
রাজবাড়ীমেইলে ডেস্কঃ করোনার কারণে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার অনেক অতি সাধারণ মানুষ বেশি অসহায় হয়ে পড়েছে। এ ছাড়া অনেক শ্রমজীবী মানুষও কর্মহীন হয়ে বেকার অবস্থায় মানবেতর জীবন যাপন করছেন। এমন শতাধিক পরিবারকে খুঁজে বের করে তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন গোয়ালন্দ বাজারের বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী ও সাংস্কৃতিক কর্মী বাদল বিশ্বাস।
বাদল বিশ্বাস গোয়ালন্দ বাজারের বিশিষ্ট মৎস্য আড়তদার ও প্রথম আলো গোয়ালন্দ বন্ধুসভার সহ-সভাপতি। সোমবার ও আগের দিন রোববার রাতে তিনি গোয়ালন্দ পৌরসভাসহ উপজেলার উজানচর, দৌলতদিয়া ও ছোটভাকলা ইউনিয়নের দুর্গম অঞ্চলে বসবাসরত অতি অসহায় পরিবারকে খুঁজে বের করে তিনি এবং তার স্ত্রী দুজনে মিলে তাদের হাতে এক সপ্তাহের খাবার সামগ্রী তুলে দেন। খাবার সামগ্রীর মধ্যে ছিল ভালো মানের ৫ কেজি চাল, ২ কেজি আটা, ২ কেজি আলু, ১ কেজি মুশুর ডাল, ১ কেজি সয়াবিন তেল এবং ১ কেজি করে লবন। প্রতিটি প্যাকেটের মূল্য দাড়ায় ৭০০ টাকার মতো।
বাদল বিশ্বাস বলেন, করোনার কারণে দেশের অধিকাংশ মানুষ নানা সমস্যায় জর্জরিত। আমিও তাদের থেকে বাদ পড়িনি। সরকারিভাবে মানবিক সহায়তা করা হচ্ছে। এরপরও সমাজের অনেক মানুষ রয়েছেন যারা এখনো কারো কাছে হাত পাততে পারছেন না। অনেকে একেবারে অসহায় পড়েছেন এমন ১০০টি পরিবার খুঁজে বের করে তাদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়েছি। আমি মনে করে এমন অসহায় পরিবারের পাশে সামর্থবান সবাইকে এগিয়ে আসা উচিত।