
রাজবাড়ীমেইল ডেস্কঃ করোনার কারণে অসহায় হয়ে পড়া অসচ্ছল ও অতি দরিদ্র মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌছে দিলেন রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার দ্বিতীয় প্যানেল মেয়র ও ৯নম্বর ওয়ার্ড কাউন্সিলর নাসির উদ্দিন রনি। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, কাউন্সিলর নাসির উদ্দিন রনি সরকারের মানবিক সহায়তার পাশাপাশি ব্যক্তিগতভাবে পাঁচ শতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, মিষ্টি কুমড়া। এছাড়া ঈদের আগের দিন পর্যন্ত ঈদ বাজার হিসেবে চাল, চিনি, সেমাই, গুড়া দুধ ও মসলা জাতীয় খাবার। প্রতিদিন রাতে ওয়ার্ডের অসচ্ছল ও হত দরিদ্র পরিবার খুঁজে বাড়ি বাড়ি পৌছে দেন এসব খাবার সামগ্রী। এসময় ৯নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুঞ্জুরুল আলম সহ স্থানীয় দলীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কাউন্সিলর নাসির উদ্দিন রনি বলেন, করোনার কারণে দেশের মানুষের অবস্থা বেশি ভাল নেই। বিশেষ করে অনেক কর্মজীবী মানুষ বেকার হয়ে পড়ায় মানবেতর জীবন যাপন করছে। এছাড়া দরিদ্র অসহায় মানুষ আরো বেশি অসহায় হয়ে পড়ছে। এসব মানুষের জন্য সরকারের অতি মানবিক সহায়তার পাশাপাশি ব্যক্তিগতভাবে পাঁচ শতাধিক মানুষের খাদ্য সামগ্রী ও ঈদের বাজার ঘরে পৌছে দিয়েছি। সামর্থবান সকলকে এসব অসহায় মানুষের পাশে দাড়ানোর আহ্বান জানান তিনি।