
রাজবাড়ীমেইল ডেস্কঃ ফরিদপুরের ভাঙ্গা থানার হত্যা মামলার আসামীকে রোববার যশোরের চৌগাছা থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম আসলাম ফকির (৫০)। সে ভাঙ্গা উপজেলার মানিকদহ গ্রামের মৃত শুকুর ফকিরের ছেলে। র্যাবের পাঠানো প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
র্যাব প্রেসবিজ্ঞপ্তিতে আরো জানায়, চলতি বছর ২১ এপ্রিল স্থানীয় তথ্যের উপর ভিত্তি করে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্প জানতে পারে জেলার ভাঙ্গা থানার লক্ষ্মীপুর গ্রামের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মো.শহীদুল ইসলাম ওরফে শহীদকে হত্যা করা হয়। হত্যাকান্ডের পর নিহত শহীদুল ইসলামের চাচা বাদী হয়ে ভাঙ্গা থানায় আসলাম ফকিরকে প্রধান আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলাটি আলোচিত হওয়ায় প্রধান আসামীকে গ্রেপ্তার করতে র্যাব বিভিন্ন স্থানে গোয়েন্দা জাল ফেলে।
গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্ডের সহকারি পুলিশ সুপার, সহকারি পরিচালক ও কোম্পানী কমান্ডার দেবাশীষ কর্মকারের নেতৃত্বে একটি অভিযানিক দল রোববার সকালে যশোরের চৌগাছা থানাধীন কলেজ পাড়া এলাকার এক নিকট আতœীয়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় আসামীকে থানায় সোর্পদ শেষে জেলার মূখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠায়।