September 28, 2023, 8:15 am
শিরোনামঃ
রাজবাড়ী‌তে শিশু রিফাদ হত্যা মামলায় তিন জ‌নের ফাঁ‌সির দন্ডা‌দেশ পাঁচুরিয়ায় গরু চুরির অভিযোগে গন ধোলাই খেয়ে হাসপাতালে ছাত্রলীগ নেতার ভাই গোয়ালন্দে আন্তর্জাতিক বিশ্ব পর্যটন দিবস পালিত রাজবাড়ীতে বঙ্গবন্ধু ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত গোয়ালন্দে একাদশে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের সহায়তায় কলেজ ছাত্রলীগের হেল্প ডেস্ক রাজবাড়ীতে ভূমি অফিসের ঘুষ-দূর্নীতির প্রতিবাদে স্মারকলিপি পেশ রাজবাড়ীতে পদ্মা নদীর ভাঙ্গন রক্ষায় তিন শতাধিক মানুষের মানববন্ধন মহিলা ও কন্যা শিশুদের উন্নয়নে এমএমএস’র উদ্যোগে এ্যাডভোকেসি সভা  রাজবাড়ীতে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবীতে বিক্ষোভ  রাজবাড়ীতে সরকারী বালিকা বিদ্যালয়ে পূনর্মীলনী উপলক্ষে সাংবাদিক সম্মেলন

পাংশায় কৃষক প্রশিক্ষণ ও পৃথক মাঠ দিবস অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, জুন ৫, ২০২০
  • 147 Time View
শেয়ার করুনঃ

মোক্তার হোসেনঃ রাজবাড়ী জেলার পাংশা উপজেলাতে করোনাকালেও সচল রয়েছে কৃষি দপ্তর। সামাজিক দূরত্ব বজায় রেখে চলছে দাপ্তরিক ও মাঠ পর্যায়ের কার্যক্রম। বৃস্পতিবার বিকেলে পাংশা পৌরসভার বিষ্ণুপুর গ্রামে কৃষক পর্যায়ে উন্নতমানের ডাল, তেল ও মসলা বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

জানা যায়, পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা জেসমিন আকতারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কাজী এজাজুল করিম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান ও কৃষক মোঃ রফিক বিশ্বাস প্রমূখ বক্তব্য রাখেন। আগের দিন গত বুধবার (৩ জুন) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের হলরুমে এনএটিপি প্রকল্পের সিআইজি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে ৩০ জন কৃষক প্রশিক্ষণে অংশ নেন। এছাড়া বুধবার একইদিন বিকেল ৩টার দিকে উপজেলার বাবুপাড়া ইউনিয়নের কুড়িপাড়া গ্রামে মাঠ দিবস অনুষ্ঠিত হয়। কৃষক পর্যায়ে উন্নতমানের ডাল, তেল ও মসলা বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

উভয় অনুষ্ঠানে পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা জেসমিন আকতারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ফরিদপুরের অতিরিক্ত পরিচালক মোঃ রিফাতুল হোসাইন ও বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ীর ডিডি গোপাল কৃষ্ণ দাস বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে পাংশা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কাজী এজাজুল করিম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মফিজুর রহমান ও কৃষক মোঃ সিরাজুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।

কর্মকর্তাগণ বলেন, বর্তমান সরকার কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছেন। এর সুফল কৃষকরা ভোগ করছে। সামাজিক দূরত্ব বজায় ও স্বাস্থ্যবিধি মেনে করোনা সংকট কালেও কৃষি উৎপাদন স্বাভাবিক রাখতে কৃষকদের সার্বিক দিক নির্দেশনা প্রদান করেন তারা। সেই সাথে কৃষি দপ্তরের কর্মকর্তাদের কৃষি উৎপাদনে কৃষকদের সেবা নিশ্চিতকরণের গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠান উপস্থাপনা করেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 Rajbarimail
DeveloperAsif
themesba-lates1749691102