমন্ত্রীর দেয়া মানবিক উপহার বিতরণ শুরু করেছেন হত দরিদ্রদের মাঝে।

জেলা প্রশাসন সূত্র জানায়, জেলা প্রশাসক অতুল সরকারের সময়োপযোগী সৃজনশীল সৃষ্টি এই ”মানবিক সহায়তা কার্ড”। এ কার্ডে উপকারভোগীর পরিবারের সকল তথ্য সন্নিবেশিত রয়েছে। ছবিযুক্তকার্ড থাকার কারনে অনেকে চাইলেও কার্ডধারী ব্যক্তিকে বাদ দিতে পারবেনা। পাশাপাশি ডিজিটাল পদ্ধতিতে মানবিক সহায়তা প্রদানে ওয়েবসাইট ডিজাইন করা হয়েছে। তাতে উপকারভোগীর তথ্য সন্নিবেশিত থাকবে। প্রয়োজনীয় তথ্যসমূহ আপলোডের পর জনসাধারনের জন্য উম্মুক্ত করে দেয়া হয়েছে।

ফরিদপুর জেলা প্রশাসনের এই মানবিক সহায়তা কার্ড প্রধানমন্ত্রীর দপ্তর গ্রহন করে এই আলোকে দেশের অন্যসব জেলায় মানবিক সহায়তা কার্ড করার জন্য বিভাগীয় ও জেলা প্রশাসকদের দপ্তরে চিঠি প্রেরন করা হয়েছে। এরমধ্যে ফরিদপুরে মডেল মানবিক সহায়তা কার্ডের মডেলটি অবিকল রেখে দেশের অন্যসব জেলা প্রশাসন কার্ড গ্রহন করে তারা ত্রাণ বিতরণ কার্যক্রম কাজ শুরু করেছে।

পুলিশ সুপার মো. আলিমুজ্জামান করোনার শুরু থেকে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ লকডাউন, নিশ্চিতে সচেতনতামূলক লিফলেট বিতরণসহ নানা উদ্যোগ অব্যাহত রেখেছেন। চালাচ্ছেন সামাজিক দূরত্ব নিশ্চিত করতে পথেঘাটে মাঠে তদারকিসহ নানা স্থানে চেকপোষ্ট। বাড়ি গিয়ে বিতরণ করছেন জেলা পুলিশের মাসিক দুদিনের বেতনের টাকা থেকে ত্রাণ সামগ্রী। জেলা পুলিশের দেওয়া হটলাইনে ফোন দিলেই মধ্যবিত্ত ও নিন্ম মধ্যবিত্ত অভুক্ত মানুষের ঘরে পৌঁছে দিচ্ছেন খাদ্য সামগ্রী। এতিম, প্রতিবন্ধী ভাসমান ও ছিন্নমূল মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে ইফতার। রোজার শুরু থেকে শহরের ভাসমান মানুষের  সেহরি নিয়ে হাজির হয়েছেন। করোনার ছোবল থেকে পুলিশ বাহিনীর সদস্যদের রক্ষা করতে পুলিশ লাইনস ও পুলিশ সুপার কার্যালয়ে বসানো হয়েছে জীবাণু নাশক টানেল। করোনা আক্রান্ত হয়ে একাধিক মৃত ব্যক্তি ও এ ধরনের রোগে আক্রান্ত মৃতদের লাশ দাফনে এলাকাবাসী ভয় পেলেও পুলিশ সদস্যরা এসব লাশের দাফন সম্পন্ন করছেন।

জেলার সুযোগ্য পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বিপিএম এর নির্দেশে পুলিশ বাহিনী দিন থেকে রাত অবধি নিরবে-নিভৃতে অসহায়দেরকে সাহায্য করে চলেছেন। রমজান মাসে তারা নিজেরা খাবার তৈরি করে পথেঘাটে অভুক্ত লোকের মাঝে দিয়েছেন। পাশাপাশি বিভিন্ন হাসপাতালে রোগীর সাথে আসা অসহায় গরিব লোকদেরও খাবার দিয়েছেন। করোনা সংকটে তার নির্দেশে জেলার ৯টি থানা থেকে সহায়তা করা হচ্ছে হতদরিদ্রদের খাদ্য সামগ্রী দিয়ে। এসব কাজের সমন্বয় করছেন পুলিশ সুপার মো. আলিমুজ্জামান নিজেই। তাঁর এসব ভূমিকায় জেলাবাসি তাকে জনবান্ধব পুলিশ সুপার হিসেবে আখ্যায়িত করেছেন।

কয়েকদিন আগে তাঁর হঠাৎ বদলির আদেশ আসলে সব শ্রেনির মানুষ এর বিরোধিতা করতে থাকেন সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন ভাবে। পরে তার বদলির আদেশ স্থগিত শুনে স্বস্তি পায় জেলাবাসি। এই আদেশ স্থগিত এর কারনে জেলাবাসি ধন্যবাদ জ্ঞাপন করে চলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

সামনের দিন গুলোতে এই দুই করোনা যোদ্ধা ফরিদপুর বাসীকে এমন ভাবে নিরাপত্তার চাদরে আগলে রাখতে আরো জোরালো ভূমিকা পালন করবে তেমনটাই প্রত্যাশা সকলের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 Rajbarimail
DeveloperAsif
themesba-lates1749691102