
মোক্তার হোসেনঃ রাজবাড়ী জেলার পাংশা পৌরসভায় করোনা সংকট মোকাবেলায় কর্মহীন অস্বচ্ছল শ্রমজীবী ও দরিদ্র ৯৯৯টি পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে প্রত্যেকের ১০ কেজি করে চাল ও ৭৫ টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গত শুক্রবার ও শনিবার দু’দিনে কর্মহীন অস্বচ্ছল শ্রমজীবী ও দরিদ্র ৯৯৯ টি পরিবারের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়।
জানা যায়, শনিবার পৌরসভার ১, ২, ৩, ৪ ও ৯ নং ওয়ার্ডে এছাড়া গত শুক্রবার ৫, ৬, ৭ ও ৮ নং ওয়ার্ডের ১১১টি করে কর্মহীন অস্বচ্ছল শ্রমজীবী ও দরিদ্র পরিবারের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়। প্রত্যেক ওয়ার্ডে ত্রাণ বিতরণের দায়িত্বপ্রাপ্ত সরকারী কর্মকর্তাগণ ত্রাণ বিতরণ কার্যক্রম তদারকী করেন। পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ ত্রাণ বিতরণ কার্যক্রম মনিটরিং করেন। করোনা সংকট মোকাবেলায় সকলকে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচলের পরামর্শ প্রদান করেন তিনি।