
রাজবাড়ীমেইল ডেস্কঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় করোনার উপসর্গ নিয়ে বয়স্ক এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁর নাম শুকুর আলী (৭০)। তিনি উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের শাহাদৎ মেম্বার পাড়ার বাসিন্দা। বুধবার বিকেলে তাঁর নিজ বাড়িতে করোনার উপসর্গ নিয়ে মারা যান। সংবাদের সত্যতা নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ মাহমুদ।
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ মাহমুদ জানান, বৃদ্ধ শুকুর আলী গত মঙ্গলবার কুড়িগ্রামের তার মেয়ে বাড়ি থেকে শরীরে জ¦র নিয়ে বাড়ি ফিরেন। এরপর থেকে শরীরে জ¦র, শর্দিসহ নানা উপসর্গ দেখা দেয়। এমন অবস্থায় পরদিন বুধবার বিকেলে তিনি মারা যান। করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়ায় স্থানীয় অনেকে ভয়ে প্রথমে লাশের কাছে ভিড়ছিলনা। বিষয়টি স্থানীয়রা উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগকে অবগত করেন। পরে উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে মৃত শুকুর আলী এবং তাঁর স্ত্রীর করোনার নমুনা সংগ্রহ করা হয়। সন্ধ্যার পর উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের পরামর্শে স্বাস্থ্যবিধি অনুসরণ করে লাশ দাফন করা হয়েছে।