০২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

করোনাঃ প্রধানমন্ত্রীর কাছে এক মফস্বল সাংবাদিকের খোলা চিঠি

হারুন-অর-রশীদঃ করোনা মহামারীতে কাপছে বিশ্ব, কাঁদছে বাংলাদেশ। যেখানে মানুষগুলোর চাঁপা কষ্টও বাড়ছে প্রতিনিয়ত। সবাই কিছু সহযোগিতা পেলেও অনেকটা ধরাছোঁয়ার বাইরে থেকে যায় মফস্বল সংবাদকর্মীদের মনের কষ্টগুলো। করোনায় মফস্বল সংবাদকর্মীদের কষ্টগুলো নিয়ে ফরিদপুরে আনোয়ার জাহিদ নামে এক সংবাদকর্মী প্রধানমন্ত্রীর কাছে একটি খোলা চিঠি লিখেছেন। পাঠকদের জন্য সেই চিঠির পুরো অংশ হুবহু তুলে ধরা হলো..

মাননীয় প্রধানমন্ত্রী,

আপনি জানেন যে, সবাই আজ ঘরের মধ্যে। কিন্তু একমাত্র সাংবাদিক ও পুলিশের লোকেরা বাইরে জনস্বার্থে জনসেবায়।

ভয়াবহ করোনা পরিস্থিতে ও আপনার সাংবাদিক ও পুলিশ ভাইরা নিশ্চিত মৃত্যুর জীবন চ্যালেঞ্জ করে জনসেবায় নিবেদিত।

পুলিশ ভাইয়েরা মোটা অংকের বেতন পাচ্ছেন, রেশন পাচ্ছেন, ঝুঁকি ভাতা পাচ্ছেন এতে সাংবাদিকদের কোন আপত্তি নাই। কারণ, একমাত্র পুলিশই এখন দেশ সেবার শেষ ভরসা।

মাননীয় প্রধানমন্ত্রী, আপনি তো বৃহত্তর ফরিদপুরে সন্তান। এই মাটিই আপনার জন্মভূমি। জাতির পিতার সমাধির চারদিকেই আমাদের বিচরণ।

আমরা মফস্বল সাংবাদিক একমাত্র আমরাই মৃত্যুর ও আক্রান্তের খবরটি তুলে আনতে ছুঁটছি মৃত্যুর পিছে। তাই আপনি ও দেশব্যাপী সকলে সবাই ঘটনাটি জানছেন।

আমাদের ঘরেও মা, বাবা, বউ বাচ্চা আছে। আমাদের ও তিনবেলা ক্ষুধা লাগে, তাই খাবার প্রয়োজন পরে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি জানেন মফস্বলের সাংবাদিকরা কতটা কষ্টে আছেন। কারণ আপনিও একজন মা, আপনি ও আমাদের বড় বোন।

দেশের হতদরিদ্র, দরিদ্র, অভাবি প্রায় মানুষ কম-বেশী ত্রাণ বা সাহায্য আত্মীয়ের সহযোগিতা পেয়েছেন। এরা পেয়েছেন ওএমএস এর চাল ও আটার সুবিধা। পাচ্ছেন আপনার দেওয়া বিশেষ বরাদ্দ ১০ টাকা কেঁজির ওএমএস এর চাউলও।

কিন্তু আপনার জন্মভূমি বৃহত্তর ফরিদপুরের আপনার সন্তান সমতুল্য ছোট ভাই সাংবাদিকদের মুখের দিক কেউ ফিরেও তাকায়নি এ পর্যন্ত।

আমাদেরও যে, তিনবেলা ক্ষুধা লাগে। ক্ষুধার জ্বালায় ঘরের বাচ্চারা কাঁদে। ঘরের দুগ্ধ পোষ্য সন্তানের মা, বিবাহযোগ্য মেয়ে, শহীদ রাসেলের মতো ছোট ভাই বোনদের মুখে আমরা খাবার তুলে দিতে পারছি না।

আমাদের অঞ্চলের সকল রাজনৈতিক নেতারা আমাদের দাসপ্রথার ও প্রজাদের মতো, তাদের প্রয়োজনে আমাদের ব্যবহার করে। আপনার দেওয়া গরীবের চাল, ডাল, তেল চুরি করা খবর লিখতে আমাদের উপর হামলা অথবা মামলা করেন এরাই।

আবার কেউ কেউ হাঁতুড়ি বাহিনী ও হেলমেট বাহিনী লেলিয়ে দিয়ে, আমাদের কারো কারো জীবন বরবাত করে দেয়। এ রকম বহু অপরাধ ও অনিয়মের খবর আপনার গোয়েন্দা সংস্থার কাছে ভুরি ভুরি।

মাননীয় প্রধানমন্ত্রী, আমরা বাঁচবো কিভাবে? কি খাবে আমাদের মা, বাবা, বউ বাচ্চারা? আমরা আছি প্রচন্ড অসহায় অবস্থায়। আপনার মফস্বল সাংবাদিকেরা না পারছেন কারো কাছে হাত পাততে, না পারছেন ভিক্ষা চাইতে।

মাননীয় প্রধানমন্ত্রী, আমি বৃহত্তর ফরিদপুরের সকল উপজেলার সাংবাদিক ভাই-বোনদের পক্ষে আপনার কাছে সবিনয় নিবেদন করছি। দয়া করে স্ব স্ব জেলার জেলা প্রশাসক ও উপজেলার ইউএনও সাহেবদের মফস্বল সাংবাদিকদের ক্ষুধা থামানোর বরাদ্দের ঘোষণা দিন প্লিজ।
আপতত খেয়ে বাঁচুক সবাই।

আপনার যদি দয়া হয়, প্রত্যেক জেলা ও উপজেলা প্রশাসনকে তাদের দরিদ্র তহবিল থেকে মফস্বল সাংবাদিকদের তালিকা করে ডিসি ও ইউএনও সাহেবদের মাধ্যমে নগদ সাহায্যের ঘোষণা দেওয়ার ব্যবস্থা নিন প্লিজ।

প্রেসক্লাবের মাধ্যম নয়। কারণ এখানে রয়েছে বিশাল শুভঙ্করের ফাঁকি ও তেল বাজির হলুদ সাংবাদিক। যার দরুন অভাবি ও প্রকৃত সাংবাদিকদের হাতে আপনার সাহায্য বা ত্রাণ কোনটাই পোঁছাবে না।

মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে ধন্যবাদ ও দোয়া।

সকল অভাবি সাংবাদিকদের পক্ষে
আনোয়ার জাহিদ
সিনিয়র সাংবাদিক, ফরিদপুর।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

ফসলি জমি থেকে মাটি উত্তোলন, ট্রাক মালিক ও ভেকু চালককে ৭০ হাজার টাকা জরিমানা

করোনাঃ প্রধানমন্ত্রীর কাছে এক মফস্বল সাংবাদিকের খোলা চিঠি

পোস্ট হয়েছেঃ ০৩:৩৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০

হারুন-অর-রশীদঃ করোনা মহামারীতে কাপছে বিশ্ব, কাঁদছে বাংলাদেশ। যেখানে মানুষগুলোর চাঁপা কষ্টও বাড়ছে প্রতিনিয়ত। সবাই কিছু সহযোগিতা পেলেও অনেকটা ধরাছোঁয়ার বাইরে থেকে যায় মফস্বল সংবাদকর্মীদের মনের কষ্টগুলো। করোনায় মফস্বল সংবাদকর্মীদের কষ্টগুলো নিয়ে ফরিদপুরে আনোয়ার জাহিদ নামে এক সংবাদকর্মী প্রধানমন্ত্রীর কাছে একটি খোলা চিঠি লিখেছেন। পাঠকদের জন্য সেই চিঠির পুরো অংশ হুবহু তুলে ধরা হলো..

মাননীয় প্রধানমন্ত্রী,

আপনি জানেন যে, সবাই আজ ঘরের মধ্যে। কিন্তু একমাত্র সাংবাদিক ও পুলিশের লোকেরা বাইরে জনস্বার্থে জনসেবায়।

ভয়াবহ করোনা পরিস্থিতে ও আপনার সাংবাদিক ও পুলিশ ভাইরা নিশ্চিত মৃত্যুর জীবন চ্যালেঞ্জ করে জনসেবায় নিবেদিত।

পুলিশ ভাইয়েরা মোটা অংকের বেতন পাচ্ছেন, রেশন পাচ্ছেন, ঝুঁকি ভাতা পাচ্ছেন এতে সাংবাদিকদের কোন আপত্তি নাই। কারণ, একমাত্র পুলিশই এখন দেশ সেবার শেষ ভরসা।

মাননীয় প্রধানমন্ত্রী, আপনি তো বৃহত্তর ফরিদপুরে সন্তান। এই মাটিই আপনার জন্মভূমি। জাতির পিতার সমাধির চারদিকেই আমাদের বিচরণ।

