০৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

গোয়ালন্দে ভ্রাম্যমান আদালতের অভিযান, খরিদ্দার ও দোকানীকে জরিমানা

রাজবাড়ীমেইল ডেস্কঃ করোনা পরিস্থিতির মধ্যে রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার প্রধান বাজারে মানুষের ভিড় করায় শনিবার ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়েছে। অভিযানে মুখে মাস্ক না থাকায় এবং বিশৃঙ্খলা তৈরীর অভিযোগে কয়েক খরিদ্দার ও দোকানীকে জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন গোয়ালন্দের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল-মামুন।

ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, শনিবার গোয়ালন্দে সাপ্তাহিক হাটের দিন হওয়ায় অন্যান্য দিনের তুলনায় দুপুরে মানুষের ভিড় ছিল বেশি। বিশেষ করে কাপড় বাজার, জুতার বাজার ও কসমেটিক্স বাজারে খরিদ্দারদের ভিড়ের কারণে বিশৃঙ্খলা তৈরী হয়। এছাড়া অনেকের মুখে মাস্ক ছিলনা। এমন খবর পেয়ে সেনাবাহিনীর তত্বাবধানে ভ্রাম্যমান আদালত বাজারে অভিযান চালায়। এসময় কয়েকজন খরিদ্দারের মুখে মাস্ক না থাকায় এবং বিশৃঙ্খলার অপরাধে ৪ জন নারী ও তিনজন পুরুষসহ দোকানীকে মোট ৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। একই সাথে তাদেরকে সামাজিক দূরত্ব বজায় রেখে কেনাকাটা করাসহ স্বাস্থ্যবিধি অনুসরণ করে চলতে বলা হয়।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

রাজবাড়ীতে শ্বাশুরীকে হত্যার দায়ে দুই জনের যাবোজ্জীবন একজন খালাস

গোয়ালন্দে ভ্রাম্যমান আদালতের অভিযান, খরিদ্দার ও দোকানীকে জরিমানা

পোস্ট হয়েছেঃ ০৯:৩৯:১২ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২০

রাজবাড়ীমেইল ডেস্কঃ করোনা পরিস্থিতির মধ্যে রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার প্রধান বাজারে মানুষের ভিড় করায় শনিবার ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়েছে। অভিযানে মুখে মাস্ক না থাকায় এবং বিশৃঙ্খলা তৈরীর অভিযোগে কয়েক খরিদ্দার ও দোকানীকে জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন গোয়ালন্দের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল-মামুন।

ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, শনিবার গোয়ালন্দে সাপ্তাহিক হাটের দিন হওয়ায় অন্যান্য দিনের তুলনায় দুপুরে মানুষের ভিড় ছিল বেশি। বিশেষ করে কাপড় বাজার, জুতার বাজার ও কসমেটিক্স বাজারে খরিদ্দারদের ভিড়ের কারণে বিশৃঙ্খলা তৈরী হয়। এছাড়া অনেকের মুখে মাস্ক ছিলনা। এমন খবর পেয়ে সেনাবাহিনীর তত্বাবধানে ভ্রাম্যমান আদালত বাজারে অভিযান চালায়। এসময় কয়েকজন খরিদ্দারের মুখে মাস্ক না থাকায় এবং বিশৃঙ্খলার অপরাধে ৪ জন নারী ও তিনজন পুরুষসহ দোকানীকে মোট ৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। একই সাথে তাদেরকে সামাজিক দূরত্ব বজায় রেখে কেনাকাটা করাসহ স্বাস্থ্যবিধি অনুসরণ করে চলতে বলা হয়।