০৬:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

শৃঙ্খলায় ফিরেছে গোয়ালন্দের কাপড় বাজার

রাজবাড়ীমেইল ডেস্কঃ রাজবাড়ী জেলাসহ দেশের অধিকাংশ স্থানে লকডাউন চলছে। সরকারি সিদ্ধান্তে ১০ মে থেকে সীমিত আকারে বাজারের বিপনি বিতান ও অন্যান্য দোকান-পাট খোলার সিদ্ধান্ত হয়। এজন্য সকল ব্যবসায়ীকে স্বাস্থ্য বিধি অনুসরণ করে চলতে বারবার অনুরোধ কর হলেও নিয়ম মানার কোন বালাই ছিল না।

প্রতিদিন বাজারে কেনাকাটা করতে আসা মানুষের ভিড় বেড়ে চলছিল। নিয়োজিত স্বেচ্ছাসেবকরা মাইকে বার বার সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্য বিধি মেনে চলার অনুরোধ করলেও কেউ কথা শুনেনি। প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। ইতিমধ্যে গোয়ালন্দে দুই নারীসহ সাত জন করোনায় আক্রান্ত হয়েছেন। করোনাভাইরাসের প্রার্দুভাবের এই সময়ে সামাজিক দূরত্ব না মেনে গোয়ালন্দের প্রধান বাজারে বুধবার মানুষের ব্যাপক ভিড় পড়ে।

এমন পরিস্থিতিতে বুধবার দুপুরে সেনাবাহিনীর তত্বাবধানে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে আগত মানুষদের বাজার থেকে বের করে সকল বিপনি বিতান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়। ব্যবসায়ীদের জানিয়ে দেওয়া হয়, শতভাগ স্বাস্থ্যবিধি অনুসরণ ও সামাজিক দূরত্ব বজায় রেখে ব্যবসা পরিচালনা করতে পারলে দোকান খোলার অনুমোতি দেয়া হবে। এমন নির্দেশনার পর বুধবার রাতভর ব্যবসায়ীরা দোকানের সামনে বাঁশের বেড়া ও লাল ফিতা টানিয়ে সামাজিক দূরত্বের বিষয়টি নিশ্চিত করে। বাজারে প্রবেশে একটি পথ খোলা রেখে সব বন্ধ করে দেয়। একটি পথ দিয়ে প্রবেশ করবে, অন্যপথ দিয়ে বের হবে। সাথে সচেতনতা সৃষ্টিতে আনসার সদস্য নিয়োজিত রাখা হয়। একটি দোকানে তিনজনের বেশি প্রবেশ করতে পারবে না। এ বিষয়ে বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ব্যবসায়ীদের নিয়ে সভা হয়।

সভায় ইউএনও রুবায়েত হায়াত শিপলু, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল-মামুন, পৌরসভার প্যানেল মেয়র ও বাজার এলাকার কাউন্সিলর কোমল কুমার সাহা, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম মাহাবুব রাব্বানী, বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. সিদ্দিক মিয়াসহ অন্যান্য ব্যবসায়ীগন উপস্থিত ছিলেন। সভা শেষে শর্ত সাপেক্ষে সকল স্বাস্থ্যবিধি অনুসরণ এবং সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি নিশ্চিত করায় দোকান খোলার অনুমোতি প্রদান করা হয়।

বৃহস্পতিবার দুপুরে দেখা যায়, গোয়ালন্দের কাপড় বাজারে শৃঙ্খলার মধ্যে বেচাকেনা চলছে। প্রতিটি দোকানের সামনে বাঁশ দিয়ে ঘিরে রাখা হয়েছে। একটি করে প্রবেশ পথ খোলা রাখা হয়েছে। দোকানে প্রবেশকালে খরিদ্দারকে জীবাণুনাশক স্প্রে করার পর কেনাকাটা করতে দেওয়া হচ্ছে। বাজারে প্রবেশের সবকটি প্রবেশ পথে বাঁশ দিয়ে আটকে সেখানে আনসার সদস্য রাখা হয়েছে। একটি পথ দিয়ে প্রবেশ করছে, আরেক পথ দিয়ে বের হচ্ছে। এভাবে সকল নিয়ম অনুসরণ করা হচ্ছে।

