June 4, 2023, 12:58 am
শিরোনামঃ
বান্দরবানে নিহত সেনা সদস্যদের মরাদেহ পাংশায় দাফন সম্পন্ন রাজবাড়ীতে নানা বাড়ি বেড়াতে এসে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু পুলিশের উঠান বৈঠকে মাদকের বিরুদ্ধে গোয়ালন্দ ওসির কঠোর হুশিয়ারি গোয়ালন্দে কৃষি উন্নয়ন মেলায় প্রর্শনীতে প্রথম হযেছেন বন্ধুসভার হুমায়ন আহম্মেদ গোয়ালন্দে “ফিটনেস জিম সেন্টার” এর শুভ উদ্বোধন গোয়ালন্দে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা গোয়ালন্দে একজন কৃষকের উপস্থিতিতে খাদ্যশস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন গোয়ালন্দে গোয়াল ঘরে আগুনে লেগে দুটি গরু দগ্ধ খানগঞ্জে ইউনিয়ন পর্যায়ে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট রাজবাড়ীতে শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাত বার্ষিকী পালিত

মুশফিকের ব্যাট বিক্রির অর্থে ৩০০ পরিবারকে দেয়া হলো ঈদ উপহার

Reporter Name
  • Update Time : শনিবার, মে ২৩, ২০২০
  • 163 Time View
শেয়ার করুনঃ

রাজবাড়ীমেইল ডেস্কঃ ক্রিকেটার মুশফিকুর রহিমের ডাবল সেঞ্চুরির ঐতিহাসিক সেই ব‍্যাট নিলামে বিক্রির অর্থ দিয়ে অসহায় পরিবারের জন্য খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। নিলামে ব্যাট বিক্রির টাকায় বগুড়ার ৩০০ দরিদ্র পরিবারকে ঈদ উপহার হিসেবে খাদ্যসহায়তা দিয়েছেন জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম। তাঁর ভক্ত, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা গত শুক্র ও আজ শনিবার জেলা শহর ও শহরতলির বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে এসব বিতরণ করেন।

টেস্ট ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে এক ইনিংসে দুই শ রান করেন মুশফিক। দ্বিশতক হাঁকানো সেই ব্যাটটি সম্প্রতি নিলামে তোলেন তিনি। সেটি প্রায় ১৭ লাখ টাকায় বিক্রি হয়। এ থেকে ২ লাখ টাকা তিনি বগুড়ায় পাঠিয়েছেন। সেই টাকায় ঈদের দিন আরও ২৫০ পরিবারে খাবার পৌঁছানো হবে।

মুশফিকুর রহিমের পক্ষ থেকে এসব সহায়তা বিতরণে স্বেচ্ছাসেবক হিসেবে সহযোগিতা করছেন বগুড়া জেলার কয়েকজন প্রাক্তন শিক্ষার্থী। এ দলের নেতা হিসেবে রয়েছেন বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা সামির হোসেন। এ উদ্যোগের সমন্বয় করছেন জিলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থী মুশফিকের সহপাঠী মাসুদুর রহমান।

স্বেচ্ছাসেবক দলের সদস্যরা জানান, গত শুক্র ও শনিবার শহরের সাতমাথা, মালতিনগর, নামাজগড়, শেখেরকোলাসহ বিভিন্ন স্থানে ৩০০ পরিবারের কাছে সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। এর মধ্যে ২০০ হতদরিদ্র পরিবারের মাঝে ৬ কেজি করে চাল, ১ কেজি ডাল, ১ লিটার সয়াবিন, ২ কেজি আলু, আধা কেজি করে লবণ ও পেঁয়াজ এবং একটি করে সাবান বিতরণ করা হয়েছে। এ ছাড়া কর্মহীন হয়ে পড়া মধ্যবিত্ত ও নিম্ন–মধ্যবিত্ত ১০০ পরিবারকে ১ কেজি করে লাচ্ছা সেমাই ও চিনি, ২ কেজি সুগন্ধি চাল ও ২০০ গ্রাম গুঁড়া দুধ দেওয়া হয়েছে।

উদ্যোগের সমন্বয়কারী মাসুদুর রহমান বলেন, মুশফিকুর রহিমের ঈদ উপহার তাঁর শৈশবের স্মৃতিঘেরা বগুড়া জিলা স্কুলের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের কাছেও পৌঁছে দেওয়া হয়েছে। ঈদের দিন ২৫০ পরিবারকে রান্না করা বিশেষ খাবারের প্যাকেট দেওয়া হবে। প্রতিটি প্যাকেটে থাকবে লাচ্ছা সেমাই, পোলাও, মুরগির রোস্ট, খাসির মাংস ও বুটের ডাল।

২০১৩ সালের মার্চে শ্রীলঙ্কার গল টেস্টে দুই শ রানের সেই ইনিংস খেলেন মুশফিকুর রহিম। করোনায় দুর্গত মানুষকে সহায়তা করতে সম্প্রতি সেই ব্যাটটি অনলাইনে নিলামে তোলেন তিনি। পাকিস্তানি ক্রিকেটার শহীদ আফ্রিদির আফ্রিদি ফাউন্ডেশন সেটি কিনে নেয়। ব্যাট বিক্রির পুরো অর্থ করোনায় আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা ও খাদ্যসহায়তায় ব্যয় করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 Rajbarimail
DeveloperAsif
themesba-lates1749691102