
রাজবাড়ীমেইল ডেস্কঃ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের তেলিগাতি গ্রামে আওয়ামী লীগ নেতা রইচ উদ্দিন মিয়ার বাড়ীতে ঈদের আগের দিন দুপুরে কুয়েতি আবু আব্দুর রহমানের অর্থায়নে ৩২০ জন দরিদ্র পরিবারের প্রত্যেকের ৫০০ করে জাকাতের টাকা বিতরণ করা হয়েছে।
জানা যায়, কুয়েত প্রবাসী রফিকুল ইসলাম মিয়া ও রেজাউল করিম মিয়া পরস্পর সমন্বয় করে পবিত্র রোমজান উপলক্ষে কুয়েতি ধনাঢ্য আবু আব্দুর রহমান কর্তৃক প্রদত্ত অর্থ বিতরণ করেন। এর আগেও কয়েক শত দরিদ্র লোকজনের মাঝে জাকাতের টাকা এছাড়া সহস্রাধিক দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী, কয়েক শত এতিম পরিবারের মাঝে খাদ্য সামগ্রী এবং গরু ও ছাগলের মাংশ বিতরণ করা হয়।