
রাজবাড়ীমেইল ডেস্কঃ রাজবাড়ীর গোয়ালন্দে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছেন। উপজেলার দেবগ্রাম ইউনিয়নের ৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে ৫০টি স্প্রেয়ার মেশিন, কমপ্লিট রিপার মেশিন ১টি ও এাটাচমেন্ট রিপার মেশিন ১টি বিতরন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে গোয়ালন্দ উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের সামনে কৃষকদের হাতে এসব সামগ্রী তুলে দেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবায়েত হায়াত শিপলু।
উপজেলা কৃষি কর্মকর্তা শিকদার মো. মোহায়মেন আক্তারের সভাপতিত্বে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুল ইসলাম প্রমূখ।
এ সময় গোয়ালন্দ উপজেলা কৃষি কর্মকর্তা শিকদার মো. মোহায়মেন আক্তার বলেন, গোয়ালন্দ উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিবির) বরাদ্দকৃত অর্থায়নে এসব সামগ্রী বিতরণ করা হয়েছে। এতে করে কৃষকরা অনেক উপকৃত হবে।