
রাজবাড়ীমেইল ডেস্কঃ রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় ১০৫ জন অস্বচ্ছল ইমাম ও মোয়াজ্জিন সরকারী ত্রাণ পেয়েছেন। বৃহস্পতিবার দুপুরে পাংশা শাহ জূঁই (রঃ) কামিল মাদরাসা প্রাঙ্গনে অস্বচ্ছল ইমাম ও মোয়াজ্জিনদের হাতে ত্রাণের চাল তুলে দেন ইমাম কমিটির নেতৃবৃন্দ।
জানা যায়, ২০১৯-২০ অর্থ বছরে করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় ১০৫ জন ক্ষতিগ্রস্থ ইমাম ও মোয়াজ্জিনের মাঝে বিতরণের জন্য ২.১০০ মেঃ টন জিআর চাল বরাদ্দ হয়। বৃহস্পতিবার দুপুরে প্রত্যেকের মাঝে ২০ কেজি করে ত্রাণের চাল বিতরণ করেন ইমাম কমিটির নেতৃবৃন্দ। এ সময় পাংশা উপজেলা ইমাম কমিটির সভাপতি খন্দকার মাওলানা মোঃ আব্দুল হালিম, সাধারণ সম্পাদক মাওলানা মোঃ ইউনুস আলী, অধ্যক্ষ মাওলানা মোঃ আবু মুসা অশয়ারী, মাওলানা মোঃ খলিলুর রহমান, মাওলানা মোঃ রফিকুল ইসলাম ও মাওলানা মোঃ রুস্তম আলী প্রমূখ উপস্থিত ছিলেন।