০৫:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

রাজবাড়ীতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পিপিই দিলেন কাজী ইরাদত আলী

রাজবাড়ীমেইল ডেস্কঃ করোনা ভাইরাসের বিরুদ্ধে যাঁরা সারাক্ষণ লড়ছেন তাঁদের সুরক্ষার কথা ভেবে, করোনা ভাইরাসের সংক্রমন থেকে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের সুরক্ষায় পিপিই (পারসোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট) সামগ্রী দিয়েছেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি কাজী ইরাদত আলী।

করোনা ভাইরাসের বিরুদ্ধে যাঁরা সারাক্ষণ লড়েছেন তাঁদের সুরক্ষার কথা ভেবে চিকিৎসকদের পাশাপাশি স্বাস্থ্য কর্মীদের জন্য এবার কাজী ইরাদত আলী ১০০ পিপিই কিটস দিয়েছেন। বর্তমানে করোনা যুদ্ধে সৈনিকদের পাশে থাকতে পেরে গর্বিত তিনি। দেশের বাকি মানুষেরাও এগিয়ে আসার আহ্বান জানান তিনি। চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীদের বাঁচাতে এই পিপিই কিট অতি জরুরি। তাঁদের পাশে আছি। সবাই এগিয়ে এলে দানের পরিমাণ বাড়বে। তাতে সুরক্ষিত থাকবেন করোনা যুদ্ধের সৈনিকেরা। তাঁদের হাত ধরে বিশ্ব মুক্ত হবে করোনা সংক্রমণ থেকে। রোববার দুপুর ২টার দিকে সিভিল সার্জন কার্য্যালয়ে সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলামের কাছে ওই পিপিই হস্থান্তর করা হয়।

এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী এরাদত আলী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে করোনা ভাইরাস মোকাবেলায় সকলে এক সাথে কাজ করে যাচ্ছি। আপাতত চিকিৎসকদের জন্য পিপিই প্রদান করা হলো। জীবনের ঝুকি নিয়ে কাজ করে যাওয়া চিকিৎসকদের পাশাপাশি স্বাস্থ্যকর্মীদের এখন থেকে পিপিই সহ সকল প্রকার সহযোগিতা অব্যহত থাকবে।

সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম বলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও দানশীল ব্যক্তিত্ব, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী মাঠ পর্যায়ে নিরাপদে টিকাদান কার্যক্রম ও স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলার সুপারভাইজার ও মাঠ কর্মীদের জন্য ১০০ সেট ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করেছেন। পরে এগুলো সুপারভাইজার ও স্বাস্থ্য কর্মীদের মধ্যে বিতরণ করা হয়। রাজবাড়ী জেলা স্বাস্থ্য বিভাগ এর পক্ষ থেকে কাজী ইরাদত আলীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

রাজবাড়ীতে শ্বাশুরীকে হত্যার দায়ে দুই জনের যাবোজ্জীবন একজন খালাস

রাজবাড়ীতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পিপিই দিলেন কাজী ইরাদত আলী

পোস্ট হয়েছেঃ ০৭:৩৬:১০ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২০

রাজবাড়ীমেইল ডেস্কঃ করোনা ভাইরাসের বিরুদ্ধে যাঁরা সারাক্ষণ লড়ছেন তাঁদের সুরক্ষার কথা ভেবে, করোনা ভাইরাসের সংক্রমন থেকে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের সুরক্ষায় পিপিই (পারসোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট) সামগ্রী দিয়েছেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি কাজী ইরাদত আলী।

করোনা ভাইরাসের বিরুদ্ধে যাঁরা সারাক্ষণ লড়েছেন তাঁদের সুরক্ষার কথা ভেবে চিকিৎসকদের পাশাপাশি স্বাস্থ্য কর্মীদের জন্য এবার কাজী ইরাদত আলী ১০০ পিপিই কিটস দিয়েছেন। বর্তমানে করোনা যুদ্ধে সৈনিকদের পাশে থাকতে পেরে গর্বিত তিনি। দেশের বাকি মানুষেরাও এগিয়ে আসার আহ্বান জানান তিনি। চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীদের বাঁচাতে এই পিপিই কিট অতি জরুরি। তাঁদের পাশে আছি। সবাই এগিয়ে এলে দানের পরিমাণ বাড়বে। তাতে সুরক্ষিত থাকবেন করোনা যুদ্ধের সৈনিকেরা। তাঁদের হাত ধরে বিশ্ব মুক্ত হবে করোনা সংক্রমণ থেকে। রোববার দুপুর ২টার দিকে সিভিল সার্জন কার্য্যালয়ে সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলামের কাছে ওই পিপিই হস্থান্তর করা হয়।

এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী এরাদত আলী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে করোনা ভাইরাস মোকাবেলায় সকলে এক সাথে কাজ করে যাচ্ছি। আপাতত চিকিৎসকদের জন্য পিপিই প্রদান করা হলো। জীবনের ঝুকি নিয়ে কাজ করে যাওয়া চিকিৎসকদের পাশাপাশি স্বাস্থ্যকর্মীদের এখন থেকে পিপিই সহ সকল প্রকার সহযোগিতা অব্যহত থাকবে।

সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম বলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও দানশীল ব্যক্তিত্ব, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী মাঠ পর্যায়ে নিরাপদে টিকাদান কার্যক্রম ও স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলার সুপারভাইজার ও মাঠ কর্মীদের জন্য ১০০ সেট ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করেছেন। পরে এগুলো সুপারভাইজার ও স্বাস্থ্য কর্মীদের মধ্যে বিতরণ করা হয়। রাজবাড়ী জেলা স্বাস্থ্য বিভাগ এর পক্ষ থেকে কাজী ইরাদত আলীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।