
রাজবাড়ীমেইল ডেস্কঃ পুলিশের ঢাকা রেঞ্জের উপ মহা-পরিদর্শক (ডিআইজি) হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) প্রেরিত খাদ্য সামগ্রী শনিবার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লির যৌনকর্মীদের মাঝে বিতরণ করা হয়েছে। করোনা ভাইরাসের কারণে যৌনপল্লিতে যাতায়াত ব্যবস্থা বন্ধ করে দেওয়ায় পল্লির অনেকে অসহায় হয়ে পড়েন।
রাজবাড়ীর পুলিশ সুপার মো. মিজানুর রহমান পিপিএম এর তদারকিতে জেলা পুলিশ ও ডিআইজি ঢাকা রেঞ্জ এর পক্ষ থেকে শনিবার দুপুরে দৌলতদিয়া যৌনপল্লির এক হাজার সমাজের সুবিধা বঞ্চিত, অসহায় যৌনকর্মীর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি তেল, ১ কেজি আলু ও ১ কেজি করে লবন। সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সাকের্ল) শেখ মো. শরীফুজ্জামান, গোয়ালন্দ ঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ আব্দুল্লাহ আল-তায়াবীর, উপ-পরিদর্শক (এস.আই) ইকবাল আহম্মেদ খান, স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুল জলিল ফকীর, যৌনকর্মীদের সংগঠন অসহায় নারী ঐক্যের সভাপতি ঝুমুর বেগম প্রমূখ।
এর আগেও যৌনপল্লির যৌনকর্মীদের মাঝে কয়েক দফা সরকারিভাবে চাল, স্থানীয় সংসদ সদস্য কাজী কেরামত আলীর পক্ষ থেকেও খাদ্য সামগ্রী, জেলা পুলিশের পক্ষ থেকে হ্যান্ড স্যানিটাইজার, উত্তরোণ ফাউন্ডেশনের পক্ষ থেকেও খাদ্য সামগ্রী ও বেসরকারী গণস্বাস্থ্য হাসপাতালের পক্ষ থেকেও বয়স্ক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।