
রাজবাড়ীমেইল ডেস্কঃ রাজবাড়ীর কালুখালীতে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে আজ বৃহস্পতিবার ভোরে মো. অন্তর মুন্সী (২২) নামক এক তরুণকে আটক করেছে। সে কালুখালী উপজেলণার গঙ্গানন্দনপুর গ্রামের মো. হাফেজ মুন্সীর ছেলে। র্যাব দল তার হেফাজত থেকে ৩৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে। তার বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ রয়েছে।
বৃহস্পতিবার বিকেলে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্প থেকে পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘদিন ধরে আটককৃত তরুণ অন্তর মুন্সী মাদক ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের সহকারি পরিচালক, কোম্পানী অধিনায়ক ও সহকারি পুলিশ সুপার দেবাশীষ কর্মকারের নেতৃত্বে অভিযান চালিয়ে নিজ গ্রাম থেকে তাকে আটক করে। এসময় তার হেফাজত থেকে ৩৯০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। একই সাথে তার ব্যবহৃত মুঠোফোনও জব্দ করা হয়। তার বিরুদ্ধে র্যাব বাদী হয়ে কালুখালী থানায় মামলা দায়ের করেছে।