আমরা মফস্বল সাংবাদিক একমাত্র আমরাই মৃত্যুর ও আক্রান্তের খবরটি তুলে আনতে ছুঁটছি মৃত্যুর পিছে। তাই আপনি ও দেশব্যাপী সকলে সবাই ঘটনাটি জানছেন।

আমাদের ঘরেও মা, বাবা, বউ বাচ্চা আছে। আমাদের ও তিনবেলা ক্ষুধা লাগে, তাই খাবার প্রয়োজন পরে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি জানেন মফস্বলের সাংবাদিকরা কতটা কষ্টে আছেন। কারণ আপনিও একজন মা, আপনি ও আমাদের বড় বোন।

দেশের হতদরিদ্র, দরিদ্র, অভাবি প্রায় মানুষ কম-বেশী ত্রাণ বা সাহায্য আত্মীয়ের সহযোগিতা পেয়েছেন। এরা পেয়েছেন ওএমএস এর চাল ও আটার সুবিধা। পাচ্ছেন আপনার দেওয়া বিশেষ বরাদ্দ ১০ টাকা কেঁজির ওএমএস এর চাউলও।

কিন্তু আপনার জন্মভূমি বৃহত্তর ফরিদপুরের আপনার সন্তান সমতুল্য ছোট ভাই সাংবাদিকদের মুখের দিক কেউ ফিরেও তাকায়নি এ পর্যন্ত।

আমাদেরও যে, তিনবেলা ক্ষুধা লাগে। ক্ষুধার জ্বালায় ঘরের বাচ্চারা কাঁদে। ঘরের দুগ্ধ পোষ্য সন্তানের মা, বিবাহযোগ্য মেয়ে, শহীদ রাসেলের মতো ছোট ভাই বোনদের মুখে আমরা খাবার তুলে দিতে পারছি না।

আমাদের অঞ্চলের সকল রাজনৈতিক নেতারা আমাদের দাসপ্রথার ও প্রজাদের মতো, তাদের প্রয়োজনে আমাদের ব্যবহার করে। আপনার দেওয়া গরীবের চাল, ডাল, তেল চুরি করা খবর লিখতে আমাদের উপর হামলা অথবা মামলা করেন এরাই।

আবার কেউ কেউ হাঁতুড়ি বাহিনী ও হেলমেট বাহিনী লেলিয়ে দিয়ে, আমাদের কারো কারো জীবন বরবাত করে দেয়। এ রকম বহু অপরাধ ও অনিয়মের খবর আপনার গোয়েন্দা সংস্থার কাছে ভুরি ভুরি।

মাননীয় প্রধানমন্ত্রী, আমরা বাঁচবো কিভাবে? কি খাবে আমাদের মা, বাবা, বউ বাচ্চারা? আমরা আছি প্রচন্ড অসহায় অবস্থায়। আপনার মফস্বল সাংবাদিকেরা না পারছেন কারো কাছে হাত পাততে, না পারছেন ভিক্ষা চাইতে।

মাননীয় প্রধানমন্ত্রী, আমি বৃহত্তর ফরিদপুরের সকল উপজেলার সাংবাদিক ভাই-বোনদের পক্ষে আপনার কাছে সবিনয় নিবেদন করছি। দয়া করে স্ব স্ব জেলার জেলা প্রশাসক ও উপজেলার ইউএনও সাহেবদের মফস্বল সাংবাদিকদের ক্ষুধা থামানোর বরাদ্দের ঘোষণা দিন প্লিজ।
আপতত খেয়ে বাঁচুক সবাই।

আপনার যদি দয়া হয়, প্রত্যেক জেলা ও উপজেলা প্রশাসনকে তাদের দরিদ্র তহবিল থেকে মফস্বল সাংবাদিকদের তালিকা করে ডিসি ও ইউএনও সাহেবদের মাধ্যমে নগদ সাহায্যের ঘোষণা দেওয়ার ব্যবস্থা নিন প্লিজ।

প্রেসক্লাবের মাধ্যম নয়। কারণ এখানে রয়েছে বিশাল শুভঙ্করের ফাঁকি ও তেল বাজির হলুদ সাংবাদিক। যার দরুন অভাবি ও প্রকৃত সাংবাদিকদের হাতে আপনার সাহায্য বা ত্রাণ কোনটাই পোঁছাবে না।

মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে ধন্যবাদ ও দোয়া।

সকল অভাবি সাংবাদিকদের পক্ষে
আনোয়ার জাহিদ
সিনিয়র সাংবাদিক, ফরিদপুর।