
হেলাল মাহমুদঃ রাজবাড়ীতে নতুন করে আরো একজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত তরুণের (৩০) বাড়ি রাজবাড়ী পৌরসভার ৩নং বেড়াডাঙ্গা এলাকায়। সে ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরী করতেন। মঙ্গলবার স্বাস্থ্য বিভাগ তার করোনা পজিটিভ এর বিষয়টি নিশ্চিত করেন।
গত কয়েকদিন আগে জ্বর নিয়ে ঢাকা থেকে রাজবাড়ীতে আসার পর তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার পর তার দেহে করোনা ভাইরাস পজিটিভ হিসেবে শনাক্ত হয়। পরে রাজবাড়ী জেলা পুলিশ ও স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা ওই তরুণকে রাজবাড়ী সদর হাসপাতালের আইসোলেশন সেন্টারে ভর্তি করে।
মঙ্গলবার রাজবাড়ীর সিভিল সার্জন ডা. নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গত দুইদিনে রাজবাড়ীর ৩৮ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় প্রেরণ করা হয়েছিলো। তার মধ্যে একজনের দেহে করোনা ভাইরাস পজেটিভ পাওয়া গিয়েছে। বাকিদের ফলাফল এখনো আসেনি। আসলে তখন জানা যাবে ৩৮ জনের মধ্যে কতজন পজেটিভ। তিনি আরো বলেন, যাদের করোনা ভাইরাস শনাক্ত হয় তাদের ফলাফল দ্রুত ঢাকা থেকে মেইলে পাঠানো হয় বাকিদের একটু সময় লাগে। ধারনা করা হচ্ছে বাকি ৩৭ জনের নেগেটিভ হবার কারণে হয়তো রিপোর্ট পেতে দেরি হচ্ছে।
উল্লেখ্য, রাজবাড়ী জেলায় এ পর্যন্ত মোট ১৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তার মধ্যে ৫ জন সুস্থ্য হয়ে রাজবাড়ী আইসোলেশন সেন্টার থেকে বাড়িতে ফিরে গেছেন। এছাড়াও বাকী ৬ জন রাজবাড়ী আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন রয়েছে। বাকী অন্য ৩জন জেলার বাইরে চিকিৎসা নিচ্ছেন।