বাজারের বড় কাপড় ব্যবসায়ী আব্দুস সালাম বলেন, আমরা দোকানে কেউ ঢুকতে গেলে তিনজনের বেশি কাউকে ঢুকতে দিচ্ছি না। এজন্য একজন সব সময় জীবাণুনাশক স্প্রে নিয়ে দাড়িয়ে রয়েছে। তিনজন কেনাকাটা শেষ করে বিদায় নেওয়ার পর আরেক তিনজন ঢুকছে।

গোয়ালন্দ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও ব্যবসায়ী পরিষদের নেতা মো. সিদ্দিক মিয়া রাজবাড়ীমেইলকে বলেন, বুধবার এমন পরিস্থিতির পর রাতভর ব্যবসায়ীদের নিয়ে সম্পূর্ণ বাজার আটকে দেওয়া হয়েছে। একটি রাস্তা দিয়ে প্রবেশ করবে, আরেক রাস্তা দিয়ে বের হওয়ার ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি রাস্তার মাথায় আনসার সদস্য রয়েছে। এ ছাড়া বাজারে নারী ও পুরুষ আনসার সদস্যরাও সামাজিক সচেতনতা বাড়াতে কাজ করে যাচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবায়েত হায়াত শিপলু রাজবাড়ীমেইলকে বলেন, বুধবার বাজারে মানুষের ভিড়ের কারণে করোনা সংক্রমণের ঝুকি দেখা দেওয়ায় সকল প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে সকল শর্ত পূরণ করায় প্রাথমিকভাবে দোকান খোলার অনুমোতি দেওয়া হয়েছে। আবার যদি এর ব্যাত্যয় ঘটে তাহলে সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

রাজবাড়ীতে শ্বাশুরীকে হত্যার দায়ে দুই জনের যাবোজ্জীবন একজন খালাস

শৃঙ্খলায় ফিরেছে গোয়ালন্দের কাপড় বাজার

পোস্ট হয়েছেঃ ০৬:৫৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২০

রাজবাড়ীমেইল ডেস্কঃ রাজবাড়ী জেলাসহ দেশের অধিকাংশ স্থানে লকডাউন চলছে। সরকারি সিদ্ধান্তে ১০ মে থেকে সীমিত আকারে বাজারের বিপনি বিতান ও অন্যান্য দোকান-পাট খোলার সিদ্ধান্ত হয়। এজন্য সকল ব্যবসায়ীকে স্বাস্থ্য বিধি অনুসরণ করে চলতে বারবার অনুরোধ কর হলেও নিয়ম মানার কোন বালাই ছিল না।

প্রতিদিন বাজারে কেনাকাটা করতে আসা মানুষের ভিড় বেড়ে চলছিল। নিয়োজিত স্বেচ্ছাসেবকরা মাইকে বার বার সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্য বিধি মেনে চলার অনুরোধ করলেও কেউ কথা শুনেনি। প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। ইতিমধ্যে গোয়ালন্দে দুই নারীসহ সাত জন করোনায় আক্রান্ত হয়েছেন। করোনাভাইরাসের প্রার্দুভাবের এই সময়ে সামাজিক দূরত্ব না মেনে গোয়ালন্দের প্রধান বাজারে বুধবার মানুষের ব্যাপক ভিড় পড়ে।

