১০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১৭ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

দৌলতদিয়ার পদ্মায় জেলেদের জালে ধরা পড়লো ৩০ কেজি ওজনের কাতল (ভিডিও)

রাজবাড়ীমেইল ডেস্কঃ দুই দিন পর সোমবার মধ্যরাতে পদ্মায় জাল ফেলে অনেক আশায় নৌকায় অপেক্ষা করছিলেন জেলে হারুন শেখ ও তার অংশিদারগন। প্রায় চার ঘন্টা পর জাল তুলতে গেলেই বড় এক ঝাকুনিতেই বুঝতে পারেন জালে বড় মাছ আটকা পড়েছে। যা ভেবেছেন, ঠিক তাই হয়েছে। জাল টেনে নৌকায় তোলার আগেই সবার চোখ তো ছানা বড় হয়ে গেল বিশাল আকারের কাতল মাছ দেখে। দীর্ঘদিন পর এতবড় মাছ ধরতে পেরে সবার চোখে-মুখে হাসিও ফুটলো।

বিশাল আকারের কাতল মাছ ধরা পড়ে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার চর করনেশনা এলাকার পদ্মা নদীতে। মাছটি বাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে গেলে ১,৩৫০ টাকা কেজি দরে ৪০ হাজার টাকায় বিক্রি করেন। তবে সম্পূর্ণ টাকা জেলে হারুণ এখনো পাননি। কিনে নেন দৌলতদিয়া ফেরি ঘাটের মৎস্য আড়তদার চান্দু মোল্লা। প্রাথমিকভাবে মাছটির ওজন প্রায় ৩০ কেজি। যা এই মৌসুমে এতবড় মাছ এটিই প্রথম।

জেলে হারুন শেখ বলেন, জেলের সংখ্যা বেশি বলে আমরা দুই দিন পর পর নদীতে গ্রুপ আকারে মাছ ধরতে নামি। দুই দিন পর গত সোমবার (১১ মে) দিবাগত রাত একটার দিকে পদ্মার চর করনেশনা এলাকায় নামি। আমিসহ ভাগিদার সাতজন মিলেই নদীতে ফাসন জাল (বড় মাছ ধরার জাল) ফেলি। প্রায় চার ঘন্টা পর ভাসতে ভাসতে আরো ভাটিতে যাওয়ার পর মঙ্গলবার ভোর পাঁচটার দিকে জাল টেনে নৌকার তোলা শুরু করি। জাল তোলা প্রায় শেষের দিকে তখন বড় একটা ঝাকুনি দেয়।

তিনি বলেন, হালকা ভোরের আলোয় জাল টেনে নৌকার তুলতে দেখি ঘাইলের (বিশেষ ফাঁদ) বিশাল এক কাতল আটকে আছে) সবার চোখে-মুখে তখন খুশিতে আটখানা। সবাই মিলে মাছটি টেনে তুলেই সরাসরি চলে আসি দৌলতদিয়া ঘাট মাছ বাজারে। স্থানীয় আড়তদার রওশন মোল্লার ঘরে ১৩৫০ টাকা করে ডাক উঠলে মাছটি ফেরিঘাটের মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা কিনে নেন। প্রায় সাত বছর আগে এই নদী থেকে প্রায় ৬৩ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরেছিলাম। এরপর এই প্রথম এতবড় কাতল মাছ ধরা পড়লো।

মৎস্য ব্যবায়ী চান্দু মোল্লা বলেন, কয়েকদিন আগে ২২ কেজি ওজনের একটি কাতলা মাছ কিনেছিলাম। এই মৌসুমে ৮-১০ কেজি ওজনের কাতল, পাঙ্গাশ মাছ পেয়েছি। কিন্তু ৩০ কেজি ওজনের এতবড় কাতল মাছ আমার ব্যবসায়ী বয়সে এই প্রথম প্রায় ৪০ হাজার টাকায় কিনলাম। মাছটি এ অঞ্চলের মানুষ সাধারণত কিনে না। ঢাকাসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের মালিক বা রাজনৈতিক নেতারা কিনে নেন। তাদের সাথে যোগাযোগ করে মাছ তাদের বাসায় পাঠিয়ে দেওয়া হয়। ইতিমধ্যে ঢাকার বিভিন্ন পরিচিতজন কয়েকজন ব্যবসায়ীর সাথে ফোনে যোগাযোগ করছি। এক ব্যবসায়ী ১৩০০ টাকা কেজি দরে দাম করেছেন। এতে লাভ হবে না, তাই এখনো ছাড়িনি। তবে ১৪৫০ টাকা থেকে ১৪০০ টাকা করে কেজি হলেও বিক্রি করে দিব।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

রাজবাড়ীতে ভাইকে নিয়ে মনোয়নপত্র জমা দিলেন কাজী কেরামত, সকল ভেদাভেদ ভুলে এক সাথে কাজ করার অঙ্গিকার

দৌলতদিয়ার পদ্মায় জেলেদের জালে ধরা পড়লো ৩০ কেজি ওজনের কাতল (ভিডিও)

পোস্ট হয়েছেঃ ০৭:৩৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২০

রাজবাড়ীমেইল ডেস্কঃ দুই দিন পর সোমবার মধ্যরাতে পদ্মায় জাল ফেলে অনেক আশায় নৌকায় অপেক্ষা করছিলেন জেলে হারুন শেখ ও তার অংশিদারগন। প্রায় চার ঘন্টা পর জাল তুলতে গেলেই বড় এক ঝাকুনিতেই বুঝতে পারেন জালে বড় মাছ আটকা পড়েছে। যা ভেবেছেন, ঠিক তাই হয়েছে। জাল টেনে নৌকায় তোলার আগেই সবার চোখ তো ছানা বড় হয়ে গেল বিশাল আকারের কাতল মাছ দেখে। দীর্ঘদিন পর এতবড় মাছ ধরতে পেরে সবার চোখে-মুখে হাসিও ফুটলো।

বিশাল আকারের কাতল মাছ ধরা পড়ে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার চর করনেশনা এলাকার পদ্মা নদীতে। মাছটি বাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে গেলে ১,৩৫০ টাকা কেজি দরে ৪০ হাজার টাকায় বিক্রি করেন। তবে সম্পূর্ণ টাকা জেলে হারুণ এখনো পাননি। কিনে নেন দৌলতদিয়া ফেরি ঘাটের মৎস্য আড়তদার চান্দু মোল্লা। প্রাথমিকভাবে মাছটির ওজন প্রায় ৩০ কেজি। যা এই মৌসুমে এতবড় মাছ এটিই প্রথম।

জেলে হারুন শেখ বলেন, জেলের সংখ্যা বেশি বলে আমরা দুই দিন পর পর নদীতে গ্রুপ আকারে মাছ ধরতে নামি। দুই দিন পর গত সোমবার (১১ মে) দিবাগত রাত একটার দিকে পদ্মার চর করনেশনা এলাকায় নামি। আমিসহ ভাগিদার সাতজন মিলেই নদীতে ফাসন জাল (বড় মাছ ধরার জাল) ফেলি। প্রায় চার ঘন্টা পর ভাসতে ভাসতে আরো ভাটিতে যাওয়ার পর মঙ্গলবার ভোর পাঁচটার দিকে জাল টেনে নৌকার তোলা শুরু করি। জাল তোলা প্রায় শেষের দিকে তখন বড় একটা ঝাকুনি দেয়।

তিনি বলেন, হালকা ভোরের আলোয় জাল টেনে নৌকার তুলতে দেখি ঘাইলের (বিশেষ ফাঁদ) বিশাল এক কাতল আটকে আছে) সবার চোখে-মুখে তখন খুশিতে আটখানা। সবাই মিলে মাছটি টেনে তুলেই সরাসরি চলে আসি দৌলতদিয়া ঘাট মাছ বাজারে। স্থানীয় আড়তদার রওশন মোল্লার ঘরে ১৩৫০ টাকা করে ডাক উঠলে মাছটি ফেরিঘাটের মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা কিনে নেন। প্রায় সাত বছর আগে এই নদী থেকে প্রায় ৬৩ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরেছিলাম। এরপর এই প্রথম এতবড় কাতল মাছ ধরা পড়লো।

মৎস্য ব্যবায়ী চান্দু মোল্লা বলেন, কয়েকদিন আগে ২২ কেজি ওজনের একটি কাতলা মাছ কিনেছিলাম। এই মৌসুমে ৮-১০ কেজি ওজনের কাতল, পাঙ্গাশ মাছ পেয়েছি। কিন্তু ৩০ কেজি ওজনের এতবড় কাতল মাছ আমার ব্যবসায়ী বয়সে এই প্রথম প্রায় ৪০ হাজার টাকায় কিনলাম। মাছটি এ অঞ্চলের মানুষ সাধারণত কিনে না। ঢাকাসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের মালিক বা রাজনৈতিক নেতারা কিনে নেন। তাদের সাথে যোগাযোগ করে মাছ তাদের বাসায় পাঠিয়ে দেওয়া হয়। ইতিমধ্যে ঢাকার বিভিন্ন পরিচিতজন কয়েকজন ব্যবসায়ীর সাথে ফোনে যোগাযোগ করছি। এক ব্যবসায়ী ১৩০০ টাকা কেজি দরে দাম করেছেন। এতে লাভ হবে না, তাই এখনো ছাড়িনি। তবে ১৪৫০ টাকা থেকে ১৪০০ টাকা করে কেজি হলেও বিক্রি করে দিব।