১২:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

পাংশায় ডিপিপি’র উদ্যোগে হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

রাজবাড়ীমেইল ডেস্কঃ রাজবাড়ী জেলার পাংশা শহরের নারায়নপুর টিএন্ডটি পাড়াস্থ বেসরকারি সংস্থা ডেভেলপমেন্ট ফর পুওর পীপলস (ডিপিপি) এর উদ্যোগে বৃহস্পতিবার পাংশা শহরসহ হাবাসপুর ইউপির ৩ শতাধিক কর্মহীন অস্বচ্ছল ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

ডিপিপি’র অন্যতম পরিচালক ও হাবাসপুর ইউপির সাবেক চেয়ারম্যান মো. আল মামুন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে পাংশা উপজেলা সমাজ সেবা অফিসার মো. জহিরুল ইসলাম ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. নূর উদ্দিন মিয়া বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে পাংশা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মো. মোক্তার হোসেন, ডিপিপি’র ম্যানেজার শফিকুল ইসলাম ও হিসাব রক্ষক পিয়া সুলতানাসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে চাল, আটা ও সাবানসহ খাদ্য সামগ্রীর প্যাকেট সুবিধাভোগীদের মাঝে বিতরণ করা হয়।

সমাজ সেবা অফিসার মো. জহিরুল ইসলাম বলেন, ডিপিপি একটি নিবন্ধনকৃত এনজিও। সামাজিক সেবা মূলক কাজ তথা করোনা সংকট মোকাবেলায় ডিপিপি’র উদ্যোগকে প্রশংসা করেন তিনি।

মো. নূর উদ্দিন মিয়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা সংকট মোকাবেলায় কর্মহীন অস্বচ্ছল ও দরিদ্র পরিবারের সহায়তার জন্য ধনাঢ্য ব্যক্তিদের সহায়তার হাত প্রসারিত করার আহবান জানিয়েছেন। সে আলোকে পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলায় কর্মহীন অস্বচ্ছল ও দরিদ্রদের মাঝে  মোঃ জিল্লুল হাকিম এমপির সার্বিক দিক নির্দেশনায় এমপি পুত্র ও জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য আশিক মাহমুদ মিতুল ঘরে ঘরে খাদ্য সামগ্রী ও শিশু খাদ্য পৌঁছে দিচ্ছেন। করোনা সংকট পরিস্থিতির মধ্যে সাধারণ মানুষ যাতে চিকিৎসা সেবা পায় তার জন্য ভ্রাম্যমান মেডিকেল টিম গঠন করে চিকিৎসা সেবা সাধারণের দোর গোড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে। এনজিও ডিপিপির আয়োজনকে প্রশংসীত উদ্যোগ বলে অভিমত ব্যক্ত করেন তিনি।

হাবাসপুর ইউপির সাবেক চেয়ারম্যান মো. আল মামুন খান বলেন, বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম এমপির জ্যেষ্ঠ পুত্র জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য আগামী দিনের বলিষ্ঠ নেতৃত্ব আশিক মাহমুদ মিতুল করোনা সংকট মোকাবেলায় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। কোনো মানুষ যাতে অনাহারে না থাকে এবং কোনো মানুষ যাতে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয়, তার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। এ মুহুর্তে যার যার অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানিয়ে তিনি আরও বলেন, তার ছোট ভাই খান মোঃ সাইফুল ইসলাম নকীব এনজিও ডিপিপি’র নির্বাহী পরিচালক। করোনা সংকট মোকাবেলায় এনজিও ডিপিপির আয়োজনকে ধন্যবাদ জানান তিনি।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

রাজবাড়ীতে শ্বাশুরীকে হত্যার দায়ে দুই জনের যাবোজ্জীবন একজন খালাস

পাংশায় ডিপিপি’র উদ্যোগে হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

পোস্ট হয়েছেঃ ০৬:২৯:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০

রাজবাড়ীমেইল ডেস্কঃ রাজবাড়ী জেলার পাংশা শহরের নারায়নপুর টিএন্ডটি পাড়াস্থ বেসরকারি সংস্থা ডেভেলপমেন্ট ফর পুওর পীপলস (ডিপিপি) এর উদ্যোগে বৃহস্পতিবার পাংশা শহরসহ হাবাসপুর ইউপির ৩ শতাধিক কর্মহীন অস্বচ্ছল ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

ডিপিপি’র অন্যতম পরিচালক ও হাবাসপুর ইউপির সাবেক চেয়ারম্যান মো. আল মামুন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে পাংশা উপজেলা সমাজ সেবা অফিসার মো. জহিরুল ইসলাম ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. নূর উদ্দিন মিয়া বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে পাংশা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মো. মোক্তার হোসেন, ডিপিপি’র ম্যানেজার শফিকুল ইসলাম ও হিসাব রক্ষক পিয়া সুলতানাসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে চাল, আটা ও সাবানসহ খাদ্য সামগ্রীর প্যাকেট সুবিধাভোগীদের মাঝে বিতরণ করা হয়।

সমাজ সেবা অফিসার মো. জহিরুল ইসলাম বলেন, ডিপিপি একটি নিবন্ধনকৃত এনজিও। সামাজিক সেবা মূলক কাজ তথা করোনা সংকট মোকাবেলায় ডিপিপি’র উদ্যোগকে প্রশংসা করেন তিনি।

মো. নূর উদ্দিন মিয়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা সংকট মোকাবেলায় কর্মহীন অস্বচ্ছল ও দরিদ্র পরিবারের সহায়তার জন্য ধনাঢ্য ব্যক্তিদের সহায়তার হাত প্রসারিত করার আহবান জানিয়েছেন। সে আলোকে পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলায় কর্মহীন অস্বচ্ছল ও দরিদ্রদের মাঝে  মোঃ জিল্লুল হাকিম এমপির সার্বিক দিক নির্দেশনায় এমপি পুত্র ও জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য আশিক মাহমুদ মিতুল ঘরে ঘরে খাদ্য সামগ্রী ও শিশু খাদ্য পৌঁছে দিচ্ছেন। করোনা সংকট পরিস্থিতির মধ্যে সাধারণ মানুষ যাতে চিকিৎসা সেবা পায় তার জন্য ভ্রাম্যমান মেডিকেল টিম গঠন করে চিকিৎসা সেবা সাধারণের দোর গোড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে। এনজিও ডিপিপির আয়োজনকে প্রশংসীত উদ্যোগ বলে অভিমত ব্যক্ত করেন তিনি।

হাবাসপুর ইউপির সাবেক চেয়ারম্যান মো. আল মামুন খান বলেন, বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম এমপির জ্যেষ্ঠ পুত্র জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য আগামী দিনের বলিষ্ঠ নেতৃত্ব আশিক মাহমুদ মিতুল করোনা সংকট মোকাবেলায় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। কোনো মানুষ যাতে অনাহারে না থাকে এবং কোনো মানুষ যাতে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয়, তার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। এ মুহুর্তে যার যার অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানিয়ে তিনি আরও বলেন, তার ছোট ভাই খান মোঃ সাইফুল ইসলাম নকীব এনজিও ডিপিপি’র নির্বাহী পরিচালক। করোনা সংকট মোকাবেলায় এনজিও ডিপিপির আয়োজনকে ধন্যবাদ জানান তিনি।