
রাজবাড়ীমেইল ডেস্কঃ আজ শনিবার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দক্ষিণ দৌলতদিয়া থেকে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশী মদসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে র্যাব ২১০ লিটার দেশী মদ উদ্ধার এবং একটি ব্যাটারী চালিত অটোরিক্সা জব্দ করে।
গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার উজানচর ইউনিয়নের রমজান মাতুব্বর পাড়ার মৃত জয়নুদ্দিন মোল্লার ছেলে আক্কাছ মোল্লা (২৮), গোয়ালন্দ পৌরসভার শাখের ফকির পাড়ার দুলাল খান এর ছেলে রাজিব খান (৩০) ও দৌলতদিয়া ইউনিয়নের মুসা মাতুব্বর পাড়ার বাচ্চু সরদারের ছেলে রুবেল সরদার (২৮)।
শনিবার সন্ধ্যায় র্যাব-৮ ফরিদপুর ক্যাম্প কার্যালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদক ব্যবসায়ী চক্রটি দীর্ঘদিন ধরে দেশীয় মদ বিভিন্ন মাদক বিক্রেতার নিকট পাইকারী বিক্রি করে আসছে। এ বিষয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর শনিবার বিকেলে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের সহাকারী পরিচালক, সহকারী পুলিশ সুপার ও কোম্পানী ক্যাম্প কমান্ডার দেবাশীষ কর্মকারের নেতৃত্বে অভিযান চালানো হয়। এসময় গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের মুসা মাতুব্বর পাড়ায় অবস্থানকালে একটি ব্যাটারিচালিত অটোরিক্সাসহ ২১০ লিটার দেশী মদসহ উল্লেখিত তিনজনকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছে।