
রাজবাড়ীমেইল ডেস্কঃ রাজবাড়ীর গোয়ালন্দের গৃহবধু আইভি আক্তার (২৩) করোনায় আক্রান্ত হয়ে রোববার ঢাকার কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাকে রোববার রাতেই ফরিদপুরের মাচচর ইউনিয়নের দয়রামপুর গ্রামে গৃহবধুর বাবার বাড়িতে দাফন সম্পন্ন করা হয়েছে। সে গোয়ালন্দ পৌরসভার আলম চৌধুরী পাড়ার বাবু লাল শেখ এর স্ত্রী।
উপজেলা স্বাস্থ্য বিভাগ ও বাবু লাল এর পরিবার জানায়, আইভি আক্তার এক সন্তানের মা। সে দীর্ঘদিন ধরে কিডনি জনিত সমস্যায় ভুগছিলেন। গত ১১ এপ্রিল তিনি বেশি অসুস্থ্য হয়ে পড়লে তাকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ১৭ এপ্রিল সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়। পরদিন ১৮ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে পরদিন ১৯ এপ্রিল তাঁর করোনার নমুনা সংগ্রহ করে। পরদিন ২০ এপ্রিল তাঁর করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়। তখন ওই সময় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এসময় গৃহবধুর সাথে থাকা তার মা, স্বামী বাবু লাল শেখ ও তার ছোট ভাই ছিলেন। তারা ওই দিন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করে ফরিদপুর সদর উপজেলার মাচচর ইউনিয়নের দয়রামপুর গ্রামের গৃহবধুর বাবা আদিল বেপারীর বাড়ি ফিরে আসেন। এসময় পুলিশ কর্তৃক তাদেরকে ওই বাড়িতে লকডাউন করে রাখা হয়।
গৃহবধুর পরিবার আরো জানায়, রোববার সকালে তাদের কাছে আইভি আক্তারের মৃত্যুর খবর আছে। ঢাকা থেকে লাশ গ্রামের বাড়ি ফরিদপুর পাঠানোর ব্যবস্থা করে দিলে এ্যাম্বুলেন্সের মাধ্যমে লাশ রোববার রাতে সরাসরি বাবার বাড়ি পৌছে। পুলিশের সহযোগিতায় রাতেই বাবার বাড়িতে দাফন করা হয়। সাথে পরিবারের সদস্যদের ১৪ দিনে হোম কোয়ারেন্টিনের মেয়াদ শেষ হয়।
পৌরসভার স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর নাসির উদ্দিন জানান, গৃহবধুর মৃত্যুর পর তার লাশ শ্বশুর বাড়ি পৌরসভার আলম চৌধুরী পাড়ায় আনতে পরামর্শ চাইলে আমি তার বাবার বাড়ি নিয়ে যেতে বলি। পরে তার বাবার বাড়ি ফরিদপুরের মাচচরে নিয়ে দাফন করা হয়েছে।
এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ মাহমুদ রাজবাড়ীমেইলকে বলেন, এ ধরনের সংবাদ ফরিদপুর থেকে আমাদের রাজবাড়ী জেলা সিভিল সার্জনের মাধ্যমে জানতে পারি। যেহেতু ওই গৃহবধুর শ্বশুর বাড়ি গোয়ালন্দের আলম চৌধুরী পাড়া এবং সেখানেই থাকতো। তাই পরিবারের বাকি সদস্যদের কি অবস্থা খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।