June 8, 2023, 2:24 pm
শিরোনামঃ
গোয়ালন্দ উপজেলা প্রশাসনের বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ হওয়ায় গোয়ালন্দের মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা গোয়ালন্দে ড্রেজিংকৃত গভীরগর্তে ডুবে চতুর্থ শ্রেনীর স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু পাংশায় হঠাৎ ভেঙে পড়লো নির্মাণাধীন ব্রিজ, এলাকাবাসীর ক্ষোভ গোয়ালন্দে দৈনিক যায়যায়দিনের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন রাজবাড়ীতে ডিবির অভিযানে চোরাই মোটরসাইকেল সহ গ্রেপ্তার ১ বৃক্ষরোপণ ও আলোচনা সভার মধ্য দিয়ে গোয়ালন্দে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন গোয়ালন্দ আইডিয়াল বহুমুখী হাই স্কুলের অভিভাবক সমাবেশ গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে বৃক্ষরোপন কর্মসূচী শুরু স্বপ্নের সবুজ বাংলাদেশের উদ্যোগ, গোয়ালন্দে বৃক্ষ রোপন ও শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ

দৌলতদিয়ায় র‌্যাম তলিয়ে যাওয়ায় দুটি ঘাট বন্ধ, ঈদ ফেরত যাত্রী ও ছোট গাড়ির চাপ (ভিডিও)

Reporter Name
  • Update Time : বুধবার, মে ২৭, ২০২০
  • 128 Time View
শেয়ার করুনঃ

রাজবাড়ীমেইল ডেস্কঃ পরিবারের প্রিয়জনের সাথে ঈদ কাটিয়ে আবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ রাজধানীসহ কর্মস্থলের দিকে ছুটছে মানুষ। সাথে পাল্লা দিয়ে ছুটছে ব্যক্তিগত বা ছোট গাড়ি। বুধবার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে এমন চিত্র দেখা গেছে। বেলা বাড়ার সাথে ছোট গাড়ি ও মানুষের ভিড় বাড়ছে।

এছাড়া নদীতে পানি বাড়ায় এবং ভারি বৃষ্টিতে দৌলতদিয়ার ছয়টির মধ্যে দুটি ঘাটের র‌্যাম তলিয়ে যাওয়ায় ঘাট দুটি দিয়ে যানবাহন পারাপার বন্ধ রয়েছে। মাত্র দুটি ঘাট দিয়ে গাড়ি ও যাত্রী পারাপার হচ্ছে। বাকি দুটির মধ্যে একটি ঘাট গত বছর বর্ষায় ভাঙনের পর থেকে বন্ধ রয়েছে। অপরটি চালু থাকলেও দূরে হওয়ায় সহজে কোন ফেরি ভিড়ে না।

বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত দেখা যায়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম প্রবেশদ্বার দৌলতদিয়া ঘাটে সকাল থেকে মানুষের ভিড় বাড়ছে। সকালে ভারি বৃষ্টির পর বেলা বাড়ার সাথে যাত্রী ও ছোট গাড়ির চাপ বাড়তে থাকে। ৪নম্বর ঘাট দিয়ে যাত্রী ও গাড়ি ফেরিতে ওঠানামা করছে। বড় এবং সচল ৫নম্বর ঘাটের র‌্যামের মাথা বৃষ্টি ও পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় মঙ্গলবার দিবাগত রাতে তলিয়ে যাওয়ায় ঘাট দিয়ে গাড়ি ওঠানামা বন্ধ রয়েছে। ৩নম্বর ঘাটের র‌্যাম তলিয়ে যাওয়ায় বন্ধ রয়েছে। ৫নম্বর ঘাট থেকে দূরে হওয়ায় ২নম্বর ঘাটে সহজে ফেরি ভিড়ে না। ১নম্বর ঘাট গত বছর বর্ষায় বিলীন হওয়ায় এখন পর্যন্ত চালু হয়নি। ৬নম্বর ঘাটটিও গত বর্ষার পর থেকে বন্ধ রয়েছে। মাত্র ৪নম্বর ঘাট দিয়ে ফেরিতে গাড়ি ওঠানামা করছে। ৫নম্বর ঘাটের র‌্যাম দুটি উদ্ধারকারী আইটি জাহাজের সাহায্যে স্থানান্তর করা হচ্ছে। ৫নম্বর ঘাট সোজা সংযোগ সড়ক থাকায় ছোট গাড়ির প্রায় এক কিলোমিটার লম্বা লাইন তৈরী হয়েছে।

যশোর থেকে পরিবার সাথে নিয়ে ঢাকায় কর্মস্থলে যোগ দিতে যাচ্ছেন আনোয়ার হোসেন। তিনি বলেন, ঘাটের ভিড় এড়াতে ব্যক্তিগত গাড়ি নিয়ে খুব সকালে রওয়ানা করে ঘাটে পৌছে দুই ঘন্টা ধরে লাইনে দাড়িয়ে আছি। আমার মতো অন্তত শতাধিক ছোট গাড়ি এভাবে অপেক্ষা করছে।

কৃষ্টিয়ার দৌলতপুর থেকে ঢাকায় যাচ্ছিলেন একটি বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা আশিকুর রহমান বলেন, জীবনের তাগিদে ঝুকি মাথায় নিয়ে আবার ঢাকায় যেতে হচ্ছে। কাল বৃহস্পতিবার থেকে অফিস খোলা। তাই আজকেই (বুধবার) সকালে রওয়ানা করেছিলাম। ঘাটে এসে প্রচন্ড ভিড় দেখে তো মাথা খারাপ হয়ে যাচ্ছে। ঈদের আগে অনেক কষ্ট করে বাড়িতে পরিবারের সাথে ঈদ করতে এসেছিলাম।
ঢাকা থেকে যশোরের গ্রামের স্ত্রী-সন্তান নিয়ে বাড়ি ফিরছিলেন নুর হোসেন। তিনি বলেন, ঈদের আগে ফেরি ঘাটে মানুষের ভিড় দেখে আসেনি। তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম ঈদের পর যাব। ঈদের একদিন পার না হতে ফের ভিড় পড়তে শুরু করেছে। সকালে রওয়ানা করে দুপুর বারোটার দিকে পাটুরিয়ায় আসি। ছোট ফেরিতে চড়ে নদী পাড়ি দিতে মানুষের ভিড় সামলে উঠতে হয়েছে। ঝুকি থাকলেও অনেকটা কষ্ট করে বাড়ি যেতে হচ্ছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক মাহাবুব আলী সরদার বলেন, ৬টির মধ্যে ৪টি চালু থাকলেও দুটি ঘাটের র‌্যামের মাথা তলিয়ে যাওয়ায় মঙ্গলবার মধ্যরাত থেকে বন্ধ রয়েছে। ৫নম্বর ঘাটের র‌্যাম পাশে স্থানান্তর করা হচ্ছে। বিকেল নাগাদ চালু করা যাবে। ৩নম্বর ঘাটটি হয়তো কাল বৃহস্পতিবার স্থানান্তরের কাজ শুরু হবে। বাকি ৪নম্বর ঘাট দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার হচ্ছে। এজন্য ৬টি ফেরি চালু রয়েছে। ঘাট স্বল্পতার কারণে ফেরি বাড়ানো যাচ্ছে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 Rajbarimail
DeveloperAsif
themesba-lates1749691102