
রাজবাড়ীমেইল ডেস্কঃ রাজবাড়ীর গোয়ালন্দে চিকিৎসায় অব্যবস্থাপনার অভিযোগে দুই পল্লী চিকিৎসকে মোটা অঙ্কের জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার বিকেলে গোয়ালন্দ বাজারে সেনাবাহিনীর তত্বাবধানে অভিযান চালানো হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন গোয়ালন্দের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল-মামুন।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, ফার্মাসিস্টের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় গোয়ালন্দ পৌরসভার বাজারের বড় ওষুধের দোকান আবেদীন ফার্মেসীতে ওষুধ বিক্রি করা হচ্ছিল। এমন অভিযোগের ভিত্তিতে ওষুধ আইন ১৯৪০ সালের ২৭ ধারা ও মেডিক্যাল এন্ড ডেন্টাল কাউন্সিলর আইন ২০১০ এর ২২ ধারা অনুযায়ী আবেদীন ফার্মেসীর সত্বাধিকারী পল্লী চিকিৎসক মো. জহুরুল হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই সাথে বাজারের আরেক পল্লী চিকিৎসক বেবী ফার্মেসীর সত্বাধিকারী হারুন অর-রশীদের বিরুদ্ধে ভুল চিকিৎসার কারণে এক রোগী অসুস্থ্য হয়ে পড়েন। ওই ভুক্তভোগী রোগীর অভিযোগের ভিত্তিতে মেডক্যাল এন্ড ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২২ ধারা মোতাবেক ভুল চিকিৎসার অপরাধে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ভুক্তভোগী রোগীর চিকিৎসার জন্য আরো ১০ হাজার টাকা প্রদানের নির্দেশনা প্রদান করা হয়।
ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশার (ভূমি) আব্দুল্লাহ আল-মামুন রাজবাড়ীমেইলকে বলেন, গোয়ালন্দ পৌরসভার বাজার এলাকায় চিকিৎসার নামে অব্যবস্থাপনা চলছে। এ অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালানো হয়। অভিযানে পল্লী চিকিৎসক জহুরুল হোসেন ও হারুন অর-রশীদকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।