
রাজবাড়ীমেইল ডেস্কঃ জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে মাঠ পর্যায়ে কর্মীদের তালিকাভুক্ত অসহায় ও দরিদ্র মানুষের মাঝে পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, ছোলা, ফর্টিফাইভ তেল, চিনি, দুধ ও সাবান। মোট ১৫০ জনের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।
জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে আয়োজিত শনিবার ৫০ জনের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। এর আগে গত বৃহস্পতিবার ৫০ জন এবং পরদিন শুক্রবার আরো ৫০ জন সহ মোট ১৫০ জনের মাঝে দেওয়া হয়। এর আগে উপজেলার চারটি ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য কর্মীরা নিজে অতি দরিদ্র অসহায় মানুষদের তালিকা তৈরী করেন। তালিকামতে তাদের হাতে এসব পুষ্টিকর খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ মাহমুদ, প্রাণী সম্পদ কর্মকর্তা মো. নুরুল ইসলাম প্রমূখ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ মাহমুদ রাজবাড়ীমেইলকে বলেন, করোনা পরিস্থিতির কারণে অতি দরিদ্র ও অসহায় মানুষ বেশি অপুষ্টিতে ভূগছে। তাই তাদের কথা বিবেচনা করে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আমরা মোচ ১৫০ জনের মাঝে পুষ্টিকর খাবার সামগ্রী তুলে দিয়েছি।