
রাজবাড়ীমেইল ডেস্কঃ করোনাভাইরাসের সংক্রমণ রোধে দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনী রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভাসহ উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে অতি দরিদ্র মানুষ খুঁজে তাঁর হাতে পৌছে দিচ্ছেন খাদ্য সামগ্রী। সোমবারও ৭৫ জন অসহায় মানুষের হাতে খাদ্য সামগ্রী পৌছে দেন।
সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত পৌরসভাসহ উপজেলার উজানচর ও দৌলতদিয়া এলাকা ঘুরে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন সেনাবাহিনীর একটি দল। ওই দলের নেতৃত্ব দেন দায়িত্বপ্রাপ্ত লেফটেনেন্ট মেহেদী হাসান। তাঁর নেতৃত্বে বিভিন্ন স্থান পর্যবেক্ষণ কালে করোনাভাইরাসের সংক্রমণ রোধে সকলের মাঝে সবেচতনতা বাড়ানোর পাশাপাশি অতি দরিদ্র মানুষ খুঁজে বের করেন। এসময় তাদের হাতে তুলে দিচ্ছেন একটি করে খাবারের প্যাকেট। খাবারের প্যাকেটে রয়েছে চাল, ডাল, তেল, আটা, আলু সহ অন্যান্য সামগ্রী। এমনকি সোমবার সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ মাঠে অস্থায়ী বাজারে এমন কিছু অসহায় মানুষের চাহিদা বুঝে ফল ও তরিতরকারিও কিনে দেন। এসময় খাবারের প্যাকেট ও তরিতরকারি হাতে পেয়ে কয়েকজন আবেগ আপ্লুত হয়ে পড়েন।
সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কমান্ডার মেহেদী হাসান বলেন, বর্তমানে করোনা পরিস্থিতি মোকাবেলায় সবাইকে সচেতনতার পাশাপাশি মানবিক কাজেও এগিয়ে আসতে হবে। আমরাও করোনার সংক্রমণ রোধের পাশাপাশি যারা এখনো ঠিকমতো খাবার পাচ্ছেন না, এমন অতি অসহায় মানুষ খুঁজে বের করে তাদের হাতে খাবারের প্যাকেট তুলে দিচ্ছি। সোমবার দুপুর পর্যন্ত এমন ৭৫ জন অসহায় মানুষকে খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে। প্রত্যেক সেনা সদস্যের রেশনের প্রাপ্ত খাদ্য সামগ্রী থেকেই এসব দেওয়া হচ্ছে।