
রাজবাড়ীমেইল ডেস্কঃ রাজবাড়ীতে বুধবার রাতে নতুন করে দুইজন করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। সব মিলিয়ে রাজবাড়ীতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাড়িয়েছে ১০ জনে। এ সপ্তাহের প্রথমে করোনা ভাইরাস পরিক্ষার জন্যে ৮৮ জনের নমুনার পাঠানো হয় ঢাকায়। এর মধ্যে দুই জনের করোনা পজেটিভ হিসেবে শনাক্ত হয়।
নতুন করে বুধবার রাতে দুই জনের করোনা ভাইরাস পজেটিভ এসেছে। রাজবাড়ীতে থেকে এ পর্যন্ত ২১৭ জনের নমুনা পাঠানো হলে এর মধ্যে ৮ জনের করোনা ভাইরাস পজেটিভ হিসেবে শনাক্ত হয়েছে।
গত সপ্তাহের প্রথমে ৮০ জনের নমুনা পাঠানোর পর সেখান থেকে ৬ জনের করোনা ভাইরাস সনাক্ত হয়। এরপর ৪৯ জননের নমুনা পাঠানোর পর সেখান থেকে মঙ্গলবার আবার দুই জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে এবং বুধবার রাতে ৮৮ জনের নমুনা পরিক্ষা করে আগের করোনা আক্রান্ত দুই জনের নতুন করে আবার দুই জনের করোনা পজেটিভ পাওয়া গেছে। এর মধ্যে রাজবাড়ী সদরের ৬ জন, বালিয়াকান্দির ১ এবং পাংশার ১ জন করোনা আক্রান্ত রোগী রয়েছে।
বৃহস্পতিবার ১১ টায় রাজবাড়ী সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন এ পর্যন্ত ২১৭ জনের নমুনা পাঠিয়ে সেখানে ৮ জন রোগী করোনা ভাইরাস আক্রান্ত রোগী রাজবাড়ীতে পাওয়া গেছে। বর্তমানে দুই জন রাজবাড়ীতে চিকিৎসাধীন রয়েছে।