এমন পরিস্থিতিতে বুধবার দুপুরে সেনাবাহিনীর তত্বাবধানে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে আগত মানুষদের বাজার থেকে বের করে সকল বিপনি বিতান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়। ব্যবসায়ীদের জানিয়ে দেওয়া হয়, শতভাগ স্বাস্থ্যবিধি অনুসরণ ও সামাজিক দূরত্ব বজায় রেখে ব্যবসা পরিচালনা করতে পারলে দোকান খোলার অনুমোতি দেয়া হবে। এমন নির্দেশনার পর বুধবার রাতভর ব্যবসায়ীরা দোকানের সামনে বাঁশের বেড়া ও লাল ফিতা টানিয়ে সামাজিক দূরত্বের বিষয়টি নিশ্চিত করে। বাজারে প্রবেশে একটি পথ খোলা রেখে সব বন্ধ করে দেয়। একটি পথ দিয়ে প্রবেশ করবে, অন্যপথ দিয়ে বের হবে। সাথে সচেতনতা সৃষ্টিতে আনসার সদস্য নিয়োজিত রাখা হয়। একটি দোকানে তিনজনের বেশি প্রবেশ করতে পারবে না। এ বিষয়ে বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ব্যবসায়ীদের নিয়ে সভা হয়।

সভায় ইউএনও রুবায়েত হায়াত শিপলু, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল-মামুন, পৌরসভার প্যানেল মেয়র ও বাজার এলাকার কাউন্সিলর কোমল কুমার সাহা, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম মাহাবুব রাব্বানী, বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. সিদ্দিক মিয়াসহ অন্যান্য ব্যবসায়ীগন উপস্থিত ছিলেন। সভা শেষে শর্ত সাপেক্ষে সকল স্বাস্থ্যবিধি অনুসরণ এবং সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি নিশ্চিত করায় দোকান খোলার অনুমোতি প্রদান করা হয়।

বৃহস্পতিবার দুপুরে দেখা যায়, গোয়ালন্দের কাপড় বাজারে শৃঙ্খলার মধ্যে বেচাকেনা চলছে। প্রতিটি দোকানের সামনে বাঁশ দিয়ে ঘিরে রাখা হয়েছে। একটি করে প্রবেশ পথ খোলা রাখা হয়েছে। দোকানে প্রবেশকালে খরিদ্দারকে জীবাণুনাশক স্প্রে করার পর কেনাকাটা করতে দেওয়া হচ্ছে। বাজারে প্রবেশের সবকটি প্রবেশ পথে বাঁশ দিয়ে আটকে সেখানে আনসার সদস্য রাখা হয়েছে। একটি পথ দিয়ে প্রবেশ করছে, আরেক পথ দিয়ে বের হচ্ছে। এভাবে সকল নিয়ম অনুসরণ করা হচ্ছে।

বাজারের বড় কাপড় ব্যবসায়ী আব্দুস সালাম বলেন, আমরা দোকানে কেউ ঢুকতে গেলে তিনজনের বেশি কাউকে ঢুকতে দিচ্ছি না। এজন্য একজন সব সময় জীবাণুনাশক স্প্রে নিয়ে দাড়িয়ে রয়েছে। তিনজন কেনাকাটা শেষ করে বিদায় নেওয়ার পর আরেক তিনজন ঢুকছে।

গোয়ালন্দ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও ব্যবসায়ী পরিষদের নেতা মো. সিদ্দিক মিয়া রাজবাড়ীমেইলকে বলেন, বুধবার এমন পরিস্থিতির পর রাতভর ব্যবসায়ীদের নিয়ে সম্পূর্ণ বাজার আটকে দেওয়া হয়েছে। একটি রাস্তা দিয়ে প্রবেশ করবে, আরেক রাস্তা দিয়ে বের হওয়ার ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি রাস্তার মাথায় আনসার সদস্য রয়েছে। এ ছাড়া বাজারে নারী ও পুরুষ আনসার সদস্যরাও সামাজিক সচেতনতা বাড়াতে কাজ করে যাচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবায়েত হায়াত শিপলু রাজবাড়ীমেইলকে বলেন, বুধবার বাজারে মানুষের ভিড়ের কারণে করোনা সংক্রমণের ঝুকি দেখা দেওয়ায় সকল প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে সকল শর্ত পূরণ করায় প্রাথমিকভাবে দোকান খোলার অনুমোতি দেওয়া হয়েছে। আবার যদি এর ব্যাত্যয় ঘটে তাহলে সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে।