
রাজবাড়ীমেইল ডেস্কঃ রাজবাড়ীর গোয়ালন্দে বিশেষ ওএমএস এর চাল নি¤œমানের ও পোকায় খাওয়া বলে অভিযোগে করেন ভোক্তারা। তাদের অভিযোগ, এসব চাল কোনভাবেই খাওয়ার উপযোগী নয়। ১০ টাকা মূল্যের চাল দেওয়ার নামে প্রতারণা করা হচ্ছে। এ নিয়ে কয়েকজন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও অভিযোগ করেন।
উপজেলা খাদ্য বিভাগ জানায়, করোনা পরিস্থিতি মোকাবেলায় সারা দেশে রেশন কার্ডের আওতায় বিশেষ ওএমএস এর চাল বিক্রি শুরু করে। গোয়ালন্দ পৌরসভায় তিনজন ডিলার নিয়োগ দেয়া হয়। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এনায়েত হোসেন ও উপজেলা কৃষকলীগের সভাপতি ফরিদুল ইসলাম গোয়ালন্দ বাজার ও প্রয়াত উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন এর স্ত্রী মর্জিনা বেগম পৌর জামতলায় চাল বিক্রি করতে বলা হয়।
প্রতিজন ডিলারের অধিনে ৮০০ জন ভোক্তা কার্ডধারী রয়েছেন। একজন ডিলার ১৫ দিন পর ৮টন করে মাসে ১৬ টন চাল উত্তোলন করবেন। একজন ভোক্তা ১০ টাকা কেজি দরে ১০ কেজি করে মাসে ২০ কেজি চাল কিনতে পারবে। রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার এই তিন দিন চাল বিক্রি করা হচ্ছে। গত সপ্তাহ থেকে চালু হওয়া বিশেষ ওএমএস এর চাল বিক্রির পর থেকে মান নিয়ে অভিযোগ আসছে। অধিকাংশ চাল পোকায় খাওয়া ও জমাট বেধে রয়েছে। এছাড়া বাজারে পাশাপাশি দুইজন ডিলার চাল বিক্রি করায় ভিড়ে সামাজিক দূরত্ব ঠিকমতো মানা হচ্ছে না।
পৌরসভার বাহাদুরপুর গ্রামের বাসিন্দা রহিম খা ক্ষোভ প্রকাশ করে বলেন, চালের ভিতর হাত দিলে আটার মতো সাদা পাউডার লেগে আসে। পোকায় খাওয়ায় চাল দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে। এই চাল মানুষ কেন, গরু খাবে না। আদর্শ গ্রামের আজিম মন্ডল চাল কিনে ক্ষোভ প্রকাশ করে বলেন, মাঠে কাজ করে খাই, তাই বলে এই চাল কেউ খায়? যে চাল দিছে, এ খাইলে আমাদেরই করোনা হবে। চালের অর্ধেকের বেশি ফেলে দিতে হবে।
ডিলার ফরিদুল ইসলাম বলেন, আমাদের গোডাউন থেকে যে চাল দেয়া হচ্ছে তাই বিক্রি করছি। চালের মান নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন। এক্ষেত্রে আমাদের কি করার আছে? তবে ভালো চালও পাওয়া যাচ্ছে।
তাঁর চাল বিক্রির তদারকিতে থাকা ট্যাগ কর্মকর্তা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মাসুদ রানা বলেন, চালের মান নিম্মমানের। এসব চাল খাওয়াও অনেকটা সমস্যা।
ডিলার এনায়েত হোসেন এর চাল বিক্রির তদারকিতে থাকা উপজেলা সমবায় কর্মকর্তা নজরুল হুদা চালে পোকা দেখে বলেন, কিছু নিম্মমানের আছে। গোডাউন থেকে যেভাবে চাল দিচ্ছে এরা তাই বিক্রি করছেন। তবে মাঝে মধ্যে কিছু বস্তায় এমন সমস্যা দেখা যায়।
বৃহস্পতিবার এ নিয়ে কয়েকজন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে নি¤œমানের ও পোকা খাওয়া চাল নিয়ে অভিযোগ করেন।
এসময় উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম মাহাবুব রাব্বানী বলেন, কিছু বাধে অধিকাংশ চালের মান খারাপ। এ বিষয়টি উপজেলা প্রশাসনের দেখা দরকার।
স্থানীয় কাউন্সিলর কোমল কুমার সাহা বলেন, বাজারে পাশাপাশি দুইজন ডিলার চাল বিক্রি করায় মানুষের ভিড় পড়ছে। এতে সামাজিক দূরত্ব ঠিকমতো মানা হচ্ছে না।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মিজানুর রহমান ও ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান রাজবাড়ীমেইলকে বলেন, বেশিরভাগ চাল দিনাজপুর চিরির বন্দর, গাইবান্ধাসহ নানা জায়গা থেকে আসছে। যখন যেরকম চাল আসছে তাই বিতরণ করছি। কিছু চাল দেড় বছর আগের। যে কারণে কিছু খারাপ বের হচ্ছে। এক্ষেত্রে আমাদের করার কিছুই নেই।
অভিযোগ শুনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবায়েত হায়াত তাৎক্ষনিকভাবে খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবগত করে বলেন, প্রয়োজনে যেখান থেকে এই চাল আসছে, সেখানে ফিরিয়ে দিতে হবে। তবু পোকা খাওয়া বা নি¤œমানের চাল বিক্রি করা যাবে না। এছাড়া ভিড় কমাতে বাজারের ভিতর থেকে ডিলারদের সরিয়ে ফাকা স্থানে নিয়ে চাল বিক্রির কথা জানিয়ে দেন।