September 24, 2023, 9:27 am
শিরোনামঃ
রাজবাড়ীর হাসপাতালগুলোতে ধারন ক্ষমতার চারগুন রোগী ভর্তি জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন গোয়ালন্দের জাকির হোসেন দৌলতদিয়ায় জ্ঞানের আলো সমাজ কল্যাণ এর উদ্যোগে তালের চারা রোপন  গোয়ালন্দে ১৪ মামলার আসামী, মাদক কারবারী ও জুয়াড়িসহ গ্রেপ্তার ১১ গোয়ালন্দে পদ্মা নদীর ২০ কেজি ওজনের এক কাতল ৩৮ হাজারে বিক্রি জেলার সেরা প্রধান শিক্ষক হলেন গোয়ালন্দ বন্ধুসভার মুঞ্জুয়ারা কাদরী রাজবাড়ীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে যুব মহিলা লীগ নেত্রী রুমানার মৃত্যু গোয়ালন্দে হেরোইনসহ ৭ মাদক মামলার আসামী নারী গ্রেপ্তার গোয়ালন্দে অসুস্থ রোগীর চিকিৎসায় এগিয়ে এলেন সৌদি প্রবাসী খানখানাপুরে ফুটবল টুর্নামেন্টে ফাইনালে গোয়ালন্দ ফুটবল একাডেমী

দৌলতদিয়ার সেই বয়ষ্ক যৌনকর্মী করোনায় আক্রান্ত ছিল না

Reporter Name
  • Update Time : সোমবার, এপ্রিল ২৭, ২০২০
  • 159 Time View
শেয়ার করুনঃ

রাজবাড়ীমেইল ডেস্কঃ রাজবাড়ীর গোয়ালন্দে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া আজিরন বেগম (৫৫) নামের যৌনকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত ছিলনা। রোববার রাতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাজবাড়ীমেইলকে সংবাদের সত্যতা নিশ্চিত করেন। এর আগে গত বৃহস্পতিবার রাতে পুলিশের সহযোগিতায় করোনার নিয়ম অনুসরণ করে তার দাফন সম্পন্ন হয়। তবে আগের মতো তার ভাগ্যে জানাযা জোটেনি। জানাযায় কেবলমাত্র পুলিশ ও স্থানীয় কয়েক ব্যক্তি ছাড়া কেউ উপস্থিত ছিলেননা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ মাহমুদ জানান, কয়েকদিন আগে বয়স্ক ওই যৌনকর্মী সর্দি, জ¦র ও শ^াসকষ্ট সহ করোনা উপসর্গে ভূগছিলেন। তার অবস্থার অবনতি হওয়ায় গত বৃহস্পতিবার বেলা সাড়ে এগারটার দিকে যৌনপল্লি থেকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফোন করা হয়। ফোন পেয়ে স্বাস্থ্য বিভাগের একটি দল তার নমুনা সংগ্রহ করেন। বিকেল তিনটার দিকে অবস্থা বেশি খারাপ হলে পল্লির ২-৩জন বয়স্ক নারী ওই যৌনকর্মীকে নিয়ে হাসপাতালে আনার কিছুক্ষণ পরই তিনি মারা যান। রোববার রাতে প্রতিবেদনটি হাতে পাওয়ার পর দেখা যায়, তিনি করোনায় আক্রান্ত হননি।

তিনি স্বস্তি প্রকাশ করে বলেন, যেহেতু করোনার উপসর্গ নিয়ে মারা যান। তাই তাঁর নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়। আইইডিসিআরের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত তাঁর সংস্পর্শে আসা লোকজনকে হোম কোয়ারিন্টিনে থাকতে বলা হয়। তবে তার লাশ স্বাস্থ্য কমপ্লেক্সে পড়ে ছিল দীর্ঘক্ষণ। লাশ গ্রহণের মতো তেমন কাউকে যথা সময়ে পাওয়া যাচ্ছিল না। বিষয়টি থানা ও উপজেলা প্রশাসনকে করোনার নিয়ম মাফিক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হলে পরে পুলিশ আসে। এছাড়া দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসলে তিনিও সহজে গ্রহণ করতে চাচ্ছিলেন না। পরে পুলিশ ও চেয়ারম্যানের মাধ্যমে লাশ হস্তান্তর পক্রিয়া শেষ করে আমরা নিজেরাই লাশ গাড়িতে তুলে দেই। বয়স্ক ওই নারী করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়ায় যৌনপল্লিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গোয়ালন্দ ঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আব্দুল্লাহ আল-তায়াবীর জানান, খবর পাওয়ার পর হাসপাতাল থেকে লাশ গ্রহণে প্রয়োজনীয় নিয়ম অনুসরণ করতে কিছুটা সময় লাগে। ওই দিন প্রচুর বৃষ্টি ও ঝড় হওয়ায় লাশ দাফনে আমাদের অনেক বেগ পোহাতে হয়। পুলিশ সুপারের নির্দেশ মতে বাইরে থেকে কবর খোড়ার লোক জোগাড় করে আমরা নিজেরাই জানাযা শেষে দাফনের ব্যবস্থা করি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবায়েত হায়াত শিপলু রাজবাড়ী মেইলকে বলেন, এ ধরনের সমস্যা নিয়ে কেউ মারা গেলে করণীয় সর্ম্পকে ইসলামী ফাউন্ডেশনকে আগে থেকে নির্দেশনা দেওয়া ছিল। এরপর যাতে আর কোন প্রকার ব্যাত্যয় না ঘটে এ জন্য পরদিন সংশ্লিষ্ট সকল দপ্তরকে সাথে বসে সবার দায়িত্ব স্পষ্ট করে ভাগ করে দেওয়া হয়েছে। যাতে এ ধরনের কারো মৃত্যু হলে কোন প্রকার বিলম্ব না হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 Rajbarimail
DeveloperAsif
themesba-lates1